02/02/2025
#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির বৈশিষ্ট্য:
ক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (রেজিঃ নং-এস-১৩২৩৩)
খ। অন্য ১০টা সংগঠনের মত নয়।
গ। একটি সুন্দর সমাজ গড়ে তোলাই মুল লক্ষ্য।
ঘ। এহকাল ও পরকালে আল্লাহর সন্তুষ্টি মুল উদ্দেশ্য।
ঙ। আর্তমানবতার সেবায় সবাইকে নিয়োজিত করা।
চ। সুদ ঘুষ, মদ, গাঁজা, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন/ধর্ষণ, পরোক্রিয়া, ব্যভিচার, অন্যায় অনিয়ম হতে বিরত রাখা।
ছ। অন্ধকার জগত হতে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে ফিরিয়ে আনা।
জ। বেকারত্ব দুরী করনে কর্মসংস্থান তৈরি করতে বিভিন্ন স্কুল , কলেজ, হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান, খামার সহ উৎপাদন মুখী ব্যবস্হা নেওয়া।
ঝ। দলমতের উর্ধ্বে প্রতিহিংসার বেড়াজাল থেকে বেরিয়ে সকলের অংশগ্রহণে একটি প্লাটফর্ম তৈরি করা।
ঞ। সমাজের বৃহৎ স্বার্থে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, অন্যায় অবিচার অনিয়ম রোধে একসাথে কাজ করা।
ট। সমাজের অসহায়,গরীব দুঃখী, এতিম ও বৃদ্ধ মানুষের সেবা দেওয়া।
ঠ। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে আজীবন সংগঠনের সেবা সচল রাখা।
ড। সদস্যদের মধ্যে কেউ কোন সময় সমস্যার মধ্যে পড়লে তাকে সার্বিক সহযোগিতা করা।
ঢ। সরকারী বেসরকারী,দেশী বিদেশী প্রকল্প বা প্রজেক্টের মাধ্যমে কর্মসংস্থান সেবার মান বৃদ্ধি করা।
ণ। সাধারণ মানুষকে সামাজিক বা সমাজ সেবায় ঊদ্ভুদ্ধ করে দান/অনুদান/যাকাত/ফেৎরা প্রদানে উৎসাহিত করা।
#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির চিন্তা চেতনা দীর্ঘমেয়াদি, সত্যিকারের সমাজ সেবায় অবদান রেখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। বাংলাদেশের অন্যান্য নামী দামী সংগঠনের মত একদিন জায়গা করতে চায়। যেমন, রেডক্রিসেন্ট, লায়ন্স ক্লাব, এপেক্স, গ্রামীণ, ব্রাক, আশা ইত্যাদি।
#একটি সন্তান মানুষ করতে ২০ বছর লাগে, একটি গাছ বড় করতে ১০/১৫ বছর লাগে। তাই একটি সংগঠন নিজ গন্তব্যে পৌঁছাতে ৮/১০ বছর লাগে।
#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি নানা প্রতিকূলতার মধ্যেও স্বল্প সময়ে অনেক দুর এগিয়েছে। ট্রেন লাইনে চলন্ত বগি উঠতে পারলেই গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ্।
#কথা গুলো যারা বিভিন্ন কারণে নিরব, দুরে বা আন এক্টিভ হচ্ছেন তাদের উদ্দেশ্য বলা।
#বাংলাদেশে অনেক লোক অনেক সংগঠন পাবেন কিন্তু তাদের ভবিষ্যৎ আর আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির ভবিষ্যত নিয়ে একটু চিন্তা করবেন।
#ভালো কাজের আলোচনা সমালোচনা দোষ ত্রুটি বদনাম মানুষ করবেই। এটা পৃথিবীর জম্মলগ্ন থেকেই ছিল ভবিষ্যতে থাকবে।
#আমাদেরকে বা আমাদের সমাজকে রাজনৈতিক প্রতিহিংসা এমন অবস্থায় নিয়ে গেছে ভাই ভাই, স্বামী স্ত্রী, পিতা পুত্র, আত্বীয় স্বজন সম্পর্ক ছিন্ন।
#পরিশেষে যারা দূরে সরে যাচ্ছেন বা আন এক্টিভ আছেন তাদেরকে বলব আপনি আসছেন নিজের ইচ্ছায় যাবেন নিজের ইচ্ছায় এটা ব্যক্তি স্বাধীনতা। তবে ভবিষ্যতে মনে করবেন ভুল না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
#সব শেষে এতটুকু বলব আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাথে লেগে থাকুন অন্তত আর কিছু না পান মানুষের দোয়া ভালোবাসা ও আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ।
মোঃ রিয়াজ উদ্দিন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি