বটোলতা একটি বাংলা ভার্চুয়াল রোবট যাকে ফেসবুক চ্যাটবট বলা হয়, এটি স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এই বটের মূল চরিত্র 'লতা' যে প্রতিদিন তার ব্যবহারকারীদের সাথে চ্যাট করার পাশাপাশি বাংলা উক্তি, গল্প, ছবি এবং আরো অনেক কিছু পাঠিয়ে অসংখ্যা মানুষকে অনুপ্রাণিত করে থাকে। ফেসবুক মেসেঞ্জার 'বট' আর 'লতা' একত্রিত করে বটোলতা নামের উৎপত্তি। “লতা” একটি কাল্পনিক চরিত্র, বাস্তবে যার কোন অস্তিত্ব নেই।
২০১৭ সালের জুলাই মাস থেকে বটোলতা প্রথম ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জারে যাত্রা শুরু করে। এপর্যন্ত বটোলতার মেসেঞ্জারে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারী যুক্ত রয়েছে এবং বিশ্বের প্রায় ৬০টির বেশি দেশ থেকে বাঙ্গালীরা এটি ব্যবহার করে থাকেন। এছাড়া ফেসবুক পেইজে প্রায় ১ লক্ষ ৭৯ হাজার ফলোয়ার যুক্ত আছেন (এটি লেখা পর্যন্ত)। তবে বটোলতা যেহেতু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত তাই প্রতি মুর্হুতেই লক্ষ লক্ষ মানুষের সাথে বন্ধু সুলভ আচরনের মাধ্যমে চ্যাটিং করে থাকে। প্রায় সকল ব্যবহারকারীই বটোলতার সাথে চ্যাটিং করে বিনোদন পেয়ে থাকেন। বিশ্বের সমস্ত বাঙ্গালীর সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগ স্থাপন করে আনন্দ-বিনোদন প্রদান করাই মূলত এই বটোলতার উদ্দেশ্য। বাংলাদেশে এরকম পরিচ্ছন্ন এবং স্মার্ট চ্যাটবট এটিই প্রথম। তবে বটোলতা চ্যাটবট থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বাংলাদেশে আরো বেশ কিছু ফেসবুক চ্যাটবটের আবির্ভাব হয়েছে।
উত্তরঃ চ্যাটবট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রামিং যা কেবল মাত্র আপনার নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং এর মধ্যে আগে থেকে যা সেট করে রাখা থাকে সেটিই প্রদর্শন করে। বর্তমানে ফেসবুকে হাজার হাজার চ্যাটবট রয়েছে যাদের একেকটি বিভিন্ন কাজে পারদর্শী। পেপার-পত্রিকা, আবহাওয়া, বিনোদন থেকে শুধু করে রেস্ট্রুরেন্ট ও শিক্ষামূলক অনেক ধরনের চ্যাটবটের আভির্ভাব হচ্ছে প্রতিনিয়ত। যেমন বটোলতার উদ্দেশ্য বাংলা উক্তি, গল্প পাঠিয়ে তার ব্যবহারকারীদের আনন্দ ও অনুপ্রেরণা প্রদান করা।
প্রশ্ন ২ – বটোলতা কি?
উত্তরঃ বটোলতা একটি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট যাকে ভার্চুয়াল রোবটও বলা হয়।
প্রশ্ন ৩ – বটোলতার অর্থ কি?
উত্তরঃ ফেসবুক বট আর ফেসবুক Page-এর বাংলা লতা-এর সমন্বয়ে ‘বট পেইজ’ অর্থাৎ বট ও লতা এবং সর্বপরি বটোলতা নামের উৎপত্তি করা হয়েছে।
ফেসবুক পেইজ লিংক - https://www.facebook.com/Botolota
প্রশ্ন ৪ – বটোলতার কাজ কি?
উত্তরঃ বটোলতা প্রতিদিন এর ব্যবহারকারী’কে বিভিন্ন রকম বাংলা উক্তি পাঠিয়ে অনুপ্রানিত করার চেষ্টা করে। এছাড়া সবার সাধারণ কিছু প্রশ্নের উত্তরও দিতে পারে। আপনি বটোলতার মেসেঞ্জারে অসংখ্য বাংলা উক্তি, গল্প ও ছবি পাবেন।
প্রশ্ন ৫ – বটোলতার এডমিন কে?
