লুইচ্চার দোকান

লুইচ্চার দোকান ভালবাসা সব সময় আপনাদের সাথে থাকবে
(1)

মুম্বাই থেকে কল এলো DY Stadium এ কনসার্টে আধাঘন্টা গাইতে হবে, দেওয়া হবে ১০ কোটি রুপি ৷ আরজিৎ উত্তরে বললেন, বৃষ্টির দিনে ...
20/09/2025

মুম্বাই থেকে কল এলো DY Stadium এ কনসার্টে আধাঘন্টা গাইতে হবে, দেওয়া হবে ১০ কোটি রুপি ৷ আরজিৎ উত্তরে বললেন, বৃষ্টির দিনে তার বউ খিচুড়ি, ইলিশ রান্না করেছে সেটা খেয়ে তিনি ঘুমানো পছন্দ করবেন ৷
বর্তমানে আরজিৎ সিং একটি কনসার্টের জন্য ১৪ কোটি রুপি চার্জ করেন যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ ৷ ২য় অবস্থানে AR Rahman তিনি চার্জ করেন ২ কোটি রুপি ৷ আরজিৎ এর কাছে প্রতিবছর ১০০'র উপরে কনসার্টের রিকুয়েস্ট আসে কিন্তু তিনি খুব কম কনসার্টে যেতে রাজী হন ৷ তিনি ভারতের সবচেয়ে ধনী গায়ক হতে পারতেন কিন্তু ইচ্ছে করে হন নি ৷ তার লাইফস্টাইল তিনি একেবারে সিম্পল রেখেছেন ৷ তার বাড়ি ঘর দেখলে বোঝার উপায় নেই এতো জনপ্রিয় ব্যক্তি এখানে থাকেন ৷ প্রয়োজন ছাড়া চড়েন না দামী গাড়িতে ৷ মাঝে মধ্যে বিকেল হলে পুরানো জামা পড়েই এলাকার মাঠে ক্রিকেট খেলতে চলে যান ৷
হানি সিং, বাদশা, নেহা কাক্কার'দের মতো ছাপড়িরা দামী জামাকাপড়, দামী গাড়ি, বেশি বাজেটে ভিডিও বানিয়ে নিজেদের ভারতের সবচেয়ে বড়লোক আর্টিস্ট দেখানোর চেষ্টা করে ৷ আরজিৎ সিং এদের ১০বার কিনে, ১০বার বেঁচার ক্ষমতা রাখে ৷

18/09/2025

🥰🥰

ভোরের কুয়াশায় ঢাকা মক্তবে যাওয়ার সেই অবুঝ শৈশব আজও ডাকে।  যদি জানতাম মিষ্টি সেই শৈশব আর ফিরবে না তাহলে নিজেকে চীরতরে আবদ...
09/09/2025

ভোরের কুয়াশায় ঢাকা মক্তবে যাওয়ার সেই অবুঝ শৈশব আজও ডাকে। যদি জানতাম মিষ্টি সেই শৈশব আর ফিরবে না তাহলে নিজেকে চীরতরে আবদ্ধ করে রাখতাম শৈশবের ডায়েরিতে 💖

বাবা-মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে। মেয়েটির নাম নীলা, বয়স মাত্র ২২। সে প্রাণবন্ত, স্বপ্নে ভরা, আর তার সৌন্দ...
08/09/2025

