বাংলাদেশের সূর্যোদয়

বাংলাদেশের সূর্যোদয় সবার আগে বাংলাদেশ✌ সবার আগে আমাদের প্রাইরোটি বাংলাদেশ।

যার বাবা নাই, সে জানে বাবা কি জিনিস😭😭😭
21/06/2025

যার বাবা নাই, সে জানে বাবা কি জিনিস😭😭😭

অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে তার বন্ধুদের দেখিয়ে বলত, "বাবা দে...
03/06/2025

অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে তার বন্ধুদের দেখিয়ে বলত, "বাবা দেখো, সুমন আজ ব্রাণ্ডেড ঘড়ি পরে এসেছে। বাবা দেখো, রাজুর স্কুল ব্যাগটা ইম্পোর্টেড। সুন্দর না বাবা!"

আমি চুপ করে থাকতাম। আমার ছেলের সাহস হয়নি কখনোই আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার। একদিন ও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল। পরদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলল, "বাবা, আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দেবে?"

আমি ওর অবস্থা দেখে বললাম, "ঠিক আছে।"

এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল — আমার অফিসের গাড়িতে। আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম। এরপর থেকে ছেলের আর স্কুলে হেঁটে যেতে ইচ্ছে করে না! বাধ্য হয়ে আমি বলেই দিলাম, "অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ। স্কুল টাইমের খানিকক্ষণ আগে বের হবে, তাহলে সময়মতো পৌঁছে যাবে।"

ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইল। ছেলের মায়েরও মুখ গোমড়া। আমি এমন করি কেন? সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে। তাহলে আমার সমস্যা কোথায়?

সেদিন সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল, "জানো, আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও.....।"

এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, "বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম, কিন্তু তুমি ফেল করলে। তাহলে আমি কি বলব, তুমি ফেল নাকি তোমার স্কুল?"

ছেলে বলল, "বুঝেছি বাবা!"

আমি ওর মাথায় হাত রেখে বললাম, "এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। বরাবর তুমিই ফার্স্ট হয়েছ। সুতরাং, তুমি যেখানে পড়বে, সেই স্কুলই শহরের সেরা স্কুল।"

এরপর সে আর কিছু বলেনি।

এক বিকেলে ছেলে বলল, "বাবা, আমার এক্সট্রা টিউটর দরকার। ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে।"

জবাবে আমি বললাম, "রাতে যখন আমি বাড়িতে ফিরব, আমার কাছেই তুমি ম্যাথ আর ইংলিশ শিখবে।"

ছেলে বলল, "বাবা, তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো, তাইনা?"

আমি হেসে বললাম, "বাবা, আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং একটু কষ্ট করি, কি বলো?"

ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, "ঠিক আছে বাবা।"

আমার স্ত্রী রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করল, "তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো, তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন?

আমি বললাম, "আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখুক।"

আমার স্ত্রী চুপ হয়ে গেল।

মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পর্কে ধারণা দিই। সে জানুক, পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন! চাওয়া মাত্রই কিছু তাকে আমি কখনও দেই না। একদিন সে বলেছিল, "বাবা, তুমি এরকম কেন?" আমি জবাব দিয়েছিলাম, "সময় হলে বুঝবে!"

একবার সে বায়না ধরল ইলিশ মাছ খাবে। আমি বললাম, "টাকা তো কম! তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে।"

ছেলে আমার হাতে পঞ্চাশটা দশ টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, "তুমি খরচ করনি!" সে মুচকি হেসে বলল, "না বাবা! জমিয়েছি। আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে। আসলে ও খুব অসহায়। আমি ওকে ক্ষুধার্ত দেখলেই বুঝতে পারি। তখন ওকে সাথে নিয়ে খাই। অন্যান্য দিন সব টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না!"

আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। সেই জমানো টাকা দিয়ে সেদিন বাজার থেকে ইলিশ এনে ছেলেকে খাওয়ালাম। এভাবে ইচ্ছে করেই মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাতাম, যাতে সে বোঝে জীবনটা কঠিন, অনেক কঠিন।

একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিনতে। সে একটা প্যান্ট নিল শুধু। আর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে বলল, "তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নাও।"

আমি হাসলাম।

সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম। ও বলল, "বাবা, সায়নটা আর মানুষ হলো না! অথচ আংকেল ওর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যখন যা চেয়েছে, তাই পেয়েছে।" আমি ছেলেকে বললাম, "আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি!" ছেলে আমার কোলে মাথা রেখে বলল, "প্রতিটা চাহিদা পূরণ না করে তুমি শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ, তা সবকিছুর উর্ধ্বে। তুমি শিখিয়েছ, অভাবকে কিভাবে ভালবাসতে হয়। আমি এখন জানি, আমার বাবার আমি ছাড়া আর কিছু নেই। বাকিটা আমাকে গড়ে নিতে হবে। আমি সাধারণ জামাকাপড়েও হীনমন্যতায় ভুগি না। কারণ আমি জানি আমি কে! তোমার দেওয়া শিক্ষা আমি সারাজীবন ধরে রাখব বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিনের টাকা জমালে পাঁচশো টাকা হয়। তুমি ছিলে বলেই সবকিছু সম্ভব হয়েছে। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন!"

