সবুজ পল্লী • Sobuj Polli

সবুজ পল্লী • Sobuj Polli নরসিংদী জেলার প্রাচীনতম পত্রিকা।

প্রথম প্রকাশের ৯৮তম বর্ষ। নবপর্যায়ে ৩য় বর্ষ ২০২৪ইং প্রথম সংখ্যা প্রকাশের প্রস্তুতি—সবুজ পল্লী পত্রিকা’র পক্ষ থেকে সকলকে ...
23/12/2023

প্রথম প্রকাশের ৯৮তম বর্ষ। নবপর্যায়ে ৩য় বর্ষ ২০২৪ইং প্রথম সংখ্যা প্রকাশের প্রস্তুতি—
সবুজ পল্লী পত্রিকা’র পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি!
-----------------------------------------------------------------
[পত্রিকা প্রকাশ হওয়ার পর আমরা যতটুকু সাড়া পেয়েছি, তাতে আমরা গর্ববোধ করছি। শুধু যে পত্রিকাগুলো স্কুল-কলেজে সৌজন্য সংখ্যা যাবে তা ছাড়া আমার কাছে কোন পত্রিকা নেই। স্কুল-কলেজ খোলা হলে পত্রিকা পৌঁছে দেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর জন্য ৯ কপি সবুজ পল্লী পত্রিকা আমার (দয়াল ফারুক) কাছে আছে।]
★★ সাহিত্য সংস্কৃতি শিল্প ও গবেষণা বিষয়ক পত্রিকা সবুজ পল্লী প্রকাশে, প্রচারে আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যম।
★★ ২০২৪শে ফেব্রুয়ারিতে নবপর্যায়ের ৩য় বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হবে ❝মাতৃভাষা দিবস সংখ্যা। ❞
★★ গবেষণা, হারিয়ে যাওয়া পল্লী সাহিত্য সংস্কৃতি অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করা হবে।
★★ শতভাগ সৃজনশীলতা এবং লেখার মান উত্তম ধরে রাখার চেষ্টাও শতভাগ থাকবে।
★★ স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের লেখা অগ্রাধিকার পাবে। সেই ক্ষেত্রে নাম, রোল, শ্রেণী, প্রতিষ্ঠানে নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শর্ত পূরণ না হলে কোন লেখা প্রকাশ হবে না।
★★ পত্রিকার ইমেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে লেখা গ্রহণ করা হবে না। লেখা আহবানে নির্দিষ্ট তারিখের আগে বা পরে জমা দিলে লেখা গ্রহণ করা হবে না।
★★ লেখার মান অবশ্যই পাঠক যোগ্য হতে হবে। সবুজ পল্লী যেখানে শতভাগ মানসম্পন্ন লেখা পাঠকদের উপহার দেবার চেষ্টা করে যাচ্ছে, আপনিও যেন ছিটকে না পড়েন।
★★ ২০২৪শে জানুয়ারির ১ তারিখে “লেখা আহবান ” আসছে। আপনার সেরা লেখাটি নিয়ে প্রস্তুত থাকুন।

শুভেচ্ছান্তে—
সবুজ পল্লী পত্রিকা পরিবার

আজ ইংরেজি জাতীয় দৈনিক Bangladesh Today ও দৈনিক সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে সবুজ পল্লী পত্রিকার নিউজ!
18/12/2023

আজ ইংরেজি জাতীয় দৈনিক Bangladesh Today ও দৈনিক সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে সবুজ পল্লী পত্রিকার নিউজ!

দেখে নিন ‘সবুজ পল্লী সাহিত্য পত্রিকা’র ‘বিজয় দিবস’ সংখ্যায় কে কে সূচিবদ্ধ হলেন। প্রেস থেকে ছাপা হয়ে শিগগির আসছে সমৃদ্ধ এ...
09/12/2023

দেখে নিন ‘সবুজ পল্লী সাহিত্য পত্রিকা’র ‘বিজয় দিবস’ সংখ্যায় কে কে সূচিবদ্ধ হলেন। প্রেস থেকে ছাপা হয়ে শিগগির আসছে সমৃদ্ধ এই পত্রিকাটি।

নির্বাচিত লেখকদেরকে সবুজ পল্লী পরিবারের পক্ষ থেকে জানাই অভিনন্দন!

‘সবুজ পল্লী’ আমাদের নরসিংদীর প্রাচীনতম সাহিত্য পত্রিকা। সেই ১৯২৬ সালে এটা নিয়মিত প্রকাশ হতো। সম্পাদনা করতেন বাংলা একাডেম...
08/12/2023

‘সবুজ পল্লী’ আমাদের নরসিংদীর প্রাচীনতম সাহিত্য পত্রিকা। সেই ১৯২৬ সালে এটা নিয়মিত প্রকাশ হতো। সম্পাদনা করতেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান এর বাবা হানিফ পাঠান ও ইঞ্জিনিয়ার জাফর আলী এবং বিপিন চন্দ্র পাল। ঐসময়ে এই পত্রিকায় লিখতেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখকগণ। কয়েক যুগ পেরিয়ে ২০২২ সালে কবি দয়াল ফারুক উদ্যোগ নেন প্রাচীন এই পত্রিকা সম্পাদনা করার। একটি সংখ্যা বের হয়ে এর প্রকাশনা অনুষ্ঠানও হয় এই সময়ের কয়েকজন সেরা লেখকের অংশগ্রহণের মাধ্যমে। তারপর কেটে যায় কয়েকমাস। প্রয়োজন দেখা দেয় পত্রিকাটা নিয়মিত প্রকাশের। হ্যাঁ, এখন থেকে নিয়মিতই প্রকাশ হবে ইনশাআল্লাহ।

এখন চলছে বিজয়ের মাস ডিসেম্বর। তাই সবুজ পল্লী পত্রিকার এই সংখ্যাটা হবে ’বিজয় দিবস সংখ্যা।’ প্রচ্ছদ প্রকাশ হয়েছে। এখন চলছে প্রুফ দেখার কাজ। কয়েকদিনের মধ্যেই আপনাদের হাতে চলে যাবে পত্রিকাটি।

Address

Flat: 5/A House: 60 Road: 20 Sector: 11 Uttara
Dhaka
1230

Telephone

+8801746811318

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ পল্লী • Sobuj Polli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজ পল্লী • Sobuj Polli:

Share

Category