Hasib On Wheels

Hasib On Wheels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasib On Wheels, Digital creator, Civil Aviation Colony, Dhaka.

ইলিশ রপ্তানি হয় না এভারেজে ৫ হাজার টন অন্যদিকে উৎপাদন হয় বছরে তিন লাখ টন প্লাস!! তো বাকি ইলিশ কই যায় সাধারণরা খেতে পারে ...
23/09/2024

ইলিশ রপ্তানি হয় না এভারেজে ৫ হাজার টন অন্যদিকে উৎপাদন হয় বছরে তিন লাখ টন প্লাস!!

তো বাকি ইলিশ কই যায় সাধারণরা খেতে পারে না কেন?? আজগুবি গল্প লিখে কিছু লোক সারাক্ষণ যে নিজের দেশে খেতে পায় না আবার বাইরে চালান দেয়।

শোনেন ইলিশ বরাবরই হাই সোসাইটির জন্য ছিলো৷ যখন ৬০০-৭০০ টাকা কেজি ইলিশ বিক্রি হতো তখনও এক শ্রেনী কিনতে পারতো না এখন ১৬-১৭ বছরে টাকার মান কমতে কমতে ৭০০ টাকার মান হয়েছে ১৮০০ টাকা তাই এখনো ইলিশের দাম ততকালীন ৭০০ টাকাই আছে কিন্ত ঐ ঘুরেফিরে এক শ্রেণীর সাধ্যের বাইরেই রয়ে গেছে।

এটা ইলিশ মাছ পাঙ্গাস মাছ না যে হরহামেশাই কিনতে পাওয়া যাবে। আর পাঙ্গাস মাছ আগে কত টাকায় কিনতেন আর এখন কত টাকায় কিনতেছেন?

দেশের অবস্থা ভঙ্গুর। ১৬ বছরে দেশ এত পরিমাণে আমদানি নির্ভর হয়েছে যে আমদানি করা বন্ধ করতেই ৩-৪ বছর লাগবে।
বিশেষ করে আমাদের বীজ সেক্টরের ৮০% মালামাল ইন্ডিয়া থেকে আসে এছাড়াও বাইক, গাড়ির পার্টস, টয়লেট্রিজ পন্য সহ বেশকিছু জিনিস ভারত থেকেই আমদানি করা হচ্ছে।
ইন্ডিয়ান কসমেটিকস ছাড়া দেশীয় কয়টা কসমেটিকস ব্যবহার করেন? যে বাইক গুলো রাস্তায় দেখেন তার ৯০% ই ইন্ডিয়ান।
এখন হুট করে যদি বলে ইন্ডিয়ান বাইক আমদানি বন্ধ, তখন তো আবার সচিবালয় ঘেরাও করবেন।
সুতরাং,
উপদেষ্টাগন চাইলেই হুট করে সব বন্ধ করে দিতে পারেন না।
সময় দেন তাদের দয়া করে।

আমরা বাংলাদেশের মানুষ ঠিক ততক্ষণই সৎ যতক্ষণ সুযোগ পাচ্ছি না। মুখে পরিবর্তনের বুলি বলতে ভালো লাগে আমাদের, কিন্তু নিজেকে প...
08/08/2024

আমরা বাংলাদেশের মানুষ ঠিক ততক্ষণই সৎ যতক্ষণ সুযোগ পাচ্ছি না। মুখে পরিবর্তনের বুলি বলতে ভালো লাগে আমাদের, কিন্তু নিজেকে পরিবর্তন করতে বড় অনিহা।

আমরা যে জায়গাতে বৈসম্যের শিকার হই সেই যায়গা সংস্কার চাই, আবার যে জায়গায় নিজেই বৈসম্য করতেছি সেখানে চাই না।

উদাহরণ: আমরা সবাই বলি পাসপোর্ট অফিস ঘুষ, দালাল মুক্ত হউক কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ঠিকই দালাল খুজি।
কারন আমি ড্রাইভিং পরীক্ষায় পাশ করবো না জানি। আর আমার যেহেতু পাসপোর্ট এর দরকার নাই তাই আমি পাসপোর্ট অফিসের ঘুষ/দুর্নীতি বন্ধ করতে চাই৷

অন্য একজন নিয়ম ভঙ্গ করলে খুব জ্বলে, আর নিজে নিয়ম ভাঙ্গতে খুব মজা লাগে, নিজেকে চলাক মনে হয়।

