Zak's

Zak's পটাশিয়াম সায়ানাইড😑

04/10/2025

পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।।
আর তুর পাখা গজাইছে উষ্টা খাওয়ার জন্যে।। বস্তি🤮

04/10/2025

যত নরবাইন তত মরবাইন🥴

30/09/2025

ইয়া আর হামার রহিমীন🥺😵🤲

28/09/2025

মানুষ সময়ের সাথে সাথে সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু, রাগরাগি মন খারাপ ঝগড়া,,, সবকিছু।কিন্তু মানুষ যেটা ভুলতে পারে না, সেটা হলো প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা, কিছু কিছু কথা, মানুষের বুকের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো।বুকের ভেতরে আটকে থাকে সেসব অপমান।গলার ভেতর মাছের কাটারমতো আটকে থাকে সেসব কটূক্তি।ঘুমের ভেতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।না গেলা যায়।না ফেলা। একটা সময় পরে সব আঘাত মিলিয়ে যায়। সব আঘাত। আবার আমরা একটা সময় পরে হাসতে শুরু করি। আমরা দিব্যি ভালো থাকি।কোনো এক ঘুম না আসা একলা রাতে।স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে পৌছে যাই সেইসব কথাগুলোর কাছে। কি ভীষণ যন্ত্রণা হয় আবার। সেই একই কস্ট আবার ফিরে আসে।আর আমরা বুঝতে পারি।আবার আমরা মানুষদের ক্ষমা করি। তদের বলা কথাগুলোকে না, সেইমানুষ গুলোকে

28/09/2025

মানুষ শরীরের যে জায়গায় বেশি চোট পায়, কেননা ইতিমধ্যে সেই জায়গায় বার বার আঘাত পায়।এটাই বুঝি প্রকৃতির নিয়ম এখন।।

28/09/2025

মানুষ শুধু মানুষ কে হারায় না।
কখনও কখনও নিজেকেও হারায়।
কেউ বন্ধুত্বে ঠকে,
কেউ ভালোবাসায় ঠকে,
কেউ চাকরি ভাইভায় ঠকে

25/09/2025

প্রিয়জন হারানোর অভাগাদের দলে আজ আমিও একজন ।খুব শখের একটা মানুষকে হারিয়েছি আমি । আসলে দোষ টা আমারেই। শেষ মেষ আটকাতে পারলামনা তাদের থেকে । শকুনের মতো থাবা নিয়ে মুহূর্তের মধ্যে নিয়ে চলে গেলো আমার সামনে থেকে..... আমি যে কেনো তাদেরকে দেখে এতো টা ভয় পাইলাম।আল্লাহ তুমি আমার কলিজার মানুষ টা কে ভালো রাখিও । আল্লাহ তোমার হেফাজতে রাখিও সবসময়। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে ফিরে আনে। খুব তাড়াতাড়ি,,,,,আল্লাহ যেনো ধর্য দেন আমাকে ,,, পাগলের মতো লাগতেছে,,, মনে হচ্চে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস টা হারিয়ে ফেলেছি,,,
# হাসবুন আল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুল নাসির,

মায়ের ভাগ্যটাই খারাপ
23/09/2025

মায়ের
ভাগ্যটাই
খারাপ

21/09/2025

পৃথিবীর সব থেকে secure পুরুষ সে, যে তার wife এর সাফল‍্যে low feel করে না, তাকে inspire করে। কারণ ভালোবাসা মানেই একে অপরকে সাপোর্ট দেওয়া, টেনে নামানো নয়।It’s all about a healthy partnership.

হিংসা ও অহংকার ত্যাগ করো।
20/09/2025

হিংসা ও অহংকার ত্যাগ করো।

20/09/2025

সন্তানকে সারাদিন বলতে থাকুন তুমি সেরা, তোমার অনেক বুদ্ধি, তুমি অনেক ভদ্র, তুমি অনেক পরিশ্রমী। সে উৎসাহ পাবে, দেখবেন সে সত্যি সত্যিই বুদ্ধিদীপ্ত, ভদ্র আর পরিশ্রমী হয়ে উঠবে❗

19/09/2025

আপনাকে ভুলে গেছি।
শুধু হঠাৎ হঠাৎ কেউ দুঃখ দিলে
কখনো কোথাও অবহেলিত হলে
আপনার কথা মনে পড়ে।
মনে হতে থাকে…

মানুষটা বুঝি, আপনার নিকটাত্মীয়দের কেউ!
নইলে আপনার মতো দুঃখ দেবার
এমন সুনিপুণ কৌশল কীভাবে জানলো সেও!

Address

Puran
Dhaka
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zak's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share