আমার স্ত্রী এখন নিজে থেকেই অনেক খুশি। সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। ছেলে নিজের রোজগারে প্রাইভেট কার কিনে আমাকে হাসতে হাসতে বলল, "দুই বছর ধরে টাকা জমিয়ে কিনেছি এটা!" তখন বুঝেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে। আমার শিক্ষা বৃথা যায়নি।

সেদিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম, "সামলে রেখো।" ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, "তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না।"

ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম, "দেখেছ, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি — যেমনটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। আমি ওকে অভাবে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি। ওকে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছি, কারো উপর নির্ভর না করে চলতে শিখিয়েছি। ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে!"
(সত্য ঘটনা অবলম্বনে)

হতাভাগা জাতি! 👊🇧🇩শাকিল ভাই দেশে ফিরেছেন, কই থেকে ফিরেছে জানেন???মাউন্ট এভারেস্ট সামিট করে দেশে ফিরেছেন সাথে আমাদের জন্য ...
01/06/2025

হতাভাগা জাতি! 👊🇧🇩

শাকিল ভাই দেশে ফিরেছেন, কই থেকে ফিরেছে জানেন???

মাউন্ট এভারেস্ট সামিট করে দেশে ফিরেছেন সাথে আমাদের জন্য নিয়ে এসেছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস। এত বড় অর্জন আজ অব্দি পৃথিবীতে কয়েক হাজার মানুষ আর আমার দেশ থেকে মাত্র ৭ জন কমপ্লিট করেছেন।

কথাগুলা কেন বললাম জানেন? মিডিয়া কাভারেজ দেখে রীতিমতো অবাক হয়েছি, দেশের প্রথম সিরিয়ালের কোন মিডিয়া উপস্থিত নেই, ঠিকই আছে আপনারা থাকবেন তরমুজ বিক্রেতা, লিচু ব্যবসায়ি, বাতাবি লেবুর বাম্পার ফলন আর লায়লা মামুন এসব নিয়া।🙂

লাশটা বাড়িতেই আছে কিন্তু ঘরে তার কোনো স্থান নাই😢অথচ সেই ঘর বাড়ি সম্পদ সবই তার কষ্টের কামাই করা টাকা দিয়ে তৈরি করা !!লা'শ...
01/06/2025

লাশটা বাড়িতেই আছে কিন্তু ঘরে তার কোনো স্থান নাই😢
অথচ সেই ঘর বাড়ি সম্পদ সবই তার কষ্টের কামাই করা টাকা দিয়ে তৈরি করা !!

লা'শের পাশে থাকা ভাই শুকনো জায়গাতে গিয়ে আশ্রয় নিলেও লা'শটি কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তবুও আমাদের কতো দাপট কতো বাহাদুরি কত অহংকার !!

মানুষ মূলত একা তারপরও মানুষের কত অহংকার 😭
আল্লাহ্ আমাদের সবাইকে বুঝ দান করুক 🤲 আমিন 🤲

বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট🙂
01/06/2025

বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট🙂

চেহারার নাই ঢক,নাম রাখছে আবদুল হক। এই বেডাকে নিয়ে আবার দুই বেডি টানাটানি করে 🙂
01/06/2025

চেহারার নাই ঢক,নাম রাখছে আবদুল হক। এই বেডাকে নিয়ে আবার দুই বেডি টানাটানি করে 🙂

বৃষ্টির ভোজনে থাকুক খিচুড়ির ৩ পদবৃষ্টি মানেই প্রশান্তি। বর্ষাকালের ঝুম বৃষ্টিতে ভরে যায় মন। চাঞ্চল্য মনে রোমাঞ্চকর অনুভূ...
31/05/2025

