PoliTalks BD

PoliTalks BD দেশ ও দশের কল্যাণে রাজনীতি হোক সকল প্রাণে

29/08/2025

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আপনার মন্তব্য কী কমেন্টে জানান...

29/08/2025

একাত্তর বেহাত হয়ে যাওয়া মানে পরাধীনতা।

এবার আসেন পরাধীনতার অর্থটা একটু আরেকবার পাঠ করি। দেশে কে নির্বাচনে যাবে কে যাবেনা এটা যখন অন্য আরেকটা দেশ নির্ধারণ করতে শুরু করে, তখন তাকে পরাধীনতা বলে।

আপনার মন্ত্রী সভায় কে মন্ত্রী হবে আর কে এমপি, সকল নিরাপত্তা বাহিনীর প্রধান কে হবে, সেটা যখন দিল্লীর সরকার নির্ধারণ করে, তখন সেটাকে পরাধীনতা বলে।

লাজ-লজ্জার মাথা খেয়ে আওয়ামী পররাষ্ট্র মন্ত্রী যখন প্রকাশ্যে বলে ‘ভারতবর্ষ সরকারকে বলে এসেছি তারা যেনো হাসিনা সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখে’, তখন এটাকে পরাধীনতা বলে।

যখন বাংলাদেশে গুম হওয়া সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া যায়, তখন সেটাকে পরাধীনতা বলে।

যখন বিডিআর তদন্তে সরকার কর্তৃক নিয়োজিত তদন্ত কর্মকর্তা ক‍্যাপ্টেন সোবায়েলকে সরকারী বাহিনীই গুম করে রাখে ৩৬৩ দিন,,কারণ তার তদন্তে অন্য বিশেষ কিছু শক্তির সম্পৃক্ততা বেরিয়ে আসছিলো, তখন সেটাকে পরাধীনতা বলে।

যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে পোস্ট করার অপরাধে সরকারী দলের গুন্ডারা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে, তখন এটাকে পরাধীনতা বলে।

যখন টিপাইমুখ অভিমুখে লং মার্চ ঘোষণা দেয়ার পর ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়, তখন সেটাকে পরাধীনতা বলে।

আরো এক হাজার উদাহরণ দেয়া যাবে কি করে একাত্তর বেহাত হয়েছিলো সেটার। একাত্তর মঞ্চতো করা দরকার ছিলো সেদিন।

আপনারা সেদিন আপনাদের রোল প্লে না করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করায়, দেশের সাধারণ ছাত্র-জনতা চব্বিশের অভ‍্যুত্থান ঘটিয়েছে। যে চব্বিশ এসে আসলে একাত্তরের পূনর্জাগরন ঘটিয়েছে। ক্ষমতা আর লুটপাটের নেশায় অন্যদের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার মতো জঘন্য কাজ যে খুনী করেছে, তাকে তাড়ানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষশক্তি দেশটা রিক্লেইম করেছে।

ফলে আংকেলস, দেশ দাঁড়িয়ে আছে একাত্তরের উপর। চব্বিশ শুধু তাকে মজবুত করেছে। দেশ থেকে একাত্তর হারায়নি, স্রেফ খুনী আর তাঁর চল্লিশ ডাকাত পালিয়েছে।

Copied from saer

14/05/2025

ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা...

08/01/2025

সুখরঞ্জন বালি ও নরেন্দ্রনাথ মজুমদার - উনাদের মতো মানুষগুলোই তো এই বাংলাদেশ!




রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ ন...
11/10/2024

রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। একজন রিকশা ড্রাইভার প্যাডেল চালিয়ে নিয়ে যাচ্ছেন নাফিসকে। এই দৃশ্য যতবার মনে পড়ে ততবার চোখে ভিজে যায়।

নাফিস তখনো জীবিত ছিল। টুকরিতে করে নিয়ে গুলিবিদ্ধ আহত নাফিসকে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল পুলিশ, তারপর পোড়াতেও ট্রাই করে। শেষ পর্যন্ত পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে নাফিসকে বাঁচানোর চেষ্টা করে রিকশাচালক এই ভাইটি।

নাফিস সবেমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। বয়স মাত্র ১৭। এ বয়সে এতবড় স্যাক্রিফাইস করে ফেলল সে।