বাবা-মায়ের পছন্দে বয়সে বড় ব্যক্তির সাথে বিয়ে।
মেয়েটির নাম নীলা, বয়স মাত্র ২২। সে প্রাণবন্ত, স্বপ্নে ভরা, আর তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়। কিন্তু জীবনের প্রতিটি স্বপ্ন তো নিজের মতো করে পূরণ হয় না। পরিবারের ইচ্ছায়, তাকে বিয়ে করতে হয় রাশেদ নামের এক সরকারি চাকরিজীবীর সঙ্গে, যার বয়স ৪৫।
শুরুতে নীলা ভেবেছিল, এত বয়সের পার্থক্যে কিভাবে সম্পর্ক টিকবে? মনটা ছিল দ্বিধায় ভরা। কিন্তু রাশেদ ছিলেন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। দায়িত্ববোধে ভরপুর, আর জীবনের অভিজ্ঞতায় তিনি ছিলেন স্থির ও পরিপক্ব। ধীরে ধীরে নীলা বুঝতে শুরু করল, বয়স কেবল একটা সংখ্যা। ভালোবাসা আর সম্মানই সম্পর্কের মূল ভিত্তি।
রাশেদ কখনো নীলাকে বাঁধা দেননি, বরং তার পড়াশোনা, স্বপ্ন—সবকিছুতেই পাশে দাঁড়িয়েছেন। আর এই যত্ন, এই সম্মান নীলার হৃদয়কে ধীরে ধীরে ভরিয়ে তুলল ভালোবাসায়।
আজ নীলা ভাবে, পরিবারের কারণে এই বিয়ে হলেও, আসলে ভাগ্যই তাকে এমন একজন মানুষের হাতে তুলে দিয়েছে, যিনি তার জীবনে নিরাপত্তা, ভালোবাসা আর এক অন্যরকম সম্মানের জায়গা তৈরি করেছেন।।

07/09/2025
উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু...
06/09/2025

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে।
তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে।
এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু প্রেম দেখতে পারবেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন৷
ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক। কখনো র‍্যাগ-ডের রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি। সব কিছুতে তারা উজার করে দিবে বেহিসাবে৷ ফ্রি মিক্সং এ ছেলে বন্ধুদের সাথে এদের মেলা খুনসুটি।
এতো কিছুর পরেও ডিভোর্স ক্যান হু হু করে বৃদ্ধি পাচ্ছে?কারণ একটা নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী।
স্বামীর সাথে এরা জিরো টলারেন্স। বিন্দু পরিমাণ ছাড় নেই। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিস্কার করলেও। ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন।
স্বামী ৪০ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে ২০ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না।।আবার একই নারী ১৫/২০ হাজার টাকার জন্য বিভিন্ন সুপারশপ ও শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে৷ বস কে প্রভু মানে। আর কাস্টমারকে আকর্ষিত করতে উজার করে দেয়৷
কথা আচরণে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী।
স্বামীরা এতকিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে। সুপারশপ/শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন।।

দারিদ্র্যের মধ্যেও স্বপ্ন বোনা – বেলায়েত হোসেনের গল্প।শরীয়তপুরের এক ছোট্ট গ্রামে, চায়ের দোকান ধরে সংসার চালানো বাবার ছায...
05/09/2025

দারিদ্র্যের মধ্যেও স্বপ্ন বোনা – বেলায়েত হোসেনের গল্প।শরীয়তপুরের এক ছোট্ট গ্রামে, চায়ের দোকান ধরে সংসার চালানো বাবার ছায়ায় বড় হলেন বেলায়েত হোসেন ইমরোজ। ছোটবেলায় অভাবের কারণে মাধ্যমিক স্কুলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য। পড়াশোনার আগ্রহ থাকা সত্ত্বেও, ছেলেকে দোকানে চা বিক্রি করতে বাধ্য করলেন বাবা।
কিন্তু ভাগ্য এবং মেধা তার পথে বাঁধা দিল না। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় গ্রামের শিক্ষক এবং স্বজনদের অনুরোধে অবশেষে রাজি হলেন বাবা—ছেলেকে পড়ালেখার সুযোগ দেওয়ার জন্য।
দারিদ্র্য ও কষ্টের ছায়ায় বেড়ে ওঠা বেলায়েত হোসেন হাল ছাড়েননি। পরিশ্রম, অধ্যবসায় এবং অটল সংকল্পে, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দর্শন বিষয়ে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করলেন।
বেলায়েতের চোখে গর্ব, মা-বাবার চোখে আনন্দ। তিনি নিজেই বললেন:আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান। মা-বাবা আমাকে উন্নত জীবন দিতে দেশের সেরা বিদ্যাপীঠে পাঠিয়েছেন। তাদের সেবা করতেই আমি বাকি জীবন কাটাতে চাই।"
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাছারকান্দি গ্রামের এই ছেলেটি প্রমাণ করল—দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাঁধা হতে পারে না।
বেলায়েত হোসেনের এই গল্প শুধু এক সন্তানের নয়, একটি পরিবারের লড়াই, সংকল্প এবং বিশ্বাসের গল্প। তিনি নিজে বললেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সফল হওয়ার পথ খুলে দিতে চাই।

