ᴡᴇɪʀᴅ ɴᴀ ?

ᴡᴇɪʀᴅ ɴᴀ ? It’s really Weird 🌚

03/10/2024

NOTHING TO SAY 🙂

30/09/2024

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"
নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে, ক্লাসের মাঝখানে স্তুপ করে রাখলেন তিনি মিশিয়ে। তারপর বললেন─ "এবার এখান থেকে সবাই নিজের নামের বেলুনটি বেছে নাও।"
এতোগুলো বেলুন থেকে নিজের নামের বেলুনটি বেছে নিতে গিয়ে গলদঘর্ম অবস্থা প্রত্যেকেরই। সময় গড়াতে লাগলো, দু'য়েকজন খুঁজে পেলো নিজের বেলুনটি, বাকিরা হাতড়াতে লাগলোই, হতোদ্যম।
শিক্ষক বললেন─ "এক কাজ করো তাহলে; প্রত্যেকেই নিজের ঠিক সামনের বেলুনটি নাও, ওটায় তোমার যে-বন্ধুর নাম লিখা আছে তার হাতে তুলে দাও ওটা।"
এবার দেখা গেলো─ খুব অল্প সময়েই যার বেলুন তার কাছে পৌঁছে গেলো।
বেলুন হাতে বসে থাকা তাঁর সন্তানসম হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদের দিকে তাকালেন শিক্ষক। তাঁর চোখে আনন্দাশ্রু চিকচিক করছে।
─ "বাবারা, পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে, ঠিক ওই বেলুনগুলোর মতোই। খুঁজে নাও। কিন্তু, নিজের জন্য নয়; অন্যের জন্য খোঁজো সুখ, তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও; সেও তোমাকে তার সুখের─ সমস্তটা না-পারলেও─ ভাগটুকু দেবে। মা রে, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারাটা জীবন, থইথই সুখের ভাগাভাগিতে।"
জীবন মানে প্রতিযোগিতা নয়
জীবন মানে সহযোগিতা। এই শিক্ষা আমরা ও আমাদের ভবিষ্যতে প্রজম্মকে দিতে হবে তাহলেই পৃথিবী সুন্দর হবে।❣️❤️

📌তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার। তাহলে সমতলের, আমি কেন তোমা...
25/09/2024

📌তুমি পাহাড়ি,
তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পার, চাকরি করতে পার, পড়ালেখা করতে পার।
তাহলে সমতলের,
আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে!!
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পার, বাড়ি করতে পার।
কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না??🤔

13/09/2024

মানুষ চিনার জন্য কোনো 'গণ শিক্ষার' আয়োজন হইলে ডাক দিয়েন, নিশ্চিত যাবো আমি মানুষ চিনার জন্য! ❤️

05/09/2024

Your Tomorrow Can’t BE Better IF You Don’t Give Your Best Today. 😗🫤

31/08/2024

জ্ঞান দিয়ে লাভ নাই, ভালো একটা মানুষের সন্ধান দেন বিয়ে করে সংসার করি! 🙂

25/08/2024

দেশের এমন দূঃসময়ে ও কিছু মানুষের ফেসবুক পোস্ট দেখলে মনেহয় দেশে কোনো উৎসব চলতেসে ,
মানে তাদের মাথায় মগজ আছে কিনা সন্দেহ ।
নিজের উপরে যতক্ষন কোনোও বালা মসিবত না আসে আমরা ততক্ষন এগুলা করতেই থাকি , আল্লাহ আমাদের মাফ করুক ।

23/08/2024

ফেরাউন,নমরুদ এর পতনের পর চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি,বন্যা হয়েছিলো, পরে জমি উর্বর হয়েছিল
ধৈর্য ধরুন ভাল কিছু আছে। ইনশাআল্লাহ

22/08/2024

কুমিল্লা ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রাত শুরু হলো! 🥲
আল্লাহ আমাদের ক্ষমা করুন,
কুমিল্লা বাসীকে রক্ষা করুন🤲।
ঘুম নাই চোখে 🥺🥺🥺

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴡᴇɪʀᴅ ɴᴀ ? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share