Urmi's corner

Urmi's corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Urmi's corner, Digital creator, Dhaka.

আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে খাদ্য ভক্ষণ কর, তার মধ্যে সবচেয়ে উত্তম খাদ্য হল তোমাদের নিজের হাতে কামাই করা খাদ্য। আর তোমাদের সন্তানগণ তোমাদের উপার্জিত ধনের পর্যায়ভুক্ত।

11/10/2025

কিসের বৃদ্ধাশ্রম ভাই বিয়ের পরে মেয়েরা যেভাবে শাশুড়ির জ্বালায় জলে কোন বউ আশ্রম যদি থাকতো মেয়েরা স্বেচ্ছায় নির্বাসন্নিত নিত😆

একটা সাক্ষাৎকারে   আমি একা সবাই আমাকে মেশিন বানিয়েছে বলে গিয়েছেন। মরার পরে মানুষ কাঁদছে তার কর্মের জন্য,  তার  অবর্তমান...
29/09/2025

একটা সাক্ষাৎকারে আমি একা সবাই আমাকে মেশিন বানিয়েছে বলে গিয়েছেন। মরার পরে মানুষ কাঁদছে তার কর্মের জন্য, তার অবর্তমানে সে কাজ গুলি এখন আর কে করবে সেই জন্য। আমরা সবাই স্বার্থপর । আমরা শুধু নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে যাই বেঁচে থাকা মানুষের কাছ থেকে কতটা আমরা নিতে পারবো সে চিন্তা করি । সেই মানুষের প্রয়োজনে কতটুকু আমরা পাশে থাকি মানুষটা বেচে থাকতে?? মরার পরে জানাযায় যায় কান্না করে, কবর দিয়ে আসে ব্যাস শেষ । কয়দিন মনে রাখে তারপর ভুলে যায় আবার। কি লাভ? কিছু মানুষ অমর কালজয়ী তাদের কথা ভিন্ন। কিন্তু কতজন মানুষ কতদিন মনে রাখে মানুষকে?? তাই বেচে থাকতেই ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করুন। একবার ছেড়ে গেলে সোনার হরিণ আরতো পাবেনা!! এর নামে কতকি হবে উনি কিছুই দেখে যেতে পারলেন না ❤️❤️।

07/09/2025

উপার্জন করতে শিখুন নইলে আপনার চাইতে অযোগ্যরাও কথা শুনাতে ছাড়বেনা।।

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু...
21/06/2025

বা*চ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘরটা দেখে আজ বিরক্ত হচ্ছেন?? এই ঘর একসময় ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি থাকবে। কিন্তু সেই ঘরে থাকবেনা কোন খিলখিল হাসির শব্দ, ছোট্ট পায়ের হাঁটার আওয়াজ, খেলনার টুংটাং শব্দ, ঠোঁট ফুলিয়ে কান্নার মেলানকোলি।💔
সোনামণি এত দিনে বড় হয়ে গেছে। তার আলাদা একটা জগৎ হয়েছে। মিনিটে মিনিটে মামণি-মামণি, পাপা-পাপা বলে ডাকার সময় এখন তার আর নেই।সে আপনাকে আর বিরক্ত করেনা। খাবার নিয়ে তার পেছনে এখন আপনাকে ছুটতে হয়না, তার অসুখ হলে আপনাকে আর রাত জাগতে হয়না। আপনার কাছে শুধুই আছে তার শৈশবের কোমলতার কিছু সুখ-স্মৃতি।

সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেআমত।বিশ্বাস করেন না তো?? যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করুন। তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখুন।পারলে তার সাথে আপনিও জয়েন করুন,এনজয় করুন।সময় চলে যাবে ~ শুধু থেকে যাবে শুধু কিছু মূহুর্তের স্মৃতি। ❣️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi's corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Urmi's corner:

Share