রংপুর কারমাইকেল কলেজে থেকে তৃতীয় লি'ঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।।❤️
03/09/2025

রংপুর কারমাইকেল কলেজে থেকে তৃতীয় লি'ঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।।❤️

আপনাদের একটা খুশির সংবাদ দিতেছি:রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে  নতুন একটি অত্যাধুনিক ক্যাথল্যাব প্রতিস্থাপন...
02/09/2025

আপনাদের একটা খুশির সংবাদ দিতেছি:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে নতুন একটি অত্যাধুনিক ক্যাথল্যাব প্রতিস্থাপন করা হচ্ছে।
এই ক্যাথল্যাবটি চালু হলে হৃদরোগে আক্রান্ত রোগীদের...
* পেসমেকার স্থাপন * করোনারি এনজিওগ্রাম *এনজিওপ্লাস্টি বা রিং প্রতিস্থাপন *ভাল্ব সম্প্রসারণের (পিটিএমসি) মতো জীবনরক্ষাকারী আধুনিক চিকিৎসা দেয়া সম্ভব হবে।
আশা করছি আগামী এক মাসের মধ্যে এটা চালু হবে ইনশাআল্লাহ। বেসরকারি হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতালে এই সেবা নিতে খরচ খুবই কম।
ধন্যবাদ।

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০...
01/09/2025

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০০ কোটি মানুষের মধ্যে মেলেনা।
এইটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি সুপরিকল্পিত ভাবে ডিজাইন করা আল্লাহর কুদরতি কারিশমা..©

এই চেকের আসল টাকার পরিমাণ কত ছিল বলে আপনার মনে হয়।।বাহককে চেক প্রদানের আগে সতর্ক হন।।
31/08/2025

এই চেকের আসল টাকার পরিমাণ কত ছিল বলে আপনার মনে হয়।।বাহককে চেক প্রদানের আগে সতর্ক হন।।

১৮ বছরের আগে মেয়ে প্রেম করলে দোষ নেই,প্রেমের ফাঁ*দে পড়ে ধ*র্ষ*ণে*র শি*কার হলেও দোষ নেই,কিন্তু ১৮ বছরের আগে বি*য়ে হলেই সে...
30/08/2025

১৮ বছরের আগে মেয়ে প্রেম করলে দোষ নেই,
প্রেমের ফাঁ*দে পড়ে ধ*র্ষ*ণে*র শি*কার হলেও দোষ নেই,
কিন্তু ১৮ বছরের আগে বি*য়ে হলেই সেটা দোষ!
এমন অবি*চারপূর্ণ, অযৌক্তিক নিয়ম বাংলাদেশ থেকে চিরতরে উঠিয়ে দিতে হবে।
আমরা দেশের পথে ঘাটে ন*ষ্ট ছেলে মেয়েদের আড্ডা দেখতে চাই না৷ আমরা চাই প্রত্যেকটি ছেলে মেয়ে হালাল বৈবা*হিক সম্পর্কের মাধ্যমে সামাজ কে সুন্দর ভাবে গড়ে তুলুক।
ইনশাআল্লাহ ✊✊
কে কে প্রস্তুত আছেন পরিবর্তনের পথে হাঁটার জন্য..?

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when লুইচ্চার দোকান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

লুইচ্চার দোকান

লুইচ্চার দোকান