বৃষ্টির ভোজনে থাকুক খিচুড়ির ৩ পদ

বৃষ্টি মানেই প্রশান্তি। বর্ষাকালের ঝুম বৃষ্টিতে ভরে যায় মন। চাঞ্চল্য মনে রোমাঞ্চকর অনুভূতি হয়। সেই অনুভূতি পেটেও নাড়া দেয়। প্রস্তুতি শুরু হয় খিচুড়ি রান্নার। বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্কটা অভিন্ন। ঝুম বৃষ্টি হলেই চুলায় খিচুড়ি চড়ানোর প্রস্তুতি শুরু। এই বর্ষাতেও ভিন্ন হচ্ছে না। আষাঢ়ের প্রথম দিন থেকেই বৃষ্টি ঝেঁকে বসেছে। প্রতিদিনই বৃষ্টিতে ভিজে যাচ্ছে পথঘাট। ছুটির দিনে বাড়িতে থাকলেই খিচুড়ি রান্নার ধুম পড়ে। এই বর্ষায় বাড়িতে কোন খিচুড়ি বানাচ্ছেন? ভিন্ন স্বাদের খিচুড়ি চেখে দেখতে পারেন। পরিবারের সদস্যরা বেশ পছন্দ করবে।

বৃষ্টির দুপুরে বা রাতের খাবারের ভিন্ন স্বাদের খিচুড়ি রান্নার কয়েক রেসিপি থাকছে আজকের আয়োজনে।

আচারি খিচুড়ি বানাতে যা যা লাগবে
পোলাওর চাল- ৪ কাপ
মসুরের ডাল- ২ কাপ
যেকোনো আচার-আধা কাপ
রসুনের কোয়া খোসাসহ- ১২টি
এলাচি- ৬টি
দারুচিনি- ২ টুকরা
তেজপাতা- ২টি
পেঁয়াজ- ১ কাপ
আদা- ২ টেবিল চামচ
রসুন- ২ টেবিল চামচ
জিরা- ১ টেবিল চামচ
ধনে- ১ চা-চামচ
হলুদ ১ চা-চামচ
মরিচগুঁড়া ২ টেবিল চামচ
কাঁচা মরিচ-১০টি
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
তেল- আধা কাপ
পানি-৮ কাপ।
আচারি খিচুড়ি বানাবেন যেভাবে
প্রথমে চুলায় একটি বড় পাত্র বসিয়ে নিন। এতে পেঁয়াজ, তেল, আদা, রসুন, জিরা, ধনে, হলুদ, মরিচ, গরমমসলা ও সামান্য দিয়ে চুলায় বসান। ১০ মিনিট রান্না করুন। এবার চাল, ডাল সেই পানিতে দিয়ে দিন। ১ মিনিট ভেজে নিন। এরপর এতে ৭ কাপ গরম পানি দিয়ে রান্না করুন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কম আঁচে রান্না করুন। পানি মাখা মাখা হয়ে এলে আচার দিয়ে দিন। এরপর কাঁচা মরিচ ও রসুনের কোয়া দিন। এবার ঢেকে ১০ মিনিট দমে রাখুন। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন।

ইলিশ খিচুড়ি বানাতে যা যা লাগবে
বড় ইলিশ - ১টি
পোলাওর চাল - ৩ কাপ
মুগডাল - দেড় কাপ
পেঁয়াজকুচি - আধা কাপ
পেঁয়াজবাটা- ৩ টেবিল চামচ
সরিষাবাটা- ১ চা-চামচ
আদাবাটা- ২ চা-চামচ
রসুনবাটা- ১ চা-চামচ
পোস্তদানাবাটা- ১ টেবিল চামচ
টক দই- ৩ টেবিল চামচ
দারুচিনি- ২ টুকরা
এলাচ- ৪টি।
হলুদগুঁড়া- ১ চা-চামচ
মরিচগুঁড়া- ১ চা-চামচ
জিরাগুঁড়া- আধা চা-চামচ
কাঁচা মরিচ -১০টি
লবণ- পরিমাণমতো
সরিষার তেল- ৩ টেবিল চামচ
সয়াবিন তেল- আধা কাপ
ইলিশ খিচুড়ি যেভাবে বানাবেন
প্রথমে ইলিশ মাছের টুকরায় সরিষার তেল, লবণ, টক দই ও সব বাটা মসলা মাখিয়ে নিন। ২৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর চুলায় ননস্টিকি পাত্রে ইলিশের মিশ্রণটি দিয়ে ১ কাপ পানিতে রান্না করুন। কিছুক্ষণ পর উল্টে দিন। রান্না হয়ে এলে ইলিশের টুকরো আলাদা পাত্রে তুলে রাখুন।

অন্যদিকে আরও একটি পাত্রে তেল গরম করুন। গরম মসলার ফোড়ন দিন। পেঁয়াজ ভালো করে ভেজে নিন। এবার চাল, ডাল দিয়ে ভাজুন। গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে এতে ইলিশ মাছের তেল–ঝোল মসলা দিয়ে দিন। অল্প আঁচে রান্না করুন।

