
26/07/2025
জানি না কেন হঠাত করেই আমার জায়ান বাবার ছবি বের করে দেখছিলাম... খুব মিস করছি। ও আমার ছেলের মতো না আমারই ছেলে। যদিও সে দূরে আছে, কবে আমাদের আবার দেখা হবে জানি না।
কিন্তু বাবা সোনা তোমার এই পাগলী ফুপ্পি তোমাকে খুব খুব ভালোবাসে, তুমি ভালো থাকো। একদিন হুট করে উড়ে উড়ে তোমার কাছে চলে আসবো 🙁❤️