Monir Khan Sangha

Monir Khan Sangha মনির খান সংঘের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।
সমৃদ্ধ সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা মনির খান সংঘ।❣ Singer Monir Khan
(10)

30/08/2025

কিশোরগঞ্জের ঐতিহাসিক পা'গলা মসজিদের দানবাক্সে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এবার ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

28/08/2025

একটি দিনের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে

3 August 2024
25/08/2025

3 August 2024

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।
20/08/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।

সবাই কেমন আছেন? সবার সুস্বাস্থ্য কামনা করছি।ভালোবাসা অবিরাম।
18/08/2025

সবাই কেমন আছেন?
সবার সুস্বাস্থ্য কামনা করছি।
ভালোবাসা অবিরাম।

সিলেটের ঐতিহ্যবাহী সাদা পাথর উত্তলন করে যারা পর্যটন এরিয়ার ক্ষতি করছেন, তারা একবার ভাবুন শত বছরেও এমন  নান্দনিক প্রাকৃতি...
13/08/2025

সিলেটের ঐতিহ্যবাহী সাদা পাথর উত্তলন করে যারা পর্যটন এরিয়ার ক্ষতি করছেন, তারা একবার ভাবুন শত বছরেও এমন নান্দনিক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা কি সম্ভব? আসুন আমরা সবাই প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব লীলা ভূমি কে রক্ষা করি।

দুঃসাহসিকতা, ধৈর্য এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যিনি বারবার প্রমাণ করেছেন, সংকটের কালে তিনিই দলের ভরসার নাম।
02/08/2025

দুঃসাহসিকতা, ধৈর্য এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যিনি বারবার প্রমাণ করেছেন, সংকটের কালে তিনিই দলের ভরসার নাম।

ভারতবর্ষের মানচিত্র আঁকতে গেলে বাংলাদেশ এর মানচিত্রও আঁকা হয়ে যায়!ছোটবেলায় এই বিষয়টি আমাকে অন্যরকম এক ভালোলাগা এনে দ...
01/08/2025

ভারতবর্ষের মানচিত্র আঁকতে গেলে বাংলাদেশ এর মানচিত্রও আঁকা হয়ে যায়!
ছোটবেলায় এই বিষয়টি আমাকে অন্যরকম এক ভালোলাগা এনে দিত--
বড়বেলায় এসে দেখি-- এই ছেলেটির নাম কোথাও উচ্চারিত হলেই
---অনেকের সাথে আমার নামটাও এসে পড়ে!
সত্যি বলছি--
বড়বেলা'র ভালো লাগা আমাকে একটু অ'হংকারী করে তুলেছে- মিল্টন খন্দকার।

শুভ জন্মদিন ---প্রিয় মনির খান••••••

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী  শ্রদ্ধেয় মনির খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাঁর গৌরবোজ্জ্বল জীবন আরো গৌরবময় হোক। দেশ এবং...
01/08/2025

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় মনির খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাঁর গৌরবোজ্জ্বল জীবন আরো গৌরবময় হোক। দেশ এবং দেশের মানুষকে সুস্থ ধারার সঙ্গীত উপহার দিক দিনের পর দিন। সবাইকে অফুরন্ত শুভেচ্ছ ও ভালোবাসা।

15/07/2025

প্রায় তিন দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে বিভিন্ন ঘরানার গান গেয়ে কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্প....

২০১৮ সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে অভিমান করে সরে আসি আমি। তখন পদ থেকে সরে এসেছি, কিন্তু দল ছাড়িনি। দলের কঠিন সময়েও...
15/07/2025

২০১৮ সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে অভিমান করে সরে আসি আমি। তখন পদ থেকে সরে এসেছি, কিন্তু দল ছাড়িনি। দলের কঠিন সময়েও সক্রিয় ভূমিকা পালন করেছি। দল ছাড়ার তো প্রশ্নই আসে না। আমি বিএনপিতে ছিলাম, আছি। আমাকে নিয়ে যে গু'জব ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিগত ১০ বছর ধরে এলাকার সব কিছু গুছিয়ে এনেছি আমি। এলাকার দলীয় থেকে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে। যাদের দোয়া ও ভালোবাসয় সারা বিশ্বর কাছে আজ আমি আজকের এই মনির খান।

15/07/2025

বিএনপি এখন সরকারে নেই, কিন্তু একটি কু'চক্রী মহল বিএনপির মত বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দলকে এবং দলের প্রধানকে নিয়ে উ'স্কানিমূলক স্লোগান ও বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Monir Khan Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share