23/12/2023
প্রথম প্রকাশের ৯৮তম বর্ষ। নবপর্যায়ে ৩য় বর্ষ ২০২৪ইং প্রথম সংখ্যা প্রকাশের প্রস্তুতি—
সবুজ পল্লী পত্রিকা’র পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি!
-----------------------------------------------------------------
[পত্রিকা প্রকাশ হওয়ার পর আমরা যতটুকু সাড়া পেয়েছি, তাতে আমরা গর্ববোধ করছি। শুধু যে পত্রিকাগুলো স্কুল-কলেজে সৌজন্য সংখ্যা যাবে তা ছাড়া আমার কাছে কোন পত্রিকা নেই। স্কুল-কলেজ খোলা হলে পত্রিকা পৌঁছে দেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর জন্য ৯ কপি সবুজ পল্লী পত্রিকা আমার (দয়াল ফারুক) কাছে আছে।]
★★ সাহিত্য সংস্কৃতি শিল্প ও গবেষণা বিষয়ক পত্রিকা সবুজ পল্লী প্রকাশে, প্রচারে আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার মাধ্যম।
★★ ২০২৪শে ফেব্রুয়ারিতে নবপর্যায়ের ৩য় বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হবে ❝মাতৃভাষা দিবস সংখ্যা। ❞
★★ গবেষণা, হারিয়ে যাওয়া পল্লী সাহিত্য সংস্কৃতি অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করা হবে।
★★ শতভাগ সৃজনশীলতা এবং লেখার মান উত্তম ধরে রাখার চেষ্টাও শতভাগ থাকবে।
★★ স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের লেখা অগ্রাধিকার পাবে। সেই ক্ষেত্রে নাম, রোল, শ্রেণী, প্রতিষ্ঠানে নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শর্ত পূরণ না হলে কোন লেখা প্রকাশ হবে না।
★★ পত্রিকার ইমেইল ব্যতীত অন্য কোন মাধ্যমে লেখা গ্রহণ করা হবে না। লেখা আহবানে নির্দিষ্ট তারিখের আগে বা পরে জমা দিলে লেখা গ্রহণ করা হবে না।
★★ লেখার মান অবশ্যই পাঠক যোগ্য হতে হবে। সবুজ পল্লী যেখানে শতভাগ মানসম্পন্ন লেখা পাঠকদের উপহার দেবার চেষ্টা করে যাচ্ছে, আপনিও যেন ছিটকে না পড়েন।
★★ ২০২৪শে জানুয়ারির ১ তারিখে “লেখা আহবান ” আসছে। আপনার সেরা লেখাটি নিয়ে প্রস্তুত থাকুন।
শুভেচ্ছান্তে—
সবুজ পল্লী পত্রিকা পরিবার