BD Cricket

BD Cricket জানা অজানা সব খবর দেখুন

23/10/2024

রাসুল সাঃ বলেছেন,
তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।

বুখারীঃ ৪০৭৯

01/09/2024

যেখানে কর্মবিরতি,
সেখানেই নিয়োগ বিজ্ঞপ্তি।
এটাই উত্তম পদ্ধতি

বলার কোনো ভাষা নেই। আল্লাহ তুমি আমাদের হেফাজতের মালিক।
26/08/2024

বলার কোনো ভাষা নেই। আল্লাহ তুমি আমাদের হেফাজতের মালিক।

একগুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরলো শহীদ আহনাফ।আহ, বুকের ভেতরটা যেন দুমড়েমুচড়ে গেল
18/08/2024

একগুচ্ছ ফুল হয়ে ক্লাসে ফিরলো শহীদ আহনাফ।
আহ, বুকের ভেতরটা যেন দুমড়েমুচড়ে গেল

বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই তাদের মনে ছুঁয়ে গেছে রোমাঞ্চ। বাংলাদেশের বিপক্ষে জয়ে স...
30/06/2024

বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই তাদের মনে ছুঁয়ে গেছে রোমাঞ্চ। বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তারা উদযাপনে মেতে উঠে। কিন্তু এর ৪২ ঘণ্টা পরই নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছে আফগানরা।

৪২ ঘণ্টারও কম সময়ে সেমিফাইনালে খেলতে নেমে ৫৬ রানে অলআউট হয়ে গেছে তারা। পরে ম্যাচ হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এ ম্যাচের আগে একদিনও অনুশীলনের সুযোগ পায়নি আফগানিস্তানের ক্রিকেটাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সাবেক ইংল্যান্ড তারকা মাইকেল ভন।

টুইটারে তিনি লিখেছেন, ‘সোমবার রাতে সেন্ট ভিনসেন্টে জিতে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পায় আফগানিস্তান। মঙ্গলবার ত্রিনিদাদগামী বিমান চারঘণ্টা লেট ছিল। তাই অনুশীলনের কোনও সময় পায়নি বা নতুন মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টুকুই পায়নি। আমার মতে, এখানে খেলোয়াড়দের প্রতি সম্মানের অভাব রয়েছে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে থেকেই ঠিক করা ছিল ভারত যদি সেমিফাইনালে উঠে, তাহলে গায়ানায় খেলবেন রোহিত শর্মারা; সুপার এইটে ভারত প্রথম বা দ্বিতীয় যাই হোক না কেন। এ কারণেই সুপার এইটের গ্রুপ ‘ওয়ানে’ প্রথম হয়ে উঠলেও দ্বিতীয় সেমিফাইনালে খেলছে ভারত। প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ ‘টু’-এর দ্বিতীয় দল ইংল্যান্ড।

এ নিয়েও টুইটারে সরব হয়েছেন ভন। আলাদা এক টুইটে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই এই সেমিফাইনালটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) গায়ানায় হওয়ার কথা ছিল...; কিন্তু এই টুর্নামেন্ট যেহেতু ভারতকে ঘিরে সাজানো হয়েছে, তাই হচ্ছে না। এটা অন্যদের প্রতি অবিচার।’

ম্যাচের আগে...   l
25/06/2024

ম্যাচের আগে...

l

09/05/2024

ভাবছেন, আপনার উপার্জনে পুরো পরিবার চলছে। তাই কখনো অহংকার করছেন, তাদের খোঁচা দিচ্ছেন। আপনার ভাগে কম পড়ে গেলো বলে হায়হুতাশ করছেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও ভালো আছেন। আল্লাহ তাদের উছিলায় আপনাকে চালিয়ে নিচ্ছেন। তাদের রিযিক শেষ হলে, হয়তো আপনিও অভাবে পড়ে যাবেন।

আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহর দেয়া রিযিকের উপর সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, সন্তুষ্ট থাকার তৌফিক দিন।

24/04/2024
অসাধারণ হয়েও যিনি অতি সাধারণ ;একজন মাশরাফী বিন মোর্ত্তোজা! ❤️
15/04/2024

অসাধারণ হয়েও যিনি অতি সাধারণ ;
একজন মাশরাফী বিন মোর্ত্তোজা! ❤️

বাংলাদেশ ক্রিকেট টিম এখন কোন  পথে.....
15/04/2024

বাংলাদেশ ক্রিকেট টিম এখন কোন পথে.....

গাড়ি ❤️তামিমের গাড়ি প্রায় ৪ কোটি টাকা। সাকিবেরও আছে একাধিক দামি গাড়ি। বিএমডব্লিউ আছে নাসির হোসেনের। কোটি টাকার উপরে গাড়ি...
12/04/2024

গাড়ি ❤️

তামিমের গাড়ি প্রায় ৪ কোটি টাকা। সাকিবেরও আছে একাধিক দামি গাড়ি। বিএমডব্লিউ আছে নাসির হোসেনের। কোটি টাকার উপরে গাড়ি কিনেছেন তাইজুল ও মিরাজ।

গাড়ির শখ সবার। বাইকের শখ মাশরাফী, রুবেলের। তাইজুলেরও আছে দুর্দান্ত বাইক।

মুশফিক, তামিমের প্রাডো গাড়িতো সবার চেনা। স্টাইলিশ গাড়ি কিনেছেন তরুণ হাসান মাহমুদ, আফিফ হোসেন।

জাতীয় দলে খেলা প্রায় সবারই আছে গাড়ি। কারো একটা, কারো একাধিক। কেউ আবার প্রতি বছর গাড়ি বদলায়।

সাকিবের পুরাতন গাড়ি কিনেছিলেন মোসাদ্দেক সৈকত। এভাবে ক্রিকেটারদের মধ্যেও বদল হয় গাড়ি।

আবার খুব সাদামাটা গাড়ি চালায় কেউ। মাশরাফী অন্যতম উদাহরণ। একটা সাদা রঙের পুরনো, প্রায় বাতিল একটা প্রিমিও গাড়ি চালান ম্যাশ।

হ্যা, চাইলে অবশ্য কোটি টাকার গাড়ি সেও কিনতে পারে। ঐ যে সবাইকে দিয়ে সব হয় না। অথবা শো অফ সবার জন্য না।

অ্যানিওয়ে, রিয়াদ ও হাসানের গাড়ি সুন্দর।

পারলে নিজের পছন্দের ক্রিকেটার কে জিতিয়ে দেখান!( কার ঝুটি সেরা ) ❤️🥰
04/04/2024

পারলে নিজের পছন্দের ক্রিকেটার কে জিতিয়ে দেখান!
( কার ঝুটি সেরা ) ❤️🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Cricket:

Share

Category