31/05/2025
আমি তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসি। এই ভালোবাসায় কোনো শর্ত নেই।
তোমার হাসিই আমার শান্তি, তোমার চোখে যদি আনন্দ দেখি—তাহলে আমার মনও আনন্দে ভরে যায়।
কিন্তু একটা কথাই বলতে চাই আজ—ভালোবাসা শুধু দু’জন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা মানে দুটি পরিবারের মিলন।
আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। ওরা আমার দুনিয়া, আমার অস্তিত্বের শিকড়। ওদের ছাড়া আমি সম্পূর্ণ হতে পারি না।
আমি চাই তুমি শুধু আমার স্ত্রী না, আমার মায়ের জন্যে একজন মেয়ে হও, আমার বাবার জন্যে একজন মেয়ের মতো ভালোবাসার ছায়া হও।
প্রতিটা মানুষেই ভুল থাকে, কিন্তু যদি আমরা প্রতিটা ছোট ছোট ভুল নিয়ে কথা বলি, ভুল ধরতে ধরতে ভালোবাসার জায়গাগুলো দূরত্বে ভরে যায়।
আমি চাই তুমি খুঁত না খুঁজে, ভালোবাসা খুঁজো। পরিবারের সব সদস্যদের ছোট ছোট দোষ-ত্রুটি গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো।
সবাইকে নিয়ে চলতে পারলে তবেই ঘর হয় ঘর—না হলে শুধু একটা ছায়া হয়ে যায়।
তুমি যদি আমার আপনজনদের নিজের মতো করে আপন মনে করতে পারো, তাহলে আমাদের জীবনটা হবে অনেক সুন্দর।
আমি চাই তুমি শুধু একজন স্ত্রী না, একজন আদর্শ বউ, একজন শ্রদ্ধাশীল মেয়ে, এবং একজন ভালো মানুষ হও—যার জন্য সবাই গর্ব করতে পারে।
আমি তোমার ভালোবাসা হারাতে চাই না, কিন্তু পরিবার ছাড়াও সুখী হওয়ার কল্পনাও করতে পারি না।
তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলেই আমরা দু'জন মিলে একটা সুন্দর জীবনের গল্প লিখতে পারি
।