আরো একটা মহৎ গুন হচ্ছে আমরা দুইনম্বরি কাজে আরেকজনে সাহায্য করে মানবতার ফেরিওয়ালা হই ঠিকই কিন্তু একজন সততার সাথে কাজ করতে গিয়ে বা সেবা নিতে গেলে যখন ভোগান্তি পোহায় তখন তাকে নিয়ে উপহাস করি, ( "ধুরু মিয়া, আপনে বোকা নাকি") নিরুৎসাহিত করি।

এই সৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করলাম ঠিকই, কিন্তু আবার নিজেই গনভবনে চুরি করে সাবাড় করে দিলাম।

আমরা আসলে কখনো কোন সৎ রাষ্ট্রনায়ক ডিজার্ভই করি না, আর কেউ আসলেও তার পরিনতি হয়েছে অকাল প্রয়ান।
কারন আমরা কেউই ডিসিপ্লিন পছন্দ করি না, সবাই শর্টকাট খুজি।

“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য: বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কি...
07/08/2024

“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:
বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

"11 trillion BDT" That's The amount laundered over past 16years!

১টা ১০০০টাকা নোটের ডাইমেনশন
~162mmx70mmx0.25mm

১১লক্ষ কোটি টাকা ১০০০টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিমি.

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় Saka Haphong এর উচ্চতা ১০৬৩মি

এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গকিমি।

ঢাকার সাইজ হলো ৩০৬বর্গকিমি
চট্টগ্রাম ১৫৫বর্গকিমি
এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে।

পাশাপাশি বসালে লেংথ হয় ১৭৮২৩৪৯.৬ কিমি

পৃথিবীর পরিধি ৪০০০০কিমি। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে।

♦️হিসাব করে দেখলাম গত ১৬ বছরে যে টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়া মাত্র ৬৯৭ টা মেট্রোরেল,৩৯৭টা স্যাটেলাইট,আর ৩৬টা পদ্মা সেতু বানানো যাইত।

কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাকে হাতে কলমে এই হিসাব বুঝিয়ে দেওয়া আপনাদের সবার দায়িত্ব।
©

06/08/2024

এবার বংশকেন্দ্রীক পরিবারতন্ত্র থেকে মুক্তি পাক বাংলাদেশ। সংবিধানে পরিবর্তন আসুক এক নেতা বারবার দেখতে চাই না।

06/08/2024

বাংলাদেশে গুজব যেভাবে ছড়ায়, করোনা ভাইরাসও এত দ্রুত ছড়ায় নাই।

05/08/2024

সংখ্যা লঘু বা অন্য ধর্মাবলম্বীরাও যেমন এই আন্দোলনের সহযোদ্ধা, তেমনি এই দেশের নাগরিকও। যারা এদের ক্ষতি করতে যাবে তাদেরকেই প্রতিহত করুন।

05/08/2024

দয়াকরে কেউ রষ্ট্রীয় কোন স্থাপনা, বেসরকারি কোন প্রতিষ্ঠান, গার্মেন্টস, থানা, বা যে কোন ধরনের স্থাপনায় ধ্বংস যজ্ঞ চালাবেন না, এগুলো আপনার আমার টাকারই তৈরি। এগুলো ধংস করলে নিজেরাই পঙ্গু হয়ে যাবো।
এক কথায় সকল ধরনের ধ্বসযজ্ঞ থেকে বিরত থাকুন।

কেমন সুক্ষ ন্যায় বিচার সম্ভব তা এই প্রাণীকে দেখলেই পানির মত পরিষ্কার হয়ে যায়।
03/08/2024

কেমন সুক্ষ ন্যায় বিচার সম্ভব তা এই প্রাণীকে দেখলেই পানির মত পরিষ্কার হয়ে যায়।

আমার কল্পনার এক রাজ্যের কথা বলি। সেই রাজ্যের রাজা খুব কঠোর ছিল, কঠোর ছিল তাদের প্রতি যারা আইন মানতো। আর যারা আইন এর তোয়া...
21/05/2024

