19/10/2025
প্রবাসীর লা*শ...
একজন কে বলছিলাম,ভাই লা*শগুলো পুড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লা*শ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"
কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লা*শের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লা*শ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁ*তকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার র*ক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে..
এক ভাইয়ের টাইম লাইন থেকে নেওয়া!
আল্লাহ হেফাজত করুক 🙏🤲🤲