Ilham - ইলহাম

Ilham - ইলহাম CTnews Sports was established on May 1, 2020.

Within a very little time, it has managed to acquire a readers' base of around 2 million per month and is marked as one of the top multi news websites in Bangladesh currently. With an efficient, hard working and passionate team, CTnews Sports keeps its followers updated about major topics like sports news.

28/09/2025
25/09/2025

কী দামী কথা!
“গুনাহ বা অপ্রয়োজনীয় কথা/কাজে লিপ্ত ব্যক্তি থেকে সর্বপ্রথম যে নিয়ামতকে তুলে নেওয়া হয়, সেটা হলো — সে আল্লাহর কাছে দুআ করার ইচ্ছা বা আগ্রহ হারিয়ে ফেলে। তাঁর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার যোগ্যতা আর থাকে না।
সে মুসিবত/পেরেশানিতে হা হুতাশ করতে থাকে, সময় বা কাজে বরকত কমে যায়, সে অস্থির একটি সময় কাটায়। সুকুন বা প্রশান্তির নিয়ামত কমতে থাকে ধীরে ধীরে। রবের দিকে ফিরে আসার সুযোগ থাকা সত্ত্বেও সে এই ঘূর্ণিপাকেই ঘুরতে থাকে কেবল।….
ইগফিরলী, ইয়া রব॥

সিরিয়ার  প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ কনকর্ডিয়া ইভেন্টে সিআইএ পরিচালক কর্তৃক (যিনি এক সময় তাঁর মাথার জন্য $১০ মিলিয়ন পু...
25/09/2025

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ কনকর্ডিয়া ইভেন্টে সিআইএ পরিচালক কর্তৃক (যিনি এক সময় তাঁর মাথার জন্য $১০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন) সাক্ষাৎকারে বলেন:

“আমরা এক সময় যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ ছিলাম, সিআইএ আমার মাথার জন্য টাকা ঘোষণা করেছিল, কিন্তু আজ আমরা এখানে মুখোমুখি।”

“সিরিয়া কখনোই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না।”

“কেউ যদি মনে করে সহিংস বিশৃঙ্খলার ভয় দেখিয়ে আমাকে দমন করা যাবে, তাহলে সে ভুল করছে। আমার ৪৩ বছরের জীবনের মধ্যে ২৫ বছর আমি যুদ্ধে কাটিয়েছি। যুদ্ধ আমার কাছে অস্বস্তিকর কিছু নয়। কিন্তু এখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো জাতিকে পুনর্গঠন করা।”

“সমগ্র বিশ্ব ফিলিস্তিনে গণহ!ত্যা প্রত্যক্ষ করছে, কিন্তু সবাই নীরব। ইসরায়েলের সঙ্গে অধিকাংশ শান্তিচুক্তি হয়েছে কেবল শাসকদের সঙ্গে, জনগণের সঙ্গে নয়। আমাদের মতো নেতাদের উচিত সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা।”

তাহসান খান। একজন পরিচিত কণ্ঠশিল্পী। সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত একটি কনসার্টে তিনি ঘোষণা দেন—মিউজিক ক্যারিয়ার থেকে তিনি...
22/09/2025

তাহসান খান। একজন পরিচিত কণ্ঠশিল্পী। সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত একটি কনসার্টে তিনি ঘোষণা দেন—মিউজিক ক্যারিয়ার থেকে তিনি বের হয়ে আসবেন। তিনি বলেন—'এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে নিব। মেয়ে আমার বড় হচ্ছে। এখন কি আর দাঁড়ি রেখে স্টেজে লাফালাফি করতে ভালো লাগে?'

তিনি আরও জানিয়েছেন—সোশ্যাল অ্যাকাউন্টগুলোও তিনি ডিএক্টিভ করে ফেলবেন।

ওনার এই ইচ্ছার সাধুবাদ জানাই। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। যদিও তিনি কনসার্ট করবেন না বলে জানিয়েছেন; গান ছেড়ে দিবেন—সেটা পরিষ্কারভাবে বলেননি। তবে আশা রাখা যায়, পুরোপুরি এই ইন্ডাস্ট্রি থেকেই তিনি বের হয়ে আসবেন এবং দ্বীনি মহলে কানেক্ট হবেন ইনশাআল্লাহ।

ইতোমধ্যে নাস্তিক পাড়ায় তাকে নিয়ে আলোচনা
-সমালোচনা শুরু হয়ে গেছে। তাসলিমা নাসরিন তাহসানকে নিয়ে পোস্ট করেছে। তাদের জ্বালাপোড়ার গন্ধেই বোঝা যাচ্ছে—তাহসান ভালো কিছু করার পথে।

আমরা সবাই তার জন্য দুআ করি। তার হেদায়েতের জন্য দুআ করি। পরিবর্তন হোক আল্লাহর জন্য।

উম্মাহর শরীরের এই যখমি অংশের কথা মনে আছে তো? ব্যথা অনুভব হয় তো?প্রতিটি মুনাজাতে তাদের কথা বলব। প্রতিদিন অন্তত একবার হলেও...
18/09/2025

উম্মাহর শরীরের এই যখমি অংশের কথা মনে আছে তো? ব্যথা অনুভব হয় তো?প্রতিটি মুনাজাতে তাদের কথা বলব। প্রতিদিন অন্তত একবার হলেও তাদের নিয়ে পোস্ট করব।নিয়মিত কিছু না কিছু দান করব।
ইন শা আল্লাহ।

~ শায়খ আতীক উল্লাহ (হাফি.)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০১
17/09/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০১

নিজে অভুক্ত, চরম ক্লান্ত, শ্রান্ত।নিজে চলতে কষ্ট হচ্ছে।বৃদ্ধমাকেও সাথে রাখতে হচ্ছে।গাযাকে ভুলে যাবো না।
16/09/2025

নিজে অভুক্ত, চরম ক্লান্ত, শ্রান্ত।
নিজে চলতে কষ্ট হচ্ছে।
বৃদ্ধমাকেও সাথে রাখতে হচ্ছে।
গাযাকে ভুলে যাবো না।

রহমান মিয়া, বয়স মাত্র ৪৫। হঠাৎ স্ট্রোক করে চলে গেলেন না ফেরার দেশে। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। সবাই বৃষ্টি এড়িয়ে ঘরে আশ্র...
15/09/2025

রহমান মিয়া, বয়স মাত্র ৪৫। হঠাৎ স্ট্রোক করে চলে গেলেন না ফেরার দেশে। ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। সবাই বৃষ্টি এড়িয়ে ঘরে আশ্রয় নিলেও একমাত্র মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে রইল বাবার পাশে।

বৃষ্টি ঝরছে, চারপাশ নীরব। কিন্তু মেয়ের মনে শুধু বাবার মুখ, বাবার ভালোবাসা আর হাজারো স্মৃতি। আহারে মায়াময় জীবন—এভাবেই শেষ হয়ে যায়, তবুও থেকে যায় সন্তানের হৃদয়ে অবিনশ্বর ভালোবাসা।

15/09/2025

গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট যে, এটা তোমাকে ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।

-- ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭]

Address

Mirpur 11
Dhaka
1211

Telephone

+3628462728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilham - ইলহাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilham - ইলহাম:

Share

Category