01/06/2025
অফার লুফে নিন 🎉
দেড় হাজার বছরের ইতিহাস ‘তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস’ কখনো কি জানতে ইচ্ছে হয়েছে—
রাসূলুল্লাহ ﷺ–এর ইন্তিকালের পর সাহাবীগণ, তাবেঈন ও তাবে তাবেঈন কিভাবে কুরআন বুঝতেন?
কিভাবে কুরআনের ব্যাখ্যার নামে বিভিন্ন বাতিল ফেরকা সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছিল?
আমরা আজ কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করি না, অথচ মহান আল্লাহ বলেন:
“তবে কি তারা কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না? নাকি তাদের হৃদয়ে তালা লেগে গেছে?”
—সূরা মুহাম্মদ, আয়াত ২৪
📘 ‘তাফসীর ও মুফাসসিরদের ইতিহাস’
এ বইটি কুরআনের ব্যাখ্যা-বিষয়ে যুগে যুগে কীভাবে কাজ হয়েছে, কারা করেছেন, কোন পদ্ধতিতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে—সবকিছু নিয়ে একটি যুগান্তকারী দলিল।
যারা কুরআন বুঝে পড়তে চান, তাদের জন্য এটি এক অমূল্য রত্ন।