Akij-Monowara Prokashoni

Akij-Monowara Prokashoni Akij-Monowara Prokashoni is a sister concern of Akij Venture Ltd. It has started work to bring qua It holds Bangladeshi social values and customs.

Akij-Monowara Publication is a sister concern of Akij venture limited. It publishes books, comics, features videos, animation series, audio podcasts, etc. AM Publication has started it’s journey in December 2021.

21/10/2025

আল্লাহ বলছেন, কখনো হতাশ হয়ো না...

20/10/2025

মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পৃথিবীতে এসেছিলেন আমাদের নবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

কিন্তু নবিজির জীবন ও তার জীবনী আমরা কতটুকু জানি? আমাদের কিশোর সন্তানরাই বা আমাদের নবিজি সম্পর্কে কতটুকু জানে?

নবিজির জীবনকে জানতে হলে পড়তে হবে নবিজির সিরাত, তাঁর জীবন নিয়ে লেখা বই।

কিশোরদের জন্য তেমনই একটি বই লিখেছেন সালাহউদ্দীন জাহাঙ্গীর। যে বইয়ে গল্পে গল্পে বলা হয়েছে নবিজির জীবনী।

চাররঙা তথ্য ও ঘটনাবহুল বইটি সংগ্রহ করতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন।

আবু সুফিয়ানের ইসলাম গ্রহণআগের পর্বে আমরা জেনেছি, আবু সুফিয়ান ও মক্কার দুজন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে আব্বাস রা. রাসুলুল...
18/10/2025

আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ
আগের পর্বে আমরা জেনেছি, আবু সুফিয়ান ও মক্কার দুজন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে আব্বাস রা. রাসুলুল্লাহ সা. এর তাঁবুতে হাজির হয়েছিলেন। উমর রা. বারবার চাচ্ছিলেন আবু সুফিয়ানকে সেখানে হত্যা করতে। কিন্তু আব্বাস রা. তাকে বাধা দিচ্ছিলেন। অবশেষে রাসুলুল্লাহ সা. আবু সুফিয়ানকে রাত পোহানোর আগ পর্যন্ত আব্বাস রা. এর কাছে রাখার কথা বলেন। তখন উমর রা. বুঝতে পারেন যে রাসুল চান না তাকে হত্যা করা হোক। তাই তিনি চুপ হয়ে যান।

ফজরের সময় হলে সাহাবিরা আযান দিয়ে একসাথে জামাতে রাসুলুল্লাহ সা. এর ইমামতিতে সালাত আদায় করলেন। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান হতবাক হয়ে গেল। শুধু তাই নয়, সাহাবিরা রাসুলুল্লাহ সা. এর অযুর পানি নিয়ে কাড়াকাড়ি করছিলেন। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান বলল, আমি কিসরা ও কায়সারকে দেখেছি। কিন্তু আজকের মত এমন দৃশ্য দেখিনি।

বিস্তারিত কমেন্টে....

15/10/2025

আমরা মোনাজাতে বার বার আল্লাহকে ডাকি। আল্লাহর কাছে ফরিয়াদ করি। মনে করি, আল্লাহ আমাদের ফরিয়াদ শুনছে না। এজন্যই আমাদের দোয়া কবুল হচ্ছে না। ১৮ হাজার মাখলুকাত আর ৮ শ কোটি মানুষের মধ্যে আল্লাহ কি আমার দোয়া শুনছেন?
কিন্তু আল্লাহ কী বলেছেন, জানেন?
‘(হে নবী) যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, (তখন তুমি বলে দাও,) আমি তো পাশেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই।’ (সুরা বাকারা, আয়াত ১৮৬)
আল্লাহ আরেক আয়াতে বলেছেন,
‘আমি মানুষ ঘাড়ের রগের চেয়েও কাছাকাছি থাকি!’ (সুরা ক্বাফ, আয়াত ১৬)
সুতরাং কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার কথা শুনছেন না। তিনি শোনেন। আপনার প্রতিটি দোয়া, দোয়ার প্রতিটি শব্দ তিনি শোনেন। তিনি তার পরিকল্পনামতো সেগুলো কবুল করেন।

শিশুর মনে যেন ছোট থেকেই দৃঢ় ঈমান গড়ে ওঠে, মহান আল্লাহ ও তাঁর রাসুল সা. এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা গড়ে ওঠে, তারা যেন ঈমা...
14/10/2025

শিশুর মনে যেন ছোট থেকেই দৃঢ় ঈমান গড়ে ওঠে, মহান আল্লাহ ও তাঁর রাসুল সা. এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা গড়ে ওঠে, তারা যেন ঈমানের প্রতিটি বিষয় ভালোভাবে জানতে ও বুঝতে পারে সেজন্য আমরা তাদের জন্য প্রকাশ করেছি আমার ঈমান সিরিজ।

