উলটা পালটা ৬9

উলটা পালটা ৬9 Worlds Like as Give & Take
আপনি যতটুক দিবেন ঠিক ততটুকই পাবেন,,,

03/08/2024

অনেকেই বলত এই জেনারেশন এর মধ্যে নাকি দেশপ্রেম বলে কিছু নেই এবং এদের কাছ থেকে নাকি কিছু আসা করা যায় না ! আজ তারা দেখুক, কতটা দেশপ্রেম থাকলে তারুণ্য এভাবে এক হতে পারে। এক হয়ে লড়তে পারে, দেশকে নিয়ে গাইতে পারে !

জয় হোক এই তারুণ্যের !

বাংলাদেশ স্বাধীন দেশ!!যেখানে ৯০ ভাগ মুসলিম এর দেশ আর আমরা হলাম বাঙ্গালী!! কোক বিদেশি অর্থাৎ ইসরাইলি পণ্য, ইহুদিদের পণ্য ...
11/06/2024

বাংলাদেশ স্বাধীন দেশ!!
যেখানে ৯০ ভাগ মুসলিম এর দেশ আর আমরা হলাম বাঙ্গালী!!
কোক বিদেশি অর্থাৎ ইসরাইলি পণ্য,
ইহুদিদের পণ্য আমাদের সবার উচিত এই সকল পণ্য বর্জন করা।
কিন্তু আমাদের চোখ শুধু কোকের দিকে
অথচ নেসলে, পেপসি,7up সহ বিদেশি আরও কত এগুলা কাদের পণ্য??
আমরা হুজুগের বাঙালি কোক খাওয়া বন্ধ করে দিয়েছি অথচ পেপসি, সেভেন আপ,নেসলে ও বিদেশি পণ্য এগুলো রেগুলার খাইতেছি ব্যাবহার করতেছি। কেউতো আছে আবার বিদেশি পন্য ছাড়া তার চলেই না ।
বয়কট করলে দেশীয় পণ্য ছাড়া সকল বিদেশি পণ্য বয়কট করুন ।
নয়তবা এই সকল সমাজ দেখানো লোক দেখানো বয়কট বন্ধ করুন । আবেগ দিয়ে দুনিয়া চলে না ।
হলফ করে বলতে পারি ইতিমধ্যে যারা আমার পোস্টটি দেখছেন তারা হয়তো আজ না হয় কাল ঠিকই আবার ইসরাইলি পণ্য অর্থাৎ ইহুদিদের পণ্য আবার খাওয়া শুরু করবেন । আবার কেউ জিজ্ঞেস করলে বলবেন,
""ক্ষুধা লাগলে পেটে কি আর ইসরায়েলি কোনটা দেশি কোনটা এগুলা মানে??😀
এজন্য আমরা বাঙালি সব জায়গায় স্যালুট পাওয়ার যোগ্য 🙋‍♂️😀
তারপর আসি ইসলামের কথায়,
মদ,জুয়া,যাবতীয় নেশা জাতীয় দ্রব্য সেবন করা হারাম । ❌
অথচ এগুলো আমরা কিনে খাই এগুলোর পিছনে টাকা নষ্ট করি।
কই কোনদিন শুনলাম না তো এগুলা কেউ বয়কট করতে????
তারপর আসি বাংলাদেশের বিখ্যাত মদ কোম্পানি কেরু এন্ড কোং । যারা কিনা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে শুধু মদ বিক্রি কইরা । এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলা খায় কারা?এগুলা বিক্রি করে কোন দেশে? অবশ্যই আমরা খাই,আর বিদেশে বিক্রি হবার তো দূরের কথা উল্টো আমরা নিজেদের + বিদেশি মদ কিনে খাই ।
কিন্তু আফসোস দেখেন আজও পর্যন্ত দেখলাম না কেউ মদের বিরুদ্ধে কোন বয়কটের ঘোষণা দিতে ।
আমরা হুজুগের বাঙালি আমরা শুধু চেয়ে আছি কোকের দিকে অথচ অন্যান্য বিদেশি এবং কেরু কোম্পানি দিদারসে ব্যবসা করে যাচ্ছে । বিষয়টা এমন হয়েছে যে, আমরা মদ খেয়ে কোকের বয়কট করতেছি😀 ।
আমরা মুসলিম জাতি এখন এমন হয়েছি যে, যাহা পাপ তা গ্রহণ করি,যাহা ভাল তা ত্যাগ করি ।
তাই বয়কট করলে এমন কিছুকে বয়কট করুন যেগুলা ইসলাম ও মুসলিমরা কখনো গ্রহণ করে না কিংবা করবেও না ।
সত্যি বলতে আসলে কি বলবো কাউকে দোষারোপ করে লাভ নেই, আমরা সুযোগ দেই বলে তারা আসে ।
এখনো সময় আছে আসুন সবাই একসাথে সেচ্চার হই!!✋✋
গড়ে তুলি বয়কটের আন্দোলন 🤛🤛

কোন ভুলক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন👏।

   is Doing a Part Time Job in the USA!😄
08/06/2024

is Doing a Part Time Job in the USA!😄

পুরুষও রোজা রাখে, নারীও রোজা রাখে, অথচ....বিকেলে পুরুষরা আরাম করে, নারী সদস্যরা কত কষ্ট করে ইফতার তৈরী করে | ইফতার শেষেও...
13/03/2024

পুরুষও রোজা রাখে, নারীও রোজা রাখে, অথচ....

বিকেলে পুরুষরা আরাম করে, নারী সদস্যরা কত কষ্ট করে ইফতার তৈরী করে | ইফতার শেষেও পুরুষরা আরাম করে, নারীরা সব গুঁছিয়ে রাখে, আবার সাহরীর খাবার নিয়েও চিন্তা করে |
অথচ নারীদের কষ্টের মূল্যায়ন করা হয় না | দেওয়া হয় না যথাযথ সম্মান, ভালোবাসা ও অধিকার | এত কষ্টের বিনিময়ে শুধু ভালোবাসার সামান্য উৎসাহ/প্রশংসা দিন... এর বেশিকিছু তারা চায় না |
রামাদান এই মর্মে সকল মুসলমান ভাইদের প্রতি আমার একটা অনুরোধ রইলো, আপনি যেমন রোজা রাখেন তেমনি আপনার মা বোন স্ত্রী ওরাও রোজা রাখে। তাই ইফতারে দুই একটা আইটেম কম হলে রাগারাগি না করে বরং ইফতার বানানোর কাজে উনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেন। বেশি কিছু না পারলেও অন্তত শরবত বানানোর দায়িত্বটা নিজে নেন।

সবাইকে পবিত্র মাহে রামাদান এর শুভেচ্ছা🥰
©️

১৪ ফেব্রুয়ারি🥀 সবাইকে চিকেন পক্স এর শুভেচ্ছা 😀
14/02/2024

১৪ ফেব্রুয়ারি🥀
সবাইকে চিকেন পক্স এর শুভেচ্ছা 😀

30/01/2024

এই পৃথিবীতে টাকাই সব
সুদখোরের টাকা আছে বলে সে সম্মানি ব্যাক্তিক্ত পায়
অথচ সৎ সত্যাবাদিদের কোন স্থান নেই ।

28/01/2024

আপনার জানাযা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা, কারণ তাদের ব্যস্ততা আছে। অথচ আপনি এই মানুষগুলোর জন্য কত সময় দিয়েছেন ।

21/01/2024

এই পৃথিবীতে অতীত বলতে কিছু নেই সবই বর্তমান,,,,

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when উলটা পালটা ৬9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share