IHWS, Bangladesh

IHWS, Bangladesh Ideal human welfare society government registrations No-S-13233. Humanity all the best everything.

"IHWS, Bangladesh " পেজ এ সবাইকে অভিনন্দন।


"IHWS, Bangladesh " - গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (গভ রেজিঃ নং এস-১৩২৩৩) সামাজিক সংগঠন আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি সুন্দর সমাজ গঠনে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন শিশু ও নারী ধর্ষণ, কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তাছাড়াও মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান

, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। সমাজের অসহায় গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

"একতা মানবতা সেবা" মুলমন্ত্রে, "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" শ্লোগানে, "রাজনীতি যার যার মানব সেবা সবার" এই অঙ্গীকারে সংগঠনটির পথ চলা।

দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে সময়, শ্রম ও মেধা বিকাশের মাধ্যমে সরকারের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সংগঠনটি একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চায়।
আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী।

ধন্যবাদ সবাইকে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Yunus Muhamed, মিয়াজী- হস্ত-শিল্প ফ্যাশন-হাউস, Md Twohid...
02/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Yunus Muhamed, মিয়াজী- হস্ত-শিল্প ফ্যাশন-হাউস, Md Twohidul Islim, Mosaraf Hossain, Md Abul Kalam

 #আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির বৈশিষ্ট্য:ক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (রেজিঃ নং-এস-১৩২৩৩)খ। অন্...
02/02/2025

#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির বৈশিষ্ট্য:

ক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (রেজিঃ নং-এস-১৩২৩৩)
খ। অন্য ১০টা সংগঠনের মত নয়।
গ। একটি সুন্দর সমাজ গড়ে তোলাই মুল লক্ষ্য।
ঘ। এহকাল ও পরকালে আল্লাহর সন্তুষ্টি মুল উদ্দেশ্য।
ঙ। আর্তমানবতার সেবায় সবাইকে নিয়োজিত করা।
চ। সুদ ঘুষ, মদ, গাঁজা, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন/ধর্ষণ, পরোক্রিয়া, ব্যভিচার, অন্যায় অনিয়ম হতে বিরত রাখা।
ছ। অন্ধকার জগত হতে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে ফিরিয়ে আনা।
জ। বেকারত্ব দুরী করনে কর্মসংস্থান তৈরি করতে বিভিন্ন স্কুল , কলেজ, হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান, খামার সহ উৎপাদন মুখী ব্যবস্হা নেওয়া।
ঝ। দলমতের উর্ধ্বে প্রতিহিংসার বেড়াজাল থেকে বেরিয়ে সকলের অংশগ্রহণে একটি প্লাটফর্ম তৈরি করা।
ঞ। সমাজের বৃহৎ স্বার্থে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, অন্যায় অবিচার অনিয়ম রোধে একসাথে কাজ করা।
ট। সমাজের অসহায়,গরীব দুঃখী, এতিম ও বৃদ্ধ মানুষের সেবা দেওয়া।
ঠ। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে আজীবন সংগঠনের সেবা সচল রাখা‌।
ড। সদস্যদের মধ্যে কেউ কোন সময় সমস্যার মধ্যে পড়লে তাকে সার্বিক সহযোগিতা করা।
ঢ। সরকারী বেসরকারী,দেশী বিদেশী প্রকল্প বা প্রজেক্টের মাধ্যমে কর্মসংস্থান সেবার মান বৃদ্ধি করা।
ণ। সাধারণ মানুষকে সামাজিক বা সমাজ সেবায় ঊদ্ভুদ্ধ করে দান/অনুদান/যাকাত/ফেৎরা প্রদানে উৎসাহিত করা।

#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির চিন্তা চেতনা দীর্ঘমেয়াদি, সত্যিকারের সমাজ সেবায় অবদান রেখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়।‌ বাংলাদেশের অন্যান্য নামী দামী সংগঠনের মত একদিন জায়গা করতে চায়। যেমন, রেডক্রিসেন্ট, লায়ন্স ক্লাব, এপেক্স, গ্রামীণ, ব্রাক, আশা ইত্যাদি।

#একটি সন্তান মানুষ করতে ২০ বছর লাগে, একটি গাছ বড় করতে ১০/১৫ বছর লাগে। তাই একটি সংগঠন নিজ গন্তব্যে পৌঁছাতে ৮/১০ বছর লাগে।

#আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি নানা প্রতিকূলতার মধ্যেও স্বল্প সময়ে অনেক দুর এগিয়েছে। ট্রেন লাইনে চলন্ত বগি উঠতে পারলেই গন্তব্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ্।

#কথা গুলো যারা বিভিন্ন কারণে নিরব, দুরে বা আন এক্টিভ হচ্ছেন তাদের উদ্দেশ্য বলা।

#বাংলাদেশে অনেক লোক অনেক সংগঠন পাবেন কিন্তু তাদের ভবিষ্যৎ আর আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির ভবিষ্যত নিয়ে একটু চিন্তা করবেন।

#ভালো কাজের আলোচনা সমালোচনা দোষ ত্রুটি বদনাম মানুষ করবেই। এটা পৃথিবীর জম্মলগ্ন থেকেই ছিল ভবিষ্যতে থাকবে।

#আমাদেরকে বা আমাদের সমাজকে রাজনৈতিক প্রতিহিংসা এমন অবস্থায় নিয়ে গেছে ভাই ভাই, স্বামী স্ত্রী, পিতা পুত্র, আত্বীয় স্বজন সম্পর্ক ছিন্ন।

#পরিশেষে যারা দূরে সরে যাচ্ছেন বা আন এক্টিভ আছেন তাদেরকে বলব আপনি আসছেন নিজের ইচ্ছায় যাবেন নিজের ইচ্ছায় এটা ব্যক্তি স্বাধীনতা। তবে ভবিষ্যতে মনে করবেন ভুল না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

#সব শেষে এতটুকু বলব আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাথে লেগে থাকুন অন্তত আর কিছু না পান মানুষের দোয়া ভালোবাসা ও আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ।

মোঃ রিয়াজ উদ্দিন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি

ব্রেকিং নিউজ:
23/01/2025

ব্রেকিং নিউজ:

IHWS এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিনের জম্ম বার্ষিকীর  উক্তি:আজ আমার জম্ম দিন। জীবন থেকে আরো একটি বছর চলে গ...
18/01/2025

IHWS এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিনের জম্ম বার্ষিকীর উক্তি:

আজ আমার জম্ম দিন। জীবন থেকে আরো একটি বছর চলে গেল। কমে গেল জীবনের আয়ূ থেকে আরো একটি বছর। এভাবে হয়ত শেষ নিষ্শাষ চলে যাবে খবর আসবে মৃত্যুর। জানাজা নামাজ পর্যন্ত দুনিয়ায় থাকার সুযোগ হবে।

পথ চলার পথে জীবনে কারো সাথে কোন অন্যায়, অপরাধ, ভুলত্রুটি করে থাকলে মাফ করে দিবেন।

আমার জন্য দোয়া করবেন যতদিন বেচে থাকবো ততদিন মানবতার সেবায় আপনাদের নিয়ে কাজ করতে পারি।

আসুন ক্ষনিকের এ নশ্বর পৃথিবীতে ভালো কিছু কাজ করে যাই। যার বিনিময়ে মরনের পরে এহকাল ও পরকালে মানুষ দোয়া করে।

আপনাদের দোয়া, ভালোবাসা, আস্হা, বিশ্বাস ও সম্পৃক্ততা হোক আমার আগামী দিনের পথ চলার শক্তি সহায়ক।

আল্লাহ আমাদের সবাইকে মানবতার সেবায় কাজ করতে কবুল করুন।

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........জন...
21/11/2024

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........

জনাব মোঃ সাইদুল ইসলাম, কুয়েত প্রবাসী, মঠবাড়ীয়া।

আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী...........

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........জন...
21/11/2024

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........

জনাব ফরিদ হাসান, সৌদি আরব প্রবাসী, মঠবাড়ীয়া।

আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী...........

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........জন...
21/11/2024

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........

জনাব জাকির হোসেন, প্রভাষক, মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজ, মঠবাড়ীয়া।

আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী...........

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........জন...
21/11/2024

মাদক মুক্ত মঠবাড়ীয়া গড়তে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির মঠবাড়ীয়া উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত হলেন.........

জনাব আব্দুস সালাম মল্লিক, সহকারী শিক্ষক ইংরেজি, কে এম লতিফ ইনিষ্টিটিউশন মঠবাড়ীয়া।

আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী...........

21/11/2024

আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি মঠবাড়ীয়া উপজেলা কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

আসুন আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের জন্য কাজ করি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when IHWS, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share