EcoMarth Organic Food

EcoMarth Organic Food Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EcoMarth Organic Food, Dhaka Mohammad pur/dhaka uddan nobodha/housing rod no, 7, B block house 1, Dhaka.

EcoMarth Organic Food is a nationwide healthy and organic food supplier, operating from Dhaka .We offer more than quality products, all available to order both online and offline as next day delivery.

বেল গুঁড়া (bel powder) এক চমৎকার ভেষজ উপাদান যা বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎস্যায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে পেটের নানা...
19/11/2024

বেল গুঁড়া (bel powder) এক চমৎকার ভেষজ উপাদান যা বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎস্যায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে পেটের নানান সমস্যা সমাধানে এর কার্যকারীতা লক্ষ্যনীয়। বেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থায় গ্রহণ করা যায়। এর বৈজ্ঞানিক নাম Aegle marmelos, যা মূলত লেবু পরিবারের সদস্য।

এই ফলটি দেখতে গোলাকার এবং বহিরাবরণ শক্ত খোসাবৃত। ফলের শাঁস কয়েক খন্ডে বিভক্ত থাকে। কাঁচা অবস্থায় এর বর্ণ থাকে সবুজাভ যা পাকলে হলদেটে হয়ে যায়। আর শাঁস হলুদ বা কমলা বর্ণ ধারণ করে। মূলত প্রায় পরিপক্ব ফল রোদে শুঁকিয়ে তারপর গুঁড়া করা হয় যা বেল গুঁড়া বা Wood Apple powder বলে পরিচিত।

বেল গুঁড়ার উপকারিতাঃ
১। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
২। হজমে সহায়ক।
৩। কোষ্ঠ্যকাঠিন্য প্রতিরোধে দারুণ কাজ করে।
৪। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৫। পেপটিক আলসার ও পাইলসের মতন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে।
৬। লিভারের সমস্যা দূর করতে কাজ করে।
৭। কিডনি ভালো রাখতে ভূমিকা রাখে।
৮। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে কাজ করে।
৯। চুল পড়ার সমস্যা সমাধানে কাজ করে।
১০। শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দূর করে।

যেভাবে খাবেনঃ
প্রতিদিন এক গ্লাস অথবা ২০০ মিলি পানিতে একটুখানি চিনি মিশিয়ে সাথে ২ থেকে ৩ চা চামচ বেলের গুঁড়া মিশিয়ে পান করতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা চিনি গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকবেন। পানির পরিবর্তে দুধের সাথে ব্লেন্ড করে মিল্কশেক বানিয়েও গ্রহণ করা যায়।

14/11/2024

বেল শুট গুড় বহুমুখী উপকারিতা:
১। পাকস্থলীর আলসার, পাইলস রোগে উপকারী। এটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে।
২। অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করে ডায়রিয়া এবং আমাশয় প্রতিরোধ করে।
৩। বেলের ল্যাক্সিটেভ গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাশয় রোগে খুব কার্যকরী ভূমিকা পালন করে। হজমেও উপকারী।
৪। বেলে ন্যাচারাল ডাই ইউরেটিক আছে, যা শরীরে পানি জমা প্রতিরোধ করে।
৫। ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে বেলের শাঁস এবং ত্বকের স্বাভাবিক রং বজায় রাখে।
৬। বেলের থায়ামিন ও রিবোফ্লোবিন হার্ট এবং লিভার ভালো রাখে।
৭। বেল থেকে পাওয়া বেটাক্যারোটিন রঞ্জক মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে। বিশেষ করে মহিলারা নিয়মিত বেল বা বেলের শরবত খেলে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমে।
৮। প্রস্টোজেন হরমোন লেভেল বাড়িয়ে মহিলাদের ইনফার্টিলিটির ঝুঁকি কমায়। তা ছাড়া প্রসব-পরবর্তী ডিপ্রেশন কমাতেও খুবই কার্যকরী।
৯। বেলের ভিটামিন-সি স্কার্ভি প্রতিরোধ করে। ভিটামিন-সি হলো শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের বিভিন্ন সংক্রমণ রোধ করে।

বিটরুট এর উপকারিতা কি কি?বিটরুট যেন ভিটামিন ও খনিজ উপাদানের 'জিপ ফাইল'। এতে পাবেন ম্যাঙ্গানিজ, ফোলেট, রিবোফ্লাবিন (ভিটাম...
13/11/2024

বিটরুট এর উপকারিতা কি কি?
বিটরুট যেন ভিটামিন ও খনিজ উপাদানের 'জিপ ফাইল'। এতে পাবেন ম্যাঙ্গানিজ, ফোলেট, রিবোফ্লাবিন (ভিটামিন বি২) ও পটাশিয়াম, যা হাড় ও পেশিকে রাখে সুস্থ–সবল। এ ছাড়া এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিংক, আয়োডিন, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি। ফাইবার বা আঁশ ও অ্যান্টি–অক্সিডেন্ট তো আছেই।

Address

Dhaka Mohammad Pur/dhaka Uddan Nobodha/housing Rod No, 7, B Block House 1
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when EcoMarth Organic Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EcoMarth Organic Food:

Share