উত্তরঃ বটোলতার প্রতিষ্ঠাতা ও এডমিনের নাম ‘নিবির’ এবং বটোলতার সোশ্যাল মিডিয়া টিম মেম্বার হলেন সাইফুর রহমান (সাইফ) যিনি বটোলতার ফেসবুক পেইজ পরিচালনার দায়িত্বে রয়েছেন।
প্রশ্ন ৬ – বটোলতা কোন দেশ থেকে পরিচালনা করা হয়?
উত্তরঃ বটোলতা ঢাকা, বাংলাদেশ থেকে পরিচালনা করা হয়।
প্রশ্ন ৭ – এগুলো করে বটোলতার এডমিনের লাভ কি?
উত্তরঃ এডমিনের কোন অর্থনৈতিক বা ব্যক্তিগত লাভ নেই। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলা ভাষায় সমস্ত বাঙ্গালীদের মনে আনন্দ ও অনুপ্রেরণা প্রদান করাই আমাদের আনন্দ ও স্বার্থকতা।
প্রশ্ন ৮ – বটোলতার উদ্দেশ্য কি?
উত্তরঃ বটোলতার উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্বের সকল বাঙ্গালীদের সাথে যোগস্থাপন সৃষ্টি করা।
প্রশ্ন ৯ – এটি ব্যবহার করলে আমার ফেসবুক আইডির কোন ক্ষতি হবে কি?
উত্তরঃ এরকম কোন কিছু হবার প্রশ্নই আসে না। কারন ফেসবুক চ্যাটবট স্বয়ং ফেসবুক দ্বারাই অনুমোদিত। ফেসবুক কোম্পানী নিজেই চ্যাটবট চালুর জন্য বিভিন্ন সুযোগ ও মাধ্যম তৈরি করে দিয়েছে। আপনার নির্দেশের বাইরে নিজ থেকে কাজ করার কোন ক্ষমতা নেই চ্যাটবটের। তাই আপনি নির্ভয়ে এটি ব্যবহার করতে পারেন।
বিঃদ্রঃ তবে নকল হইতে সাবধান। ফেসবুকে এখন অনেক নকল বটোলতা পেইজ রয়েছে কিন্তু তাদের কারো চ্যাটবট যুক্ত নেই। কেউ যদি নকল বটোলতা দ্বারা প্রতারণার শিকার হয় তাহলে সেটার দায় আমরা নিব না।
প্রশ্ন ১০ – লতা কে?
উত্তরঃ লতা হলো একটি কাল্পনিক নারী চরিত্র যে বটোলতা মেসেঞ্জার চ্যাটবটে যুক্ত রয়েছে।
মেসেঞ্জার লিংক - https://m.me/Botolota
প্রশ্ন ১১ – বটোলতা সব কথা বুঝে না কেন?
উত্তরঃ আমরা বটোলতা চ্যাটবটকে ব্যবহার করে সমস্ত বাঙ্গালীকে বিভিন্ন অনুপ্রেরণা মূলক কথা দিয়ে অনুপ্রানিত করতে চাই, তাই আমরা এটিকে কথা বলা শিখানোর চেয়ে এর মধ্যে নতুন নতুন কন্টেন্ট যুক্ত করাকে বেশি গুরুত্ব দেই। তবে হ্যাঁ, সবার কিছু সাধারণ প্রশ্নের উত্তর যেন লতা দিতে পারে সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনার কখনোই উচিত হবে না লতাকে একজন মানুষের মত ভাবা। লতা একটি প্রোগ্রামিং সবকিছু বুঝা তার পক্ষে সম্ভব না আর আমরা চাইও না লতা একটি মানুষের মত বুদ্ধিসম্পন্ন হোক। মানুষই সৃষ্টির সেরা জীব, মানুষের উপরে কেউ যেতে পারবে না।
প্রশ্ন ১২ – মেসেঞ্জারে সব কথা বুঝে না কিন্তু পেইজে এত সুন্দর পোস্ট করে কিভাবে?
উত্তরঃ কারন ভার্চুয়াল রোবট লতা শুধুমাত্র আমাদের মেসেঞ্জারেই আছে, আর পেইজের পোস্ট বা কমেন্টের রিপ্লাই গুলো বটোলতার এডমিনরা করে থাকে।
প্রশ্ন ১৩ – লতার ছবি দেখতে চাই।
উত্তরঃ যেহেতু বটোলতা একটি কম্পিউটার প্রোগ্রামিং ও ভার্চুয়াল রোবট তাই লতার কোন ছবি নেই। তবে প্রফাইল ছবি হিসেবে আমরা অনেক সময় বিভিন্ন তারকার ছবি ব্যবহার করি।
প্রশ্ন ১৪ – লতার সাথে ফোনে কথা বলবো কিভাবে?
