23/10/2025
প্রিয় শিক্ষার্থীরা,
‘দারসুন সাফল্যের সাথি’ কনটেস্টের প্রথম সপ্তাহের ফলাফল আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। যেখানে অসংখ্য চমৎকার গল্পের ভিড়ে উঠে এসেছে দুইজন সৌভাগ্যবান বিজয়ীর নাম। বিজয়ীদের প্রত্যেকে পাবে একটি করে আকর্ষণীয় স্মার্ট ওয়াচ। বিজয়ীদের দারসুনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন!
তবে যারা এখনো এই কনটেস্টে অংশ নাওনি তারা আজই তোমাদের জীবনের অনুপ্রেরণামূলক সাফল্যের গল্পটি লিখে জানাও। নিচের লিঙ্কে গিয়ে ফর্মটি সাবমিট করে জানিয়ে দাও কে সেই মানুষটি যিনি ছিলেন তোমার সাফল্যের পথে সত্যিকারের ‘সাথি’: https://forms.gle/BLSPQa7hXcH3JBrYA
হয়তো তোমার গল্পটিই হবে আগামী সপ্তাহের বিজয়ী গল্প!
কনটেস্টে অংশ নেয়ার শর্তাবলী:
১। শুধুমাত্র আলিম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে।
২। দৈবচয়নের মাধ্যমে প্রতি সপ্তাহে বিজয়ী নির্বাচন করা হবে এবং ক্যাম্পেইন শেষে ফর্মে উল্লেখিত ঠিকানায় অথবা মাদ্রাসায় পুরস্কার পাঠিয়ে দেয়া হবে।
৩। দারসুন পাবলিকেশন্স কর্তৃপক্ষ যেকোনো সময় প্রতিযোগিতা ও প্রচারণার নিয়মাবলি পরিবর্তন করার অধিকার রাখে