
29/08/2025
From : তোর খুব কাছের বন্ধু
To : আল জান্নাত তিশা 🖤
আমি জানি না তুই এখন কেমন আছিস আশা করি ভালো আছিস কোনো কারণ ছাড়াই আমার সাথে কথা বন্ধ করে দিছিস আমি তোর সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করতেছি বাট কোনো ভাবেই করতে পারছি না আমি জানি না তুই এই পোস্ট টা পড়বি কিনা....? আর কোনো উপায় ছিল না আমার কাছে যোগাযোগ করার...? আমি তোর ক্ষতি চাই না আমি জানি তোর সামনে অনেক বড় বিপদ বাকি টা আল্লাহ হতে আমি দোয়া করি আল্লাহ যেনো তোরে হেফাজত করে এই বিপদ থেকে তোর ফ্যামিলি আছে একটা জীবন আছে সম্মান আছে আমি চাই না তোর ক্ষতি হোক তুই জানিস তুই এখন কোন পর্যায়ে আছিস যা করছিস বা করতেছিস এগুলা ঠিক না আমি তোর ভালোর জন্য বলতেছি তুই অনেক ভালো মানুষ কিন্তু কিছু মানুষের পালায় পরে আজ এই অবস্থা আমার থেকা তুই ভালো জানিস তুই কি করছিস কার সাথে এই কারণে লেখা গুলা লেখা কারণ একটা মানুষ এর সামনে বিপদ জেনে আমি চুপ থাকতে পারি নাই আমি চাই না তুই ভুল পথে হাট আশা করি বুজতে পারছিস কি বলতে চাচ্ছি....... 😔
তুই শিকল বন্দি বাঘ এর মত গর্জন আর হুংকার ভুলে গেছিস.......?
ভালো থাকিস দোয়া করি 🖤
কিছু ভুল লিখলে ক্ষমা করে দিস.......? 😅🙏