এই বইয়ে আমরা কিন্তু কোনো গল্প বলিনি। মা-বাবা তাদের আদরের সন্তানকে কোনোকিছু যেভাবে সুন্দর করে বুঝিয়ে বলেন, ঈমানের সাতটি রুকনকে আমরা সেভাবে শিশুদের জন্য বুঝিয়ে বলেছি। এই বইগুলো থেকে শিশুরা জানতে পারবে আল্লাহ ও তাঁর রাসুল সা. এর কথা। তারা চিনতে পারবে সম্মানিত ফেরেশতাদেরকে এবং পবিত্র আসমানি কিতব এবং আল্লাহর নবিদেরকে। তারা জানতে পারবে তাকদির বা ভাগ্যের প্রতি বিশ্বাসের অর্থ, শেষ বিচারের দিন ও কবর থেকে পুনরুত্থানের বিষয়ে।

আপনার শিশুর জন্য তাই এই বইগুলো হতে পারে সেরা উপহার।

(অর্ডার লিংক কমেন্টে)

পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে। সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ বিভিন্ন যুগে বিভিন্ন নবিকে পাঠিয়েছেন। তাদের আদর্শ থেকে বিচ...
12/10/2025

পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে। সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ বিভিন্ন যুগে বিভিন্ন নবিকে পাঠিয়েছেন। তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে মানুষ নানা ধর্ম প্রবর্তন করেছে।

তবে মহান আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।

আলহামদুলিল্লাহ! আমাদের একজন ক্ষুদে পাঠক আমাদের প্রকাশিত ‘আমার নবি মুহাম্মদ সা.’ বইটি সঙ্গে করে নিয়ে গিয়েছেন তার উমরা সফর...
11/10/2025

আলহামদুলিল্লাহ!

আমাদের একজন ক্ষুদে পাঠক আমাদের প্রকাশিত ‘আমার নবি মুহাম্মদ সা.’ বইটি সঙ্গে করে নিয়ে গিয়েছেন তার উমরা সফরে। মসজিদে নববিতে রওজায়ে আতহারের সামনে গিয়ে তিনি বইটির ছবি তুলে পাঠিয়েছেন আমাদের কাছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

আমরা সেই ক্ষুদে পাঠকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার উমরা কবুল করেন এবং তাকে ভবিষ্যতে দ্বীনের একজন দাঈ হিসেবে কবুল করেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকেও উমরার জন্য কবুল করুন!

(বইটির অর্ডার লিংক কমেন্টে)

রাসুলুল্লাহ সা. এর মক্কায় প্রবেশরমযানের প্রথম দশক পার হওয়ার পর রাসুলুল্লাহ সা. সাহাবিদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে রও...
09/10/2025

রাসুলুল্লাহ সা. এর মক্কায় প্রবেশ
রমযানের প্রথম দশক পার হওয়ার পর রাসুলুল্লাহ সা. সাহাবিদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে রওয়ানা হয়েছিলেন। মক্কার কাছাকাছি আসার পর রমযান মাস শেষ হয়ে যায়।

এই অভিযানে অনেক সংখ্যক আনসার ও মুহাজির অংশ নেন। পথিমধ্যে গাতফান, মুযাইনা ও সুলাইম গোত্রের হাজার খানেক যোদ্ধা এই বাহিনিতে যুক্ত হয়। এভাবে পুরো বাহিনীর সংখ্যা দশ হাজারে পৌঁছে যায়।

এত বড় বাহিনী নিয়ে রাসুলুল্লাহ সা. এর আগে কখনো যুদ্ধাভিযান করেননি। অবশ্য খন্দকের যুদ্ধে কাফিররা সমান সংখ্যার বাহিনী নিয়ে এসেছিল। সেসময় অন্যান্য আরব গোত্র এই বাহিনীতে যোগ দিয়েছিল। এত বড় বাহিনী মোকাবিলা করার প্রস্তুতি বা সাহস কোনোটিই মক্কার কাফিরদের ছিল না।

বিস্তারিত কমেন্টে....

08/10/2025

কেনো মূর্তি ভেঙ্গেছেন ইবরাহীম আ. | BEST STORY OF IBRAHIM AS | NABI SERIES VIDEO | EP-9 | AMP

নবিরা সৃষ্টির মধ্যে সবার চেয়ে সেরা। তাদেরকে মহান আল্লাহ তাঁর বাণী দিয়ে যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন। অসংখ্য নবি-রাসুল এসেছিলেন এই পৃথিবীতে। তাদের মধ্যে মাত্র পঁচিশজনের কথা পবিত্র কুরআনে এসেছে।

নবিদের ঘটনায় আছে শিক্ষণীয় অনেক কিছু। কুরআনে বর্ণিত নবিদের ঘটনা নিয়ে আমাদের ধারাবাহিক "নবি সিরিজ"। এর ৯ম পর্বে আপনারা জানতে পারবেন ইবরাহীম আলাইহিস সালাম যে কারণে মূর্তি ভেঙ্গেছিলেন এবং তার পরে যা ঘটেছিলো তা সম্পর্কে ।

