11/06/2024
বাংলাদেশ স্বাধীন দেশ!!
যেখানে ৯০ ভাগ মুসলিম এর দেশ আর আমরা হলাম বাঙ্গালী!!
কোক বিদেশি অর্থাৎ ইসরাইলি পণ্য,
ইহুদিদের পণ্য আমাদের সবার উচিত এই সকল পণ্য বর্জন করা।
কিন্তু আমাদের চোখ শুধু কোকের দিকে
অথচ নেসলে, পেপসি,7up সহ বিদেশি আরও কত এগুলা কাদের পণ্য??
আমরা হুজুগের বাঙালি কোক খাওয়া বন্ধ করে দিয়েছি অথচ পেপসি, সেভেন আপ,নেসলে ও বিদেশি পণ্য এগুলো রেগুলার খাইতেছি ব্যাবহার করতেছি। কেউতো আছে আবার বিদেশি পন্য ছাড়া তার চলেই না ।
বয়কট করলে দেশীয় পণ্য ছাড়া সকল বিদেশি পণ্য বয়কট করুন ।
নয়তবা এই সকল সমাজ দেখানো লোক দেখানো বয়কট বন্ধ করুন । আবেগ দিয়ে দুনিয়া চলে না ।
হলফ করে বলতে পারি ইতিমধ্যে যারা আমার পোস্টটি দেখছেন তারা হয়তো আজ না হয় কাল ঠিকই আবার ইসরাইলি পণ্য অর্থাৎ ইহুদিদের পণ্য আবার খাওয়া শুরু করবেন । আবার কেউ জিজ্ঞেস করলে বলবেন,
""ক্ষুধা লাগলে পেটে কি আর ইসরায়েলি কোনটা দেশি কোনটা এগুলা মানে??😀
এজন্য আমরা বাঙালি সব জায়গায় স্যালুট পাওয়ার যোগ্য 🙋♂️😀
তারপর আসি ইসলামের কথায়,
মদ,জুয়া,যাবতীয় নেশা জাতীয় দ্রব্য সেবন করা হারাম । ❌
অথচ এগুলো আমরা কিনে খাই এগুলোর পিছনে টাকা নষ্ট করি।
কই কোনদিন শুনলাম না তো এগুলা কেউ বয়কট করতে????
তারপর আসি বাংলাদেশের বিখ্যাত মদ কোম্পানি কেরু এন্ড কোং । যারা কিনা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে শুধু মদ বিক্রি কইরা । এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলা খায় কারা?এগুলা বিক্রি করে কোন দেশে? অবশ্যই আমরা খাই,আর বিদেশে বিক্রি হবার তো দূরের কথা উল্টো আমরা নিজেদের + বিদেশি মদ কিনে খাই ।
কিন্তু আফসোস দেখেন আজও পর্যন্ত দেখলাম না কেউ মদের বিরুদ্ধে কোন বয়কটের ঘোষণা দিতে ।
আমরা হুজুগের বাঙালি আমরা শুধু চেয়ে আছি কোকের দিকে অথচ অন্যান্য বিদেশি এবং কেরু কোম্পানি দিদারসে ব্যবসা করে যাচ্ছে । বিষয়টা এমন হয়েছে যে, আমরা মদ খেয়ে কোকের বয়কট করতেছি😀 ।
আমরা মুসলিম জাতি এখন এমন হয়েছি যে, যাহা পাপ তা গ্রহণ করি,যাহা ভাল তা ত্যাগ করি ।
তাই বয়কট করলে এমন কিছুকে বয়কট করুন যেগুলা ইসলাম ও মুসলিমরা কখনো গ্রহণ করে না কিংবা করবেও না ।
সত্যি বলতে আসলে কি বলবো কাউকে দোষারোপ করে লাভ নেই, আমরা সুযোগ দেই বলে তারা আসে ।
এখনো সময় আছে আসুন সবাই একসাথে সেচ্চার হই!!✋✋
গড়ে তুলি বয়কটের আন্দোলন 🤛🤛
কোন ভুলক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন👏।