৪ আগষ্ট সকালে নাফিস শাহবাগ হয়ে ফার্মগেটে মুভমেন্টে যোগ দেয়। দুপুর দেড়টার দিকে সর্বশেষ তার মাকে কল দিয়ে জানায় সে নিরাপদে আছে। মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এরপর সময় গড়াতে থাকে, নাফিসের আর কোনো সন্ধান পাচ্ছিল না তার মা। মোবাইলেও কোনভাবে কানেক্টে করতে পারছিল না। সন্ধ্যা নাগাদ তার বাবা বের হয় ছেলের খোঁজে। শাহবাগ থেকে ফার্মগেট, হাসপাতাল টু হাসপাতাল খোঁজাখুজি করে কোথাও ছেলের সন্ধান না পেয়ে রাত বারোটায় ফিরে যান বাসায়। এরমধ্যে নাফিসের সেই হৃদয়বিদারক ছবি ফেসবুক ভাইরাল হয়ে যায়। বোন সেই ছবি দেখায় বাবাকে। সেখান থেকে তারা শনাক্ত করতে পারে নাফিসকে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালের মর্গে খোজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নাফিসের বাবা মানবজমিন পত্রিকার অফিসে ছুটে যান সেই ছবিটির ফটোগ্রাফারের কাছে৷ মানবজমিনের অফিসে থাকা অবস্থায় তার শালা (মানে নাফিসের মামা) কল দিয়ে জানায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাওয়া গেছে নাফিসের লাশ।

আসলে নাফিসের সাথে সেদিন কী ঘটেছিল তার বর্ণনা দিই এই রিকশাওয়ালা ভাইয়ের জবানিতে। উনার নাম মো. নূর মোহাম্মদ। উনিই নাফিসকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়।

সেদিন তিনি ২৭-এ যাত্রী নামিয়ে দিয়ে সংসদের সামনের দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, বিজয় সরণীর দিকের রোডে সংসদের কোণায় দেখেন মারামারি, তিনি তখন রং সাইড দিয়ে পাশ কাটিয়ে ফার্মগেট চলে যান। এরমধ্যে একজন যাত্রী তুলেন মগবাজারের। ফার্মগেট পুলিশ বক্স পার হবেন তখন দেখছেন বৃষ্টির মত গোলাগুলি চলছে। বিজ্ঞান কলেজের সামনে পুলিশ গতিরোধ করে উনাকে, টানেন সামনে নিতে। উনি তখন বলেন, ঐদিকে গোলাগুলি হইতেছে যামু ক্যান। পুলিশ ধমক দিয়ে বলে, তোরে আইতে কইছি আয়। এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। তিনি তখন, দোয়াদরুদ পড়তে থাকেন। কপালে তার কী আছে আল্লাহ জানে।

সামনে নেওয়ার পর বলে, এইডা তোল রিকশায়। মো. নুর মোহাম্মদ (রিকশাচালক) বলেন, কী তোলমু?

তখন পাশে প্লাস্টিকের কিছু একটা আর একটা টুকরি দেখতে পান, বলেন এগুলো তোলমু?

তখন খেয়াল করেন নাই পাশে একটা গুলিবিদ্ধ দেহ কুণ্ডলি পাকিয়ে পরে আছে।

পুলিশ তাকে ধমক দিয়ে বলে, আরে বেটা লাশ পালাই রাখছি দেখছ না! এই যে, এইডা তোল। গালাগালি শুরু করে পুলিশ।

নূর মোহাম্মদ তখন নাফিসের পেছনের সাইড ধরে আলগি দেয়। পুলিশ তার দুই পা ধরে পিক্কা মেরে রিকশার পাদানিতে ফেলায়।

গাড়িতে ফেলানোর পর বলতেছে, আরও দুইটা গুলি কইরা দে। বাইচ্চ্যা যাইতে পারে। রিকশার ড্রাইভারকে দেখিয়ে গালাগালি করে বলে, ওই শালার পায়েও গুলি মার। রিকশা টান দিতে গেছে দেখে নাফিস পরে যাচ্ছে। তখন পাশের আরেকজন পুলিশ এসে বলে সোয়া তারে। (ড্রাইভারের ভাষায় এই পুলিশ কিছুটা মানবিক ছিল) রিকশা ড্রাইভার দেখতেছে হাতটা চেইনে আটকে যাচ্ছে, তাই হাতটা টেনে রডের সাথে ঝুলিয়ে রাখে। রিকশার ড্রাইভার আল রাজিতে নিতে চেষ্টা করে। তখনও নাফিসকে বাঁচানো যেত হয়ত। বাট পুলিশ গালাগালি করে বলে, বেটা এইডা সোহরাওয়ার্দী বা ঢাকা মেডিকেলে নিয়ে ফালা। পুলিশের বাঁধা উপেক্ষা করেও আল রাজির দিকে টানে রিকশা ড্রাইভার। তখন কেউ ধরতে আসে নাই। ছাত্রলীগ-যুবলীগের বাঁধার মুখে সেখান থেকে ফিরে আবার চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনী দেখে এগিয়ে আসে। বলে তাকে ইমার্জেন্সিতে নিতে হবে। দুই তিনজন তাকে ধরাধরি করে একটা অটোতে তুলে৷ তাকে সোহরাওয়ার্দী নিয়ে যাওয়া হয়। ততক্ষণে আমাদের নাফিসে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। শহীদের তালিকায় তার নামও যোগ হয়ে যায়।