রাসুলুল্লাহ সা.-এর একজন সাহাবি ছিলেন জাবির রা.। তাঁর বাবা অনেক ঋণ রেখে মারা যান। মিরাস হিসেবে রেখে গিয়েছিলেন দুটি খেজুর ...
07/10/2025

রাসুলুল্লাহ সা.-এর একজন সাহাবি ছিলেন জাবির রা.। তাঁর বাবা অনেক ঋণ রেখে মারা যান। মিরাস হিসেবে রেখে গিয়েছিলেন দুটি খেজুর বাগান। ঋণের পাওনাদার ছিল একজন ইহুদি। খেজুর পাকার আগে ইহুদি এসে ঋণ পরিশোধের জন্য তাগাদা দেয়। ঋণের পরিমাণ যা ছিল তাতে সে বছর উৎপন্ন সব খেজুর তাকে দেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সব খেজুর যদি তাকে দিয়ে দেয়া হয় তাহলে জাবির ও তার পরিবার সারা বছর কী খাবেন?

জাবির রা.-এর পক্ষ থেকে রাসুলুল্লাহ সা. ইহুদিকে প্রস্তাব দিলেন, সে যেন এবার অর্ধেক ফসল নেয় এবং পরের বছর বাকি অর্ধেক নেয়। কিন্তু ইহুদি তাতে রাজি হয়নি। রাসুলুল্লাহ সা. তখন জাবিরকে বললেন, যখন খেজুর পাড়ার সময় আসবে তখন আমাকে বলবে।

জাবির রা. খেজুর পাকার আগ পর্যন্ত বাগানের যত্ন করলেন। খেজুর পাকার পর তিনি রাসুলুল্লাহ সা.-কে সংবাদ দিলেন। তখন রাসুলুল্লাহ সা. আবু বকর রা.-কে নিয়ে বাগানে এলেন। ইহুদির ঋণ পরিশোধের জন্য খেজুর মেপে আলাদা করা হচ্ছিল এবং রাসুলুল্লাহ সা. বরকতের জন্য দুআ করছিলেন। নবিজির দুআর বরকতে বাগানের ছোট গাছগুলোর খেজুর দিয়েই ইহুদির ঋণ পরিশোধ হয়ে গেল।

এরপর রাসুলুল্লাহ সা. এবং তাঁর সাহাবিরা জাবিরের বাগানের খেজুর খেলেন। তাজা খেজুর বেশ সুস্বাদু ও মজাদার। রাসুলুল্লাহ সা. খেতে খেতে বলছিলেন, এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। [বুখারি : ২১২৭]

06/10/2025

মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পৃথিবীতে এসেছিলেন আমাদের নবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

কিন্তু নবিজির জীবন ও তার জীবনী আমরা কতটুকু জানি? আমাদের কিশোর সন্তানরাই বা আমাদের নবিজি সম্পর্কে কতটুকু জানে?

নবিজির জীবনকে জানতে হলে পড়তে হবে নবিজির সিরাত, তাঁর জীবন নিয়ে লেখা বই।

কিশোরদের জন্য তেমনই একটি বই লিখেছেন সালাহউদ্দীন জাহাঙ্গীর। যে বইয়ে গল্পে গল্পে বলা হয়েছে নবিজির জীবনী।

চাররঙা তথ্য ও ঘটনাবহুল বইটি সংগ্রহ করতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন।

মক্কায় অভিযানের প্রস্তুতিমদিনায় একদিন রাসুলুল্লাহ সা. যুদ্ধাভিযানের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিলেন। সাহাবিরা কেউ জানতেন না...
04/10/2025

মক্কায় অভিযানের প্রস্তুতি
মদিনায় একদিন রাসুলুল্লাহ সা. যুদ্ধাভিযানের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিলেন। সাহাবিরা কেউ জানতেন না কোথায় যুদ্ধের অভিযান করা হবে। বরং রাসুলুল্লাহ সা. ইচ্ছে করেই তা গোপন রেখেছিলেন।

এই সময়টি ছিল একই সাথে আনন্দ ও উদ্বেগের। আনন্দের ছিল এজন্য যে রাসুলুল্লাহ সা. এর জন্মভূমি পবিত্র মক্কাকে কুফর ও শিরকমুক্ত করার সময় এসে গেছে। দীর্ঘ আট বছর ধরে রাসুলুল্লাহ সা. তার স্বদেশ থেকে দূরে। এর মাঝে একবার উমরা করতে গেছেন। তাও সেখানে ছিল মুশরিকদের চোখ রাঙানি আর ভয়। কতদিন ধরে রাসুল সা. ও তার সাহাবিরা কাবার চত্বরে সালাত আদায় করেননি। কাবা তাওয়াফ করতে পারেননি। এখন সুযোগ এসেছে সেই কাবাকে মুক্ত করার।

বিস্তারিত কমেন্টে...

Address

Akij House, 198 Bir Uttam Mir Shawkat Sarak, Tejgaon
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Akij-Monowara Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akij-Monowara Prokashoni:

Share

Category