এবার খিচুড়ি কিছুটা তুলে রাখুন। এর মাঝে ইলিশ মাছ ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে দমে রাখুন। কিছুক্ষণ দমে রেখে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে ইলিশ খিচুড়ি।

মাংসের খিচুড়ি বানাতে যা যা লাগবে
পোলাও চাল ৪ কাপ
মসুর ডাল-আধা কাপ
মাষকলাই ডাল-আধা কাপ
মুগডাল- আধা কাপ
ছোলার ডাল- আধা কাপ
গরুর মাংস বা খাসির মাংস- দেড় কেজি
পেঁয়াজকুচি- আধা কাপ
আদাবাটা- ২ টেবিল চামচ
রসুনবাটা- ১ টেবিল চামচ
ধনেগুঁড়া- ২ টেবিল চামচ
জিরাগুঁড়া- ১ চা-চামচ
মরিচগুঁড়া ২ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
টক দই- আধা কাপ
দারুচিনি- ৪ টুকরা
ছোট এলাচ- ৪টি
বড় এলাচ- ২টি
লবঙ্গ- ৬টি
তেজপাতা- ২টি
গরম মসলার গুঁড়া- ২ চা-চামচ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
তেল- আধা কাপ
ঘি- আধা কাপ
লবণ- পরিমাণমতো।
মাংসের খিচুড়ি যেভাবে বানাবেন
প্রথমে মুগডাল ও মাষকলাই ডাল শুকনা কড়াইয়ে হালকা ভেজে নিন। এবার সব ডাল একসঙ্গে ধুয়ে নিন। চালও ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

অন্যদিকে মাংস রান্না করে ফেলুন। মাংসে সব মসলা, টক দই দিয়ে মাখিয়ে রাখুন। চুলায় বড় হাঁড়িতে তেল গরম দিন। এতে পেঁয়াজ ভেজে মাংস দিয়ে কষিয়ে নিন। গরম পানি দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। ঝোল কমে গেলে বেরেস্তা ও গরম মসলার গুঁড়া দিন। এবার মাংস আলাদা পাত্রে তুলে রাখুন। সেই তেল ও ঝোলে ২০ কাপ গরম পানি দিন। এবার এতে চাল-ডাল, অর্ধেক ঘি ও লবণ দিয়ে রান্না করুন। চাল-ডাল সেদ্ধ হয়ে অল্প ঝোল থাকা অবস্থায় মাংস ও কাঁচা মরিচ দিয়ে দিন। ২০ মিনিট দমে রাখুন। এবার কিছু বেরেস্তা ছিটিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে মাংসের খিচুড়ি।

আমাকে সহ সারা বিশ্বের সব মুমিন-মুমিনাকে আপনার পবিত্র ঘর কাবা দর্শনের তৌফিক দিন
31/05/2025

আমাকে সহ সারা বিশ্বের সব মুমিন-মুমিনাকে আপনার পবিত্র ঘর কাবা দর্শনের তৌফিক দিন

বাবারা সবসময় এমনই হয়......👏👏👏
29/05/2025

বাবারা সবসময় এমনই হয়......👏👏👏

প্রত্যেকের বাবাই একজন আদর্শ পুরুষ
28/05/2025

প্রত্যেকের বাবাই একজন আদর্শ পুরুষ

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন❤
প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।
জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:
১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦
২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦
3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦
৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦
৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦
৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ♦
৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ♦
৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ♦
৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ♦
——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......
বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য। 🌹
Collected..

আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত
26/05/2025

আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত

আল্লাহ্‌ উনাকে কবুল করুন। আমিন
25/05/2025

আল্লাহ্‌ উনাকে কবুল করুন। আমিন

মসজিদের জন্য জমিটা সবার পছন্দ। সবাই মিলে ধরল। মালিক প্রথমে বিক্রি করতে অস্বীকৃতি জানালেও পরে কী ভেবে রাজি হয়ে অকল্পনীয় চড়াদাম হাঁকলেন।

এলাকাবাসী অনেক অবদার অনুরোধ করল। মালিক অনঢ়। সবাই বাধ্য হয়ে রাজি হলেন।

রেজিস্ট্রির দিন সবাইকে অবাক করে লোকটা মসজিদের জন্য জমিটা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিলেন।

জমি কেনার জন্য জমাকৃত অর্থ, মসজিদের নির্মাণ কাজে ব্যয় করার পরামর্শ দিলেন।

ঘটনা বৃহস্পতিবারের।
পরদিন জুমাবারে মানুষটা ইন্তেকাল করলেন।

সংগৃহীত।

Address

Dhaka
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশের সূর্যোদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশের সূর্যোদয়:

Share