22/09/2025
মনটা ভালো নেই তাই আর ভিডিও দিলাম না ভিডিও দিতে ইচ্ছে করছে না মনটা ভীষণ খারাপ কিন্তু ফেসবুক তো এটা বুঝবে না কিন্তু আমি দুঃখিত আমার মনটা ভীষণ খারাপ জীবনের সাথে এখনো পেরে উঠছি না মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমার নিজের কাছে আমি হেরে গেছি এ জীবনটা এখন আর ভালো লাগেনা এখন মনে হয় সে ছোট্টবেলায় ভালো ছিলাম কেন যে বড় হলাম বড় হয়ে হয়েছে যত জ্বালা সেই ছোট্টবেলায় মায়ের কাছে বকুনি খেতাম মার খেতাম সেটাই ভালো ছিল শুধুমাত্র মায়ের কাছেই বকুনি খেতাম বড় হয়ে বিয়ে হল স্বামী হল সংসার হলো কিন্তু সবই হল লোক দেখানো এখন তো সবার কাছেই বকুনি খেতে হয় মার খেতে হয় স্বামীর কাছে মার খেতে হয় শাশুড়ির কাছে বকুনি খেতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের কথা শুনতে হয় সময় তো বাচ্চাকাচ্চার ও কিছু শুনিয়ে দেয় আসলে আমরা মেয়েরা কারো জন্য পৃথিবীতে আসিনা আমাদের কেউ নিজের আপন বলতে থাকে না কেন যে পৃথিবীতে মেয়ে মানুষের জন্ম হয় ও মেয়েরা তো মায়ের জাত একটা মেয়ে পৃথিবীতে জন্ম না নিলে কারো বংশধর বাড়বে না কারণ একমাত্র নারী পারে পৃথিবীতে বংশবিস্তার করতে সেটা মানুষ হোক জীব জানোয়ার হোক কীটপতঙ্গ হোক সেটা মেয়ে নারী তাই বলে সে সব সর্ব ক্ষমতার অধিকারী তারপরও শুনতে হয় কথা কটুকথা অপমান অপদস্ত শুধু মেয়েদেরকে করা হয় কেন এখন আর এই পৃথিবীতে আমার ভালো লাগেনা আমি যদি পারতাম চলে যেতেই পৃথিবী ছেড়ে তাহলে হয়তো খুব ভালো হতো কারো কথা শুনতে হতো না কারো উপর নির্ভর হতে হতো না কেউ অপমান করতে পারত না কেউ ছোট করতে পারত না কেউ অপেক্ষা অবহেলা কিন্তু সেটাও আমি পারিনা নিজে থেকে করতে সেদিক দিয়েও আমি ব্যর্থ কারণ আমার দুটি সন্তান আছে আমি আমার নিজেকে খুব ভালোবাসি আমি কোনদিন বলবো না আমি আত্মহত্যা করব আমি এটা করব না আমি জানি আত্মহত্যা মহাপাপ সেজন্য অনেক কষ্টের মাঝেও আমি নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করি আমি পরিশ্রম করি তারপরও যেন আমি সবকিছুর কাছে হেরে যাই এ জীবনটা এখন আর ভালো লাগেনা এখন মন চায় দূরে কোথাও একা নির্জনে নিরালায় যেখানে কেউ নেই শুধু আমি আছি আমার আমি আমার কাউকে দরকার নেই সেখানে আমি থাকি সেখানে আমি চলে যাই কিন্তু আমি সেটাও পারিনা আমি একজন ব্যর্থ নারী ব্যর্থ মা ব্যর্থ বউ ব্যর্থ মেয়ে আর কিছু বলতে পারছি না আমি দুঃখিত আমার এই কথাগুলো কেউ গভীরভাবে নেবেন না শুধু এটা আমার ব্যক্তিগত 🥲🥲🥲🥲🥲🥲