Love Story-Soubo

Love Story-Soubo মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়❤️🥰
(19)

30/10/2025

কিছু মানুষকে আমরা ভুলে Respect করে ফেলি,
Actually তারা জুতোর বারি deserve করে!😒😤

30/10/2025

Tag your love💞💞💞💞💞

🌸🌺 "চিরদিন তোমারই" — এক মিষ্টি প্রেমের গল্পরিয়া ছিল একদম সাধারণ মেয়ে। সকালে কলেজ, বিকেলে টিউশন, আর রাতে নিজের ছোট একটা প...
28/10/2025

🌸
🌺 "চিরদিন তোমারই" — এক মিষ্টি প্রেমের গল্প

রিয়া ছিল একদম সাধারণ মেয়ে। সকালে কলেজ, বিকেলে টিউশন, আর রাতে নিজের ছোট একটা পৃথিবী — গান, বই, আর চাঁদের সঙ্গে গল্প।
অন্যদিকে, অর্ণব ছিল শহরের ব্যস্ত ছেলে — ক্যামেরা হাতে ঘুরে বেড়ায়, ছবি তোলে, কিন্তু হাসিটা যেন কোথায় হারিয়ে ফেলেছে।

দু’জনের দেখা হয় এক বৃষ্টিভেজা বিকেলে।
রিয়া ছাতা ভুলে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, হঠাৎ অর্ণব এগিয়ে এসে বলে —
“ছাতা দরকার?”
রিয়া হেসে বলে, “ছাতা না, চা দরকার!” ☕

দু’জন মিলে রিকশার ছাউনি ভিজিয়ে একসাথে চা খেল। সেই দিনই শুরু— এক অদ্ভুত গল্পের।

প্রতিদিন অর্ণব কোনো না কোনো অজুহাতে রিয়ার কলেজের সামনে হাজির হয়।
কখনও বলে, “আজকের আলোটা সুন্দর, তোমার একটা ছবি তুলব।”
কখনও বলে, “এই পথে আলোটা ভালো, তাই এসেছি।”
রিয়া হাসে, জানে— আলো নয়, ওর চোখেই আলো খুঁজে বেড়াচ্ছে ছেলেটা।

দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর।
অর্ণব যখন প্রথমবার বলে, “রিয়া, আমি তোমাকে ভালোবাসি”—
রিয়া বলে, “তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার বাবাকে কিভাবে ভালোবাসবে?”
অর্ণব থেমে যায়, কিন্তু বলে, “ভালোবাসা মানে তো সাহস — আমি প্রমাণ করব।”

ছেলেটা ঠিকই প্রমাণ করেছিল।
রিয়ার বাবার কাছে গিয়ে প্রথমেই বলে, “চা বানাতে জানি না, কিন্তু রিয়াকে সারাজীবন হাসাতে জানি।” ☺️
বাবা হাসলেন, আর সেদিনই আশীর্বাদ করলেন।

আজ রিয়া আর অর্ণবের বিয়ে হয়েছে তিন বছর।
তাদের ঘরের দেয়ালে এখনো সেই প্রথম দিনের ছবি ঝুলছে —
ছাতা হাতে দু’জন, ভেজা বৃষ্টি, আর পিছনে লেখা —
“ভালোবাসা মানে একে অপরকে রাগানো, কিন্তু ছেড়ে না যাওয়া।” ❤️

২য় পর্ব পড়তে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাকুন🤗

28/10/2025

আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না🥲

28/10/2025

রান্না করতে গেলে পাতিল ধরার কাপড় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পরি🙂

ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, দূর থেকেও একে অপরের জন্য থাকা।”
18/10/2025

ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, দূর থেকেও একে অপরের জন্য থাকা।”

08/10/2025

আপনি চাইলে,আমাদের একটা ছোট্ট সংসার হতে পারতো।
আপনি চাইলে, আপনি আর আমি নয়-আমরা হতে পারতাম।চার দেওয়ালের মাঝে দু'জন মানুষের অগোছালো ভালোবাসা, ভোরে একসাথে ঘুম ভাঙা, রাতে একসাথে গল্প বলা।

আপনি চাইলে-চায়ের কাপ ভাগ হতো,বৃষ্টি এলে এক ছাতার নিচে হেঁটে যেতাম, ঝগড়া হলেও রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালোবাসি বলাটা ভুলতাম না।

আপনি চাইলে-এই হৃদয়টাকে পুরোপুরি আপনার নামে লিখে দিতাম,ভবিষ্যতের সব স্বপ্নে শুধু আপনাকেই রাখতাম।আপনার ক্লান্ত চোখে খুশির আলো জ্বালিয়ে রাখতাম প্রতিদিন।

কিন্তু আপনি চাইলেন না।চাইলেন না গল্প, চাইলেন না ভরসা-চাইলেন শুধু মুক্তি।তাই কোনো সকাল আমাদের হলো না, কোনো গল্প রাতে শেষ হলো না।আমরা হয়েছিলাম দুজনেই একে অন্যের সম্ভাব্য সবকিছু,তবুও একসাথে কিছুই হতে পারিনি।

আপনি চাইলে সংসার হতো,আর এখন? আমি শুধু একটা অসম্পূর্ণ গল্প,যার শেষ পাতায় আপনার নাম নেই-আছে শুধু একটা প্রশ্ন, আমি কি আদৌ কারো ছিলাম?

Writer: Ariyan Ahmed

24/09/2025

চব্বিশ নয় পঁচিশ
আজকের তারিখ।
২৪/০৯/২৫😂😂

শখের নারীকে বিয়ে করার পর আপনার বন্ধু!🙂
23/09/2025

শখের নারীকে বিয়ে করার পর আপনার বন্ধু!🙂

21/09/2025

আবার ও দেব👌শুভশ্রী একসাথে 💞❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love Story-Soubo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love Story-Soubo:

Share

Category