আমার কল্পনার এক রাজ্যের কথা বলি।

সেই রাজ্যের রাজা খুব কঠোর ছিল, কঠোর ছিল তাদের প্রতি যারা আইন মানতো। আর যারা আইন এর তোয়াক্কা করতো না তাদের দেখে রাজা খুব ভয় পেত। তাদের বে-আইনি কাজ গুলোকে রাজা আইনি স্বীকৃতি দিত। কিন্তু কেন দিত? কারন সে রাজ্যে অসৎ লোকের সংখ্যা ছিল বেশি আর রাজা নিজেও ছিল অবৈধ, সে সব সময় ভয় পেত যদি এই সংখ্যাগরিষ্ঠ অসৎ লোক গুলো বলে বসে ''এই রাজাকে আমরা মানি না'' তখন রাজার হাত থেকে যদি রাজ্য হাত ছাড়া হয়ে যায়!!!
তাই সেই দেশে দিন দিন খারাপ মানুষের সংখ্যা বাড়তেই থাকলো। বে-আইনি কাজ ও দূর্নীতি বাড়তেই থাকলো, সাধারণ প্রজাদের কষ্টের দিন আরো লম্বা হতে থাকলো। রাজা আর রাজার মন্ত্রীরা গরীব সাধারণ প্রজাদেরকে জোকের মত চুষে খাচ্ছিল, আর অন্য রাজ্যে সব সম্পদ পাচার করতেছিল। এদিকে সাধারণ প্রজারা দিনেরপ পর দিন দূর্নীতি, খাদ্যে ভেজাল, সিন্ডিকেট, দখলদারি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, চাদাবাজি, চুরি ইত্যাদির ভয়াল থাবায় পিষ্ট হতে থাকলো।
আর সাধারণ প্রজারা এত সব কিছু সহ্য করে মুখে কুলুপ দিয়ে থাকতো। কারন তারা ছিল বোকা, তারা ভয় পেত সেই অবৈধ রাজাকে। আর ভয় পাবেই বা না কেন। ভালো প্রজাদের যে কোন ঐক্য ছিল না। খারাপ দের যেমন ঐক্য আছে ভালোদের কোন ঐক্য নেই। কেউ অত্যাচারিত হলে পাশের ভালো প্রজাদের কেউ কিছু বলতো না, যতক্ষন না সে নিজে অত্যাচারিত হত।
এখন আমার প্রশ্ন হলো, ঐ ভালো প্রজা গুলোকি সত্যিই ভালো? ভালোই যদি হতো তাহলে তো প্রতিবাদ করতো, পাশে দাড়াতো।
তারা কি জানে না, অপরাধ যে করে আর যে সহে দুজনেই সমান অপরাধী।

বি: দ্র : উপরোক্ত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোন মিল নেই। আর বাস্তবে এমন রাজ্য বা দেশ অসম্ভব, কারন বাসবের মানুষ খুব সুশীল। তারা সামান্য পোষাকের স্বাধীনতা নিয়েই কঠোর আন্দোলন করে, আর এত অত্যাচারিত হলে কি আঙ্গুল চুষবে নাকি। এগুলা সিনেমাতেই সম্বভ। 😄

আমার দেশে কিছু কিছু কথা ফিস ফিস করে বলাও রিস্ক, তাই বলতে ভয় পাই। তবে কিছু কথা আছে যা চিৎকার করে বলতে চাই। তাদের উদ্দেশ্য...
30/04/2024

আমার দেশে কিছু কিছু কথা ফিস ফিস করে বলাও রিস্ক, তাই বলতে ভয় পাই।
তবে কিছু কথা আছে যা চিৎকার করে বলতে চাই। তাদের উদ্দেশ্য যারা
নারী আম্পায়ার ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেটের কিছু উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে বেশ সরব সমালোচনা করছেন। তথাকথিত সুশীল ব্যক্তি বর্গদের কাছে আমার কিছু প্রশ্ন।
আপনারা এত জগাখিচুরি কেমনে পাকান বলেন তো।
পুরুষদের খেলায় নারী আম্পায়ার দেয়ার যুক্তি কি? দেশে পুরুষ আম্পায়ার নাই? নাকি দেশে নারী ক্রিকেট টিম নাই?

