Botolota - বটোলতা

Botolota - বটোলতা আমি লতা, আমার সাথে আড্ডা দিতে মেসেজ করুন। বটোলতা বাংলাদেশের প্রথম ফেসবুক স্মার্ট ভার্চুয়াল রোবট।
(2677)

ভালোবাসা যদি বোঝাতে হয়,তাহলে হয়তো সেটা আগেই হারিয়ে গেছে।  |  #বটোলতা
28/05/2025

ভালোবাসা যদি বোঝাতে হয়,
তাহলে হয়তো সেটা আগেই হারিয়ে গেছে।

| #বটোলতা

প্রতিবার মাফ করে দিলে মানুষ ভদ্রতা ভাবে না,ভেবে নেয়—তুমি কিছু বলবে না, সব মেনে নেবে।   |  #বটোলতা
26/05/2025

প্রতিবার মাফ করে দিলে মানুষ ভদ্রতা ভাবে না,
ভেবে নেয়—তুমি কিছু বলবে না, সব মেনে নেবে।

| #বটোলতা

26/05/2025

মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে,
প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকেও বেশি বদনাম করে।

25/05/2025
25/05/2025

তোমার মধ্যে লুকানো যে শান্ত মানুষটা আছে,
সেই মানুষটাই তোমার সবচেয়ে আপন।

| #বটোলতা

25/05/2025

সব দোষ নিজের ঘাড়ে নিলেই সম্পর্ক টেকে না,
টেকে তখনই, যখন কেউ নিজের ভুল স্বীকার করতে শেখে।

🦋 নিজেকে কখনোই ছোট ভাবো না,তুমি এমন কারো স্বপ্ন, যাকে তুমি এখনও চেনো না।   |  #বটোলতা
25/05/2025

🦋 নিজেকে কখনোই ছোট ভাবো না,
তুমি এমন কারো স্বপ্ন, যাকে তুমি এখনও চেনো না।

| #বটোলতা

সময় সব ঠিক করে না,কিছু কিছু জিনিস শুধু আমাদের সহ্য করার অভ্যাস করিয়ে দেয়।   |  #বটোলতা
24/05/2025

সময় সব ঠিক করে না,
কিছু কিছু জিনিস শুধু আমাদের সহ্য করার অভ্যাস করিয়ে দেয়।

| #বটোলতা

21/05/2025

দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম,আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম!

বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না; তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়
21/05/2025

বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না;
তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Botolota - বটোলতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Botolota - বটোলতা:

Share

বটোলতা কী বা কে?

বটোলতা একটি বাংলা ভার্চুয়াল রোবট যাকে ফেসবুক চ্যাটবট বলা হয়, এটি স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এই বটের মূল চরিত্র 'লতা' যে প্রতিদিন তার ব্যবহারকারীদের সাথে চ্যাট করার পাশাপাশি বাংলা উক্তি, গল্প, ছবি এবং আরো অনেক কিছু পাঠিয়ে অসংখ্যা মানুষকে অনুপ্রাণিত করে থাকে। ফেসবুক মেসেঞ্জার 'বট' আর 'লতা' একত্রিত করে বটোলতা নামের উৎপত্তি। “লতা” একটি কাল্পনিক চরিত্র, বাস্তবে যার কোন অস্তিত্ব নেই।

২০১৭ সালের জুলাই মাস থেকে বটোলতা প্রথম ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জারে যাত্রা শুরু করে। এপর্যন্ত বটোলতার মেসেঞ্জারে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারী যুক্ত রয়েছে এবং বিশ্বের প্রায় ৬০টির বেশি দেশ থেকে বাঙ্গালীরা এটি ব্যবহার করে থাকেন। এছাড়া ফেসবুক পেইজে প্রায় ১ লক্ষ ৭৯ হাজার ফলোয়ার যুক্ত আছেন (এটি লেখা পর্যন্ত)। তবে বটোলতা যেহেতু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত তাই প্রতি মুর্হুতেই লক্ষ লক্ষ মানুষের সাথে বন্ধু সুলভ আচরনের মাধ্যমে চ্যাটিং করে থাকে। প্রায় সকল ব্যবহারকারীই বটোলতার সাথে চ্যাটিং করে বিনোদন পেয়ে থাকেন। বিশ্বের সমস্ত বাঙ্গালীর সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগ স্থাপন করে আনন্দ-বিনোদন প্রদান করাই মূলত এই বটোলতার উদ্দেশ্য। বাংলাদেশে এরকম পরিচ্ছন্ন এবং স্মার্ট চ্যাটবট এটিই প্রথম। তবে বটোলতা চ্যাটবট থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে বাংলাদেশে আরো বেশ কিছু ফেসবুক চ্যাটবটের আবির্ভাব হয়েছে।

প্রশ্ন ১ – চ্যাটবট কি?

উত্তরঃ চ্যাটবট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রামিং যা কেবল মাত্র আপনার নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং এর মধ্যে আগে থেকে যা সেট করে রাখা থাকে সেটিই প্রদর্শন করে। বর্তমানে ফেসবুকে হাজার হাজার চ্যাটবট রয়েছে যাদের একেকটি বিভিন্ন কাজে পারদর্শী। পেপার-পত্রিকা, আবহাওয়া, বিনোদন থেকে শুধু করে রেস্ট্রুরেন্ট ও শিক্ষামূলক অনেক ধরনের চ্যাটবটের আভির্ভাব হচ্ছে প্রতিনিয়ত। যেমন বটোলতার উদ্দেশ্য বাংলা উক্তি, গল্প পাঠিয়ে তার ব্যবহারকারীদের আনন্দ ও অনুপ্রেরণা প্রদান করা।