Dailyy Sheila

Dailyy Sheila hello people☺️take love nd stay with me❤️
(1)

জানি না কেন হঠাত করেই আমার জায়ান বাবার ছবি বের করে দেখছিলাম...  খুব মিস করছি। ও আমার ছেলের মতো না আমারই ছেলে। যদিও সে দূ...
26/07/2025

জানি না কেন হঠাত করেই আমার জায়ান বাবার ছবি বের করে দেখছিলাম... খুব মিস করছি। ও আমার ছেলের মতো না আমারই ছেলে। যদিও সে দূরে আছে, কবে আমাদের আবার দেখা হবে জানি না।
কিন্তু বাবা সোনা তোমার এই পাগলী ফুপ্পি তোমাকে খুব খুব ভালোবাসে, তুমি ভালো থাকো। একদিন হুট করে উড়ে উড়ে তোমার কাছে চলে আসবো 🙁❤️

26/07/2025

বেবির জন্য খুব সুন্দর দুইটা ফতুয়া 🥰

25/07/2025

ভালোবেসে কিডনি খুলে দিয়েও পুরুষের মনে জায়গা পাওয়া যায় না তাহলে বলবো সেই তুলনায় আমি অনেক ভালো আছি!

নজর খুবই বাজে একটা জিনিস... কখন কার মুখের কথা লেগে যায় এটা বোঝা যায় না।তোমার প্রতি কার মনে কি আছে সেটা তার মিষ্টি হাসি দ...
24/07/2025

নজর খুবই বাজে একটা জিনিস... কখন কার মুখের কথা লেগে যায় এটা বোঝা যায় না।তোমার প্রতি কার মনে কি আছে সেটা তার মিষ্টি হাসি দেখে কখনোই বুঝতে পারবে না। তাই নিজের আবেগ যতটা পারো লুকিয়ে রাখো সবার সামনে সবটা বলে দিও না।
কারন ভালোর আড়ালে শুধু খারাপ না খুব খারাপ কিছু লুকিয়ে থাকতে পারে।

24/07/2025

মা হতে হলে একটু কষ্ট তো করতেই হবে কিন্তু এই কষ্টের মধ্যেও অন্যরকম একটা সুখ আছে!?

একটা স্কুলে ঘটে যাও এই দুর্ঘটনা নিয়ে আমি মোটেও অবাক হচ্ছি না। কারণ এই দেশে এই সমাজে প্রতিটি মানুষের কোথায় কেমন অবস্থান...
23/07/2025

একটা স্কুলে ঘটে যাও এই দুর্ঘটনা নিয়ে আমি মোটেও অবাক হচ্ছি না। কারণ এই দেশে এই সমাজে প্রতিটি মানুষের কোথায় কেমন অবস্থান সেটা অন্তত আমার বোঝা হয়ে গেছে।
সেই সাথে প্রমাণ হয়ে গেল এমত অবস্থায় ধনী-গরীব সবাই সমান। মনকে সান্ত্বনা দিতে ইচ্ছে করে যাক অন্তত একটা দিকে ধনী গরিব সবাই এক সমান হতে পেরেছে।

সবাই ভ্লগ ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু আমি পারছি না। কি হবে এত কিছু করে যেখানে আমরা একটা মৃত্যু ফাদের মধ্যে আটকে আছি!  কি ...
23/07/2025

সবাই ভ্লগ ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু আমি পারছি না। কি হবে এত কিছু করে যেখানে আমরা একটা মৃত্যু ফাদের মধ্যে আটকে আছি! কি হবে এত পরিকল্পনা করে যেখানে এক সেকেন্ডের কোনো ভরসা নেই।

এপ্রিলের ১৬ তারিখ রাত ৯ টেয় আমার সাথে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাচ মাসের বেবি পেটে নিয়ে আমার ডান পায়ের দুটো হাড় ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। এখনো আমার সেই দিনটা চোখের সামনে ভেসে ওঠে। আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখানে আন্ডার কনস্ট্রাকশনের কিছু রড রাখা ছিল আর সেটার একটা রড আমার পায়ে ছিদ্র করে ঢুকে গিয়েছিল। উৎসুক জনতা ভিড় করে আমাকে দেখছিল কিন্তু কেউ আমাকে ধরে তুলছিল না।যেন কেন করে আমাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু যেহেতু আমাকে তোলার জন্য একজন দুজন লোকের প্রয়োজন ছিল সেজন্য এম্বুলেন্স এর ভাড়া দ্বিগুন থেকে তিনগুণ হয়ে গিয়েছিল।
অথচ সেদিন আমাদের কারো কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না । তারপরও ওই অ্যাম্বুলেন্সের লোকগুলো একটা টাকাও কমাচ্ছিল না। কারণ মানুষ বিপদে পড়লে তাদের ব্যবসা করার সুবর্ণ সুযোগ আরো বেড়ে যায়। বলতে চাইলে আরো অনেক কিছু বলা যায় কিন্তু আপাতত এতটুকুই বলতে চাই। কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানুষের জীবনের চাইতে মানুষের কাছে ব্যবসা করে টাকা উপার্জন করা বেশি প্রয়োজনীয় হয়ে যায়। যেখানে যান মালের কোন ভরসা নেই সেখানে আবার স্বপ্ন কিসের!

এমনই এক দেশে বাস করি যেখানে এক বোতল পানির দামও জীবনের চাইতে বেশি হয়ে যায়....  মানুষ দিন দিন অমানবিক আর অমানুষ হয়ে যাচ্ছে...
22/07/2025

এমনই এক দেশে বাস করি যেখানে এক বোতল পানির দামও জীবনের চাইতে বেশি হয়ে যায়.... মানুষ দিন দিন অমানবিক আর অমানুষ হয়ে যাচ্ছে। এর শেষ কোথায় জানি না। তবে অর্থই যে অনর্থ এর মূলে সেটা আবারো দফায় দফায় প্রমাণ হয়ে যাচ্ছে। এই অর্থ সামনে আপন পর বলে কেউ নেই সবাই একইরকম।

21/07/2025

ওই ছোট ছো বাচ্চাদের এখন কি অবস্থা জানি না ওরা খুব খুব কষ্ট পাচ্ছে... আল্লাহ তা আলা যেন ওদের মন আরো শক্ত করে দেন, আমিন।

21/07/2025

ইদানিং আমার ঘাড়ের উপর ঘর গোছানোর ভুত চাপসে!?

কিছু কিছু স্ক্রিনশটও অনেক সুন্দর হয়ে যায়!?
21/07/2025

কিছু কিছু স্ক্রিনশটও অনেক সুন্দর হয়ে যায়!?

20/07/2025

আমার ছানার জন্য এই প্রথম একটা জামা বানালাম 🥰

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dailyy Sheila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailyy Sheila:

Share

Category