31/03/2024
পড়া মনে রাখার ২টি কার্যকরী টেকনিক:
১। বুঝে পড়া: যে বিষয়ের যেই টপিক পড়বেন বিস্তারিত বুঝে পড়বেন। ভিজ্যুয়াল করে বা ঘটনা কল্পনা করে পড়বেন।
যেমন, কোনো উপন্যাসের চরিত্র মুখস্থ করছেন। সেটার পুরো কাহিনী জেনে পড়বেন। অন্ততঃ সারসংক্ষেপ পড়ে জেনে তারপর মনে রাখার চেষ্টা করবেন।
২। রিভিশন দেওয়া: পড়ার পর সেটা সঠিকভাবে রিভিশন দিতে পারলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
কোনো টপিক যেই দিন পড়বেন তার ১ দিন পর একবার কয়েক মিনিট সময় নিয়ে রিভিশন দিবেন।
এরপর ৭ দিন পর একবার রিভিশন দিবেন।
এরপর ১৫ দিন একবার রিভিশন দিবেন এবং ১ মাস পর একবার রিভিশন দিবেন। দেখবেন তুলনামূলক অনেক বেশিদিন মনে রাখতে পারছেন।
একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি কাজে আসবে😊