অনুভূতি

অনুভূতি Life is too short, enjoy every moment🌸

বাজেট ২০২৫-২৬: যেসব পণ্যের দাম বাড়ছে ও কমছে         #36
03/06/2025

বাজেট ২০২৫-২৬: যেসব পণ্যের দাম বাড়ছে ও কমছে


#36

02/06/2025

সব ধরনের ক্লাস চলছে এই বৃষ্টির মধ্যে... 😂

31/05/2025

আসল কোরবানী তো এটাই🗿😔

29/05/2025

এতে জিবনে কিছু থাহে কও😒

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
27/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু!

— ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

আপনার জীবনে এমন কিছু কি ঘটেছে যেখানে আপনি হয়তো অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তায়ালা কবুল করেছেন হয়ে থাকলে কমেন্টে জানাতে পারেন ।

কঠিন বাস্তব কথা💯💯
26/05/2025

কঠিন বাস্তব কথা💯💯

26/05/2025

এটাই দেখার বাকি ছিলো😆

বিয়ের কথা কারা বেশি বলে জানেন?যারা হারাম সম্পর্ক করে না, কোন প্রেম-ভালোবাসা নাই, মাস্টারবেশন করে না, পর্ণ দেখে না, ছেলে...
26/05/2025

বিয়ের কথা কারা বেশি বলে জানেন?

যারা হারাম সম্পর্ক করে না, কোন প্রেম-ভালোবাসা নাই, মাস্টারবেশন করে না, পর্ণ দেখে না,
ছেলে/মেয়েদের দিকে তাকায় না, খারাপ নজর বা চোখ দিয়ে ধর্ষণ করে না ইত্যাদি এরাই সবসময় বিয়ে বিয়ে করে।

অপরদিকে, যারা হারাম সম্পর্ক করে, মাস্টারবেশন করে, পর্ণ দেখে, ছেলে/মেয়েদের দিকে তাকায়, খারাপ নজর বা চোখ দিয়ে ধর্ষণ করে ইত্যাদি এদের কাছে বিয়ের কোন প্রয়োজন হয়না।

কারণ, এরা ফ্রিতেই সব পেয়ে যায়। হারামভাবে সব মজা ভোগ করে একাধিক পুরুষ/নারীর থেকে। এরা হলো কাপুরুষ ও অনেকক্ষেত্রে পশুর মত।

তাই, যারা কথায় কথায় বিয়ে বিয়ে করে তাদেরকেই বিয়ে করুন। মানুষ তাদেরকে যতই বিয়ে পাগল বা খারাপ ভাবুক। প্রকৃতপক্ষে এরাই বীরপুরুষ ও লয়াল।

এরা হারামে যায় না একজন হালালের অপেক্ষায় থাকে, যার কারণে এদের ভালোবাসাও হয় প্রেমময় ও পবিত্র। এই মানুষগুলোই সুখে-দুঃখে আপনার পাশে থাকবে।
ইনশাআল্লাহ 🖤

🌸
25/05/2025

🌸

আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত??
25/05/2025

আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত??

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।এভাবে একটি সম্পূর্ণ অক...
23/05/2025

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।

এভাবে একটি সম্পূর্ণ অক্ষত ভ্রূণকে প্রত্যক্ষ করা অত্যন্ত দূর্লভ অভিজ্ঞতা। এ সময় তার ছোট্ট হাত দুটো সামান্য নড়ছিল। কিন্তু দুঃখজনক কিন্তু অবধারিতভাবে, সেই হৃদয় স্পন্দন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। সে নিঃশব্দে থেমে যায়… নিশ্চুপ হয়ে…

এই দৃশ্যের পর থেকে হৃদয়ের গভীরে বারবার আলোড়িত হচ্ছে কুরআনের সেই আয়াত:
“পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে।”
(সূরা আল-আলাক, আয়াত ১-২)

ভালো লাগলে শেয়ার করবেন
ফলো করে সাথে থাকবেন।

কথা কিন্তু সত্যি😆
22/05/2025

কথা কিন্তু সত্যি😆

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share