Shockwave Daily

Shockwave Daily The revolution is not an apple that falls when it is ripe. You have to make it fall.
(1)

Like this page for the most essential breaking news, irreverent headlines, and can't-miss photos from

08/07/2025
03/06/2025

সঞ্চালনের লক্ষমাত্রা অর্জিত...

27/05/2025

গাবতলি বাস স্টান্ডে দাড়িয়ে ছিলাম প্রখ্যাত সেলফি নামের বাসের জন্য৷ গন্তব্য আরিচা৷ প্রায় স্নধা সময়৷ পাশে একটা ছেলেকে দেখলাম এসে দাঁড়ালো৷ গায়ের রং কালো আবার তার টি-শার্ট টির রং টাও কালো৷ হয়ত অন্য রং ছিল৷ মেকানিকের ওয়ার্কসপে কাজ করবে হয়ত৷ মবিলের গন্ধ পাচ্ছিলাম৷ ওকে আগেও দেখছি এখানে ঘোরাঘুরি করতে৷ বাসের জানালাগুলো তার যেন কি একটা শিকারীর মত চোখ৷ সেটা খেয়াল করলম৷

পাশের পুলিশ বক্স৷ দায়িত্বরত একজন সদস্য এদিকে এক চক্কর দিয়ে ফিরে গেল৷ আমি মুলত জীবন ব্যবস্থা অনুধাবন করতেছিলাম৷ আমার আর চারপাশের৷ সাথে আরিচা থেকে কি কাজিরহাটের ফেরি পাব? ৮-৯ টা বেজে যাবে ইত্যাদি ইত্যাদি৷
হঠাৎ আরেক জন এসে আমার পাশে দাঁড়ালো, আর রাস্তার দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির সহযোগী হবে৷
কেননা সেই ছেলেটি মাত্রই একটি মোবাইল ফোন চলতি বাসের জানালা থেকে ছিনিয়ে নিল৷
পর মুহুর্তে তারা দুইজন রাস্তায় ওই পাসে একত্রিত হলো৷
বক্সের জনাবদ্বয় একবার বক্সের মনিটর দেখে একবার আমার দিকে৷ একবার আমার দিকে একবার বক্সে থাকা মনিটরের দিকে৷ কারণ হয়ত ওরা জানে জুতোর ছোলগুলা অনেক শক্ত আর এটা সামাল দেওয়া চারটি খানি কথা না৷

08/05/2025

পাবনায় গ্রাহকদের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে এনজিও উধাও

(নিউজ লিংক কমেন্টে)

27/04/2025
04/03/2025

.
Top 10 unknown facts of BMW


# # # **প্যারাকুয়াট বিষক্রিয়া সম্পর্কিত প্রতিবেদন**

**ভূমিকা**
প্যারাকুয়াট একটি অত্যন্ত বিষাক্ত হারবিসাইড, যা প্রধানত ঘাস ও আগাছা ধ্বংস করতে ব্যবহৃত হয়। এটি গাছপালার বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হলেও, মানুষের জন্য একে বিষক্রিয়া সৃষ্টি করার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্যারাকুয়াটের বিষক্রিয়া হতে পারে অত্যন্ত বিপজ্জনক এবং কখনো কখনো এটি মৃত্যুর কারণ হতে পারে।

**প্যারাকুয়াট বিষক্রিয়ার লক্ষণসমূহ**
প্যারাকুয়াট বিষক্রিয়া শুরুর দিকে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি করতে পারে। এর মধ্যে রয়েছে:

1. **প্রাথমিক লক্ষণসমূহ**:
- বমি ও বমির ভাব
- পেট ব্যথা
- ডায়রিয়া
- মুখ ও গলায় জ্বালা
- গলায় বা পেটে অস্বস্তি

2. **পরে লক্ষণসমূহ**:
- শ্বাসকষ্ট (ফুসফুসের ক্ষতি)
- শ্বাস-প্রশ্বাসের সমস্যা
- তীব্র শ্বাসযন্ত্রের অকার্যকারিতা
- কিডনি, লিভার ও হৃদযন্ত্রের অস্বাভাবিকতা
- শরীরের নানা অঙ্গের ব্যর্থতা

**প্যারাকুয়াট বিষক্রিয়ার চিকিৎসা**
প্যারাকুয়াট বিষক্রিয়া সনাক্ত হলে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে। কিছু চিকিৎসার মাধ্যমে বিষক্রিয়ার প্রভাব কমানো সম্ভব, তবে এর জন্য সঠিক সময়ে ও দ্রুত চিকিৎসার প্রয়োজন।

1. **অ্যাকটিভেটেড চারকোল**: যদি প্যারাকুয়াট গ্রহণের পর কিছু সময়ের মধ্যে চিকিৎসা নেওয়া হয়, তবে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করা হতে পারে বিষটির শোষণ কমানোর জন্য।
2. **সহায়ক চিকিৎসা**: অক্সিজেন প্রদান, মেকানিক্যাল ভেন্টিলেশন এবং উপসর্গ অনুযায়ী অন্যান্য চিকিৎসা দেয়া যেতে পারে।
3. **ডায়ালিসিস**: কিডনি ব্যর্থ হলে ডায়ালিসিসের মাধ্যমে রক্ত পরিশোধিত করা হতে পারে।
4. **ফুসফুস প্রতিস্থাপন**: যদি ফুসফুসের গুরুতর ক্ষতি হয় তবে ফুসফুস প্রতিস্থাপন করা হতে পারে।

**প্যারাকুয়াট ব্যবহারের বিপদ**
প্যারাকুয়াট ব্যবহার করার সময় বেশ কিছু বিপদ রয়েছে, বিশেষত কৃষি ক্ষেত্র ও শাকসবজি চাষের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

1. **মানবস্বাস্থ্য বিপদ**:
প্যারাকুয়াট মানবদেহে প্রবেশ করলে এটি গুরুতর বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। চাষের সময় যদি প্যারাকুয়াট গায়ে বা মুখে লেগে যায়, তবে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। শ্বাসের মাধ্যমে এই বিষটি শরীরে প্রবেশ করলে এটি ফুসফুসে ক্ষতি করতে পারে এবং পরবর্তীতে শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে।

2. **পশু-পাখির ক্ষ

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shockwave Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category