23/09/2024
ইলিশ রপ্তানি হয় না এভারেজে ৫ হাজার টন অন্যদিকে উৎপাদন হয় বছরে তিন লাখ টন প্লাস!!
তো বাকি ইলিশ কই যায় সাধারণরা খেতে পারে না কেন?? আজগুবি গল্প লিখে কিছু লোক সারাক্ষণ যে নিজের দেশে খেতে পায় না আবার বাইরে চালান দেয়।
শোনেন ইলিশ বরাবরই হাই সোসাইটির জন্য ছিলো৷ যখন ৬০০-৭০০ টাকা কেজি ইলিশ বিক্রি হতো তখনও এক শ্রেনী কিনতে পারতো না এখন ১৬-১৭ বছরে টাকার মান কমতে কমতে ৭০০ টাকার মান হয়েছে ১৮০০ টাকা তাই এখনো ইলিশের দাম ততকালীন ৭০০ টাকাই আছে কিন্ত ঐ ঘুরেফিরে এক শ্রেণীর সাধ্যের বাইরেই রয়ে গেছে।
এটা ইলিশ মাছ পাঙ্গাস মাছ না যে হরহামেশাই কিনতে পাওয়া যাবে। আর পাঙ্গাস মাছ আগে কত টাকায় কিনতেন আর এখন কত টাকায় কিনতেছেন?
দেশের অবস্থা ভঙ্গুর। ১৬ বছরে দেশ এত পরিমাণে আমদানি নির্ভর হয়েছে যে আমদানি করা বন্ধ করতেই ৩-৪ বছর লাগবে।
বিশেষ করে আমাদের বীজ সেক্টরের ৮০% মালামাল ইন্ডিয়া থেকে আসে এছাড়াও বাইক, গাড়ির পার্টস, টয়লেট্রিজ পন্য সহ বেশকিছু জিনিস ভারত থেকেই আমদানি করা হচ্ছে।
ইন্ডিয়ান কসমেটিকস ছাড়া দেশীয় কয়টা কসমেটিকস ব্যবহার করেন? যে বাইক গুলো রাস্তায় দেখেন তার ৯০% ই ইন্ডিয়ান।
এখন হুট করে যদি বলে ইন্ডিয়ান বাইক আমদানি বন্ধ, তখন তো আবার সচিবালয় ঘেরাও করবেন।
সুতরাং,
উপদেষ্টাগন চাইলেই হুট করে সব বন্ধ করে দিতে পারেন না।
সময় দেন তাদের দয়া করে।