
20/09/2025
মুম্বাই থেকে কল এলো DY Stadium এ কনসার্টে আধাঘন্টা গাইতে হবে, দেওয়া হবে ১০ কোটি রুপি ৷ আরজিৎ উত্তরে বললেন, বৃষ্টির দিনে তার বউ খিচুড়ি, ইলিশ রান্না করেছে সেটা খেয়ে তিনি ঘুমানো পছন্দ করবেন ৷
বর্তমানে আরজিৎ সিং একটি কনসার্টের জন্য ১৪ কোটি রুপি চার্জ করেন যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ ৷ ২য় অবস্থানে AR Rahman তিনি চার্জ করেন ২ কোটি রুপি ৷ আরজিৎ এর কাছে প্রতিবছর ১০০'র উপরে কনসার্টের রিকুয়েস্ট আসে কিন্তু তিনি খুব কম কনসার্টে যেতে রাজী হন ৷ তিনি ভারতের সবচেয়ে ধনী গায়ক হতে পারতেন কিন্তু ইচ্ছে করে হন নি ৷ তার লাইফস্টাইল তিনি একেবারে সিম্পল রেখেছেন ৷ তার বাড়ি ঘর দেখলে বোঝার উপায় নেই এতো জনপ্রিয় ব্যক্তি এখানে থাকেন ৷ প্রয়োজন ছাড়া চড়েন না দামী গাড়িতে ৷ মাঝে মধ্যে বিকেল হলে পুরানো জামা পড়েই এলাকার মাঠে ক্রিকেট খেলতে চলে যান ৷
হানি সিং, বাদশা, নেহা কাক্কার'দের মতো ছাপড়িরা দামী জামাকাপড়, দামী গাড়ি, বেশি বাজেটে ভিডিও বানিয়ে নিজেদের ভারতের সবচেয়ে বড়লোক আর্টিস্ট দেখানোর চেষ্টা করে ৷ আরজিৎ সিং এদের ১০বার কিনে, ১০বার বেঁচার ক্ষমতা রাখে ৷