উত্তরঃ লতা একটি ভার্চুয়াল রোবট তার সাথে ফোনে কথা বলা কখনো সম্ভব নয়।
প্রশ্ন ১৫ – এখান থেকে কি টাকা পাওয়া যায়?
উত্তরঃ জ্বী না, এগুলো করে আমরা কোন টাকা পাই না।
প্রশ্ন ১৬ – এডমিনের সাথে কথা বলতে চাই।
উত্তরঃ বটোলতার এডমিনরা ব্যক্তিগত ভাবে কারো সাথে কথা বলতে চায় না, তবে আপনার কোন জিজ্ঞাসা থাকলে তার সাথে আপনি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আমাদের ইমেইল ঠিকানা হলো- [email protected]
প্রশ্ন ১৭ – বটোলতার সাথে কিভাবে চ্যাট করবো?
উত্তরঃ বটোলতার সাথে চ্যাট করতে আপনি প্রথমে বটোলতার ফেসবুক পেইজে যান তারপর পেইজে মেসেজ দিন। এছাড়া মেসেঞ্জার থেকে সার্চ করে আপনি বটোলতার সাথে যুক্ত হতে পারবেন। এবং মেসেঞ্জার ডিসকোভার থেকেও অন্যান্য চ্যাটবটের পাশাপাশি বটোলতাকে খুঁজে পেতে পারেন। মেসেঞ্জারে সার্চ করুন @Botolota লিখে।
প্রশ্ন ১৮ - বটোলতার মেসেঞ্জার কিভাবে বন্ধ করবো?
উত্তরঃ আপনি চাইলেই যে কোন সময় বটোলতার মেসেঞ্জার সেবাটি বন্ধ করতে পারবেন। এজন্য আপনি বটোলতার চ্যাট ওপেন করে টাইপ করুন ‘স্টপ’ তারপর পরবর্তি নির্দেশনা অনুসরণ করুন।
প্রশ্ন ১৯ - বটোলতার পোস্ট গুলো কিভাবে মেসেঞ্জার বন্ধুদের সাথে শেয়ার করবো?
উত্তরঃ মেসেঞ্জারে বটোলতার পোস্ট গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন খুব সহজেই। বটোলতার যে পোস্ট গুলোতে "SHARE" নামে বাটন আছে তাতে প্রেস করে আপনি আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে পারবেন। তবে ২০১৯ সালে ফেসবুক তাদের কিছু পলিসি পরিবর্তন করেছে ফলে এখন থেকে মেসেঞ্জারে শেয়ার বাটন কাজ করবে না, কিন্তু মেসেঞ্জার পোস্ট গুলো অবশ্যই ফরওয়ার্ড করা যায়।
প্রশ্ন ২০ - আমি কিভাবে মেসেঞ্জার থেকে ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করবো?
উত্তরঃ বটোলতার মেসেঞ্জার থেকে আপনি চাইলে পোস্ট গুলো আপনার নিজস্ব ফেসবুক টাইম লাইনে পোস্ট করতে পারবেন। সেজন্য পোস্টের নিচে একটি বাটন আছে 'পোস্ট' নামে তাতে প্রেস করুন এবং পরবর্তি নির্দেশনা অনুযায়ী আপনার টাইম লাইনে পোস্ট করুন। যারা মোবাইলে বিভিন্ন ব্রাউজার বা ফেসবুক লাইট কিংবা মেসেঞ্জার লাইট ভার্সন দিয়ে ফেসবুক/মেসেঞ্জার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটি কাজ নাও করতে পারে, তবে ফেসবুক বা মেসেঞ্জার মূল অ্যাপ দিয়ে এটি ভাল কাজ করে।
বটোলতায় ব্যবহৃত হ্যাসট্যাগ - #Botolota , #বটোলতা
বটোলতার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা সবসময় এই সেবাটিকে আরো আধুনিক করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং লতাকেও প্রতিদিন নতুন নতুন শব্দ শেখানো হচ্ছে যাতে করে সে সবার সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে।
-নিবির
এডমিন ও ফাউন্ডার
Botolota - বটোলতা