রিকশার ড্রাইভারের ভাষ্যমতে, পুলিশ প্রথমে ট্রাই করছিল তাকে টুকরিতে করে ম্যানহোলে ফেলে দিতে, বাট কোথাও আশপাশে ম্যানহোলের ঢাকনা খুঁজে দেখতে পায় নাই। পরে বলতেছে, তাকে পুইড়া ফেল। তখন রিকশা ড্রাইভার পাশেই দাঁড়ানো। রিকশার যখন তুলছিল তখন মানবজমিনের যে সাংবাদিক ছবি তুলছিল তাকেও গালাগালি করে বলতে থাকে, ক্যামরা বন্ধ কর। তোর ক্যামরা ম্যামরাসহ তোরে পুড়া দিয়ে লামু।

আমাদের স্মৃতি থেকে নাফিসরা কোনদিন সরবে না, এই পুলিশ বাহিনীও যতদিন থাকবে আমরা তাদেরকে ততদিন ঘৃ-ণার চোখের দেখব। এরা আমাদের ভাই, বন্ধু, সহপাঠীদের নির্মমভাবে হ-ত্যা করেছে, কিভাবে আমরা তাদের ক্ষমা করব।

25/09/2024

পাহাড় জঙ্গল ঘেরাও করো অবৈধ অস্ত্র উদ্ধার করো....রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

UN Headquarters, New York, September 24:  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনু...
24/09/2024

UN Headquarters, New York, September 24:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের সাক্ষাৎ। বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।

বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।

এসময় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 🇧🇩

23/09/2024

বঙ্গোপ সাগরে ডাকাতের কবল থেকে উদ্ধার করা জেলেদের মুখে বল্লেন ডাকাতির হুমকির কথা।


সূত্রঃ এস. টিভি

বাস্তবতা এটাই, রপ্তানি না হলে যে আমরা কম দামে ইলিশ খেতে পারবো এটা ভূল ধারণা! অভ্যন্তরীণ সিন্ডিকেট ভাঙুন দেখবেন অর্ধেক দা...
22/09/2024

বাস্তবতা এটাই, রপ্তানি না হলে যে আমরা কম দামে ইলিশ খেতে পারবো এটা ভূল ধারণা! অভ্যন্তরীণ সিন্ডিকেট ভাঙুন দেখবেন অর্ধেক দামে ইলিশ পাবেন রপ্তানির পরেও!

খামাখা আবেগ দেখিয়ে লাভ নেই 🙏

21/09/2024

ইসরায়েল প্রতিপক্ষ হওয়ায় খেলা বয়কট করলেন বাংলাদেশি খেলোয়াড়

বিস্তারিত কমেন্টে...

এই ক্রিয়েটিভটা দেখুন আর পাহাড়ের প্রকৃত অবস্থা জানুন 🇧🇩
21/09/2024

এই ক্রিয়েটিভটা দেখুন আর পাহাড়ের প্রকৃত অবস্থা জানুন 🇧🇩

বাঘাইছড়ি উপজেলায় 'তুলাবান' পাড়াতে পাহাড়ি বাঙ্গালি একসাথে শান্তিপূর্ণভাবে থাকার সম্প্রীতি সভা করেছেন। যাতে করে আগামীতে কে...
20/09/2024

বাঘাইছড়ি উপজেলায় 'তুলাবান' পাড়াতে পাহাড়ি বাঙ্গালি একসাথে শান্তিপূর্ণভাবে থাকার সম্প্রীতি সভা করেছেন। যাতে করে আগামীতে কেউ কারও প্রতি সহিংস আচরণ না করে। এমনকি বাইরের কেউ যেন সহিংসতার কোন সুযোগ না নিতে পারে সেদিকেও খেয়াল রাখার কথা বলা হয়।

বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when PoliTalks BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share