আপনারা এত বুঝেন, ছেলদের খেলায় আম্পায়ার নারী হতে পারবে, তাহলে মেয়েদের বিশ্বকাপেও ছেলেরা খেলুক, আবার ছেলদের বিশ্বকাপেও মেয়েরা খেলুক। জেন্ডার যাই হোক, যার পারফর্ম ভালো সেই একাদশে খেলবে, হোক ছেলে হোক মেয়ে। সবার সমান অধিকার। ছেলে মেয়ে আলাদা কোন বিশ্বকাপ হবে না, একটাই হবে। তখন আবার বইলেন না, মেয়ে ব্যাটসম্যান কে ১৫০ কি.মি বেগের বল করে নারীজাগরণ এর বাধা হয়ে দাঁড়িয়েছে বোলার তাসকিন। একটু দয়াও করলো না, একটু আস্তেও বল করলো না। আর যারা এসব মন্তব্য করতেছে তাদের ৮০% ই হয়ত ক্রিকেট খেলাই দেখে না। টিভিতে নিউজ হইছে আর অমনি চুলকানি শুরু হয়ে গেছে।
যত্তসব...

এখন যারা নারী আম্পায়ার এর অধীনে খেলতে নারাজ তাদের কথা বলি।

নিসন্দেহে তারা সঠিক কাজ করেছেন।
আম্পায়ের জায়গাটা মোটেও সেফ না।
বলের আঘাতে আহত হওয়ার অনেক উদারন রয়েছে।
এত কিছু বলারই বা কি প্রয়োজন? সহজ হিসাব ছেলদের খেলায় ছেলেরা আম্পায়ার, হবে এটাই স্বাভাবিক। আর এমন তো না যে, নারী কোন টিম নাই, নারীদের খেলতে দেয়া হচ্ছে না, নারীদের আম্পায়ার হতে দেয়া হচ্ছে না। নারীদের সব স্বাধীনতা দেয়া হয়েছে, দেয়া হচ্ছেনা পুরুষদের স্বাধীনতা। এখন কোন নারী ক্রিকেটার যদি বলে এই পুরুষ আম্পায়ার এর সামনে আমি খেলবো না। তখন যদি আম্পায়ার পরিবর্তন না করা হয় তখন আবার বুলি শুরু করবে মেয়েদের অধিকার দিল না, স্বাধীনতা দিল না, বা *, ছা *। এখন নারী আম্পায়ার এর সামনে একদল সভ্য রুচিসম্মত পুরুষ যদি খেলতে না চায় আর তাদের দাবি না মানা হয় তাহলে সেটা পুরষ স্বাধীনতার পরিপন্থী।
আর এজন্য যদি পুরুষ খেলোয়াড়রাই না খেলে তাহলে তোরা আর তোদের আম্পায়াররা খেলিস। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তোরা সুশীলরা আর তোদের আম্পায়াররা খেলবি না হলে নারী টিমকে পাঠাবি, পুরুষ বিশ্বকাপ খেলতে।

আমর পোস্টএ যাদের চুলকাবে, আমি তাদের আরো চুলকাক। চুলকাইতে চুলকাইতে মইরা যা তোরা।

মুসলমানদের জানা উচিৎ! টাইমলাইনে রেখে দিতে পারেন।মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়। ব্যাটেল জু...
18/03/2024

মুসলমানদের জানা উচিৎ! টাইমলাইনে রেখে দিতে পারেন।
মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক আপনার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করুন।

এই ছবিটিআমার নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল।  ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার ...
06/03/2024

এই ছবিটি
আমার নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
উম্মাহর এক অংশ খেতে খেতে মারা যাচ্ছে, খেতে গিয়ে মারা যাচ্ছে, অনিয়ন্ত্রিত খাবারে অসুস্থ হয়ে মারা যাচ্ছে;
বেহুঁশের মত খেতে খেতে হারাম খাচ্ছে, হারামকে হালাল করার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে;
অথচো আমাদেরই আরেক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। বাঁচার জন্য অখাদ্য খেয়ে মারা যাচ্ছে;
ন্যূনতম পুষ্টির অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে,
খাবার সংগ্রহ করতে গিয়ে বুকে বু লে/ ট নিয়ে ফিরছে;
আমরা কিভাবে 'এক' উম্মাহ হলাম?
প্রথম অংশ আর অপর অংশ কি সমান?
'চক্ষুষ্মান' আর 'অন্ধ' কি সমান?
মজলূম আর 'বোবা স্বার্থপর' কি সমান?
আমরা কিভাবে 'এক' উম্মাহ হলাম?
কিভাবে!
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...
Collected

Address

Civil Aviation Colony
Dhaka

Telephone

+8801733298833

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib On Wheels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasib On Wheels:

Share