22/04/2024
গতকাল এই মহিলাটি একটা ছাগল ছিনতাই করে, গাজীপুর টঙ্গী বনমালা ফাতেমা খানম রোডে, ঘটনা স্থল থেকে জানা যায় যে এই মহিলা একটি আরও বিভিন্ন ধরনের চুরির কাজ করে থাকে, অনেক মতে সে নাকি বাচ্চা ধরার কাজ করে থাকে,বাসা বাড়িতে সাহায্যর উদ্দেশ্যে দিয়ে ফাকা বাসা ছিনতাই করে নিয়ে আসে টাকা পয়সা, সোনা গহনা,
কথায় আছে দশ দিন চুরি করলে একদিন ধরা পরতেই হয় ঠিক তেমনি এই মহিলাটাও ধরা পড়ে গেল এক রিক্সা চালকের কাছে, ছাগলটিকে নিয়ে পালাচ্ছিল যে রিক্সায় করে, ছাগলটি ঠিক সেই রিক্সা চালতেছিল প্রথম অবস্থায় যদিও রিকশাচালক চিনতে পারেনাই ছাগলটি তার। কিছুক্ষণ পরে তার ফোনে কল আসে তার বাড়িতে ছাগলটি হারিয়ে গেছে পিছনে ফিরে দেখে তার ছাগলের মতই ছাগলটি
এক পর্যায়ে সেই মহিলা ধরা পরে,
এই মহিলাকে চিনে রাখুন, সে আপনার বাড়িতেও যেতে পারে