Odhikar.news

Odhikar.news Odhikar.news as a digital version of Dainik Odhikar is one of the popular Online Bangla News Portal
(1)

08/07/2025

আবরার ফাহাদ আমাদের বাংলাদেশপন্থী পথ দেখিয়েছে: নাহিদ ইসলাম

.news

‎ট্রাম্পের নতুন বাণিজ্য নীতিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম পতন, মূল্যস্ফীতির আশঙ্কা‎‎‎‎যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
07/07/2025

‎ট্রাম্পের নতুন বাণিজ্য নীতিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম পতন, মূল্যস্ফীতির আশঙ্কা



‎যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিতের ঘোষণা বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় প্রভাব ফেলেছে।


‎সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ দশমিক শূন্য ৯ ডলারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।


‎রোববার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে নতুন উচ্চহারে শুল্ক কার্যকরের বিষয়ে অবহিত করা হবে এবং ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এর মধ্যে কিছু দেশের জন্য নতুন শুল্ক কার্যকর করার সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।


‎বিশ্লেষকরা বলছেন, এই স্বল্পমেয়াদি শুল্ক ছাড়ের ঘোষণাই স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে।

‎বিশ্ববাজারে রুপার দামও দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ ডলারে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলারে।

‎বিশ্লেষক কেলভিন ওয়াং জানান, এ স্বল্পমেয়াদি শুল্ক ছাড়ের ঘোষণা স্বর্ণের দামে দুর্বলতা সৃষ্টি করেছে। আগামীতে স্বর্ণের দাম ৩ হাজার ৩২০ ডলারের আশপাশে ওঠানামা করতে পারে, যেখানে সর্বোচ্চ প্রতিরোধ মাত্রা ৩ হাজার ৩৬০ ডলার।


‎এদিকে, ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন, যারা ব্রিকস জোটের কথিত ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এই ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির ব্যাখ্যা দেননি।


‎বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য উত্তেজনা ও নতুন শুল্কের কারণে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যার প্রভাব পড়বে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পরিকল্পনার ওপরও। বর্তমানে বিনিয়োগকারীরা বছরের মধ্যে মাত্র দুটি সুদের হার কমানোর প্রত্যাশা করছে।


‎গত সপ্তাহেই ট্রাম্প বড় আকারের করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেছেন, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।


‎তথ্যসূত্র : রয়টার্স

07/07/2025

যশোর পানি উন্নয়ন বোর্ডে সিসিটিভির ফুটেজ ফাঁস, রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি | odhika.news

‎ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক‎‎‎বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক...
06/07/2025

‎ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক


‎বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে।


‎সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার (৬ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।


‎তবে এখনো স্পষ্ট নয়, মাস্কের এ দলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না। তিনি দলের নেতৃত্ব, কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনাও বিস্তারিতভাবে জানাননি।

‎২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন। ট্রাম্পকে নির্বাচনে সহায়তা করতে তিনি প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। নির্বাচনের পর তাকে সরকারের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’-এর দায়িত্ব দেওয়া হয়, যার কাজ ছিল বাজেট খরচ কমানো।


‎কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা, যেটিকে ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে উল্লেখ করেন, সেটির সমালোচনা শুরু করেন মাস্ক। বিশাল এই বাজেট পরিকল্পনায় রয়েছে বিপুল ব্যয় বৃদ্ধি ও কর হ্রাস, যা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে।


‎এ নিয়ে মাস্ক ‘এক্স’-এ একটি জনমত জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। মাস্ক বলেন, ২:১ ব্যবধানে মানুষ নতুন দল চেয়েছে, আর তারা সেটা পেতে যাচ্ছে।


‎তবে এই দল নির্বাচনে অংশ নেবে কি না বা মাস্ক নিজে প্রার্থী হবেন কি না, এসব বিষয়ে তিনি কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনতে পারে।

‎এবার আইসিসি থেকে বাংলাদেশের সঙ্গে সুখবর পেল পাকিস্তানও‎‎‎কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট...
06/07/2025

‎এবার আইসিসি থেকে বাংলাদেশের সঙ্গে সুখবর পেল পাকিস্তানও


‎কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে শুধু আত্মবিশ্বাসই ফিরেনি, র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

‎চলতি বছরের মে মাসে আইসিসি তাদের বাৎসরিক হালনাগাদ করা র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়। এই হালনাগাদের পর ৮ ম্যাচে মাত্র এক জয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে ৭৬ রেটিং পয়েন্টে নেমে গিয়েছিল বাংলাদেশ, অবস্থান ছিল ১০ নম্বরে।

‎তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হৃদয় ও ইমনের হাফ সেঞ্চুরিতে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে সফরকারীরা। পরে তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং (৫ উইকেট) ও মিরাজ-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ১৬ রানে হারায় টাইগাররা।

‎এই জয়ের ফলে ২ রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হয়েছে বাংলাদেশের, যা তাদের ৯ নম্বরে নিয়ে এসেছে। এতে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কারও, তারা নেমে গেছে পাঁচ নম্বরে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২।

‎বাংলাদেশের এই উন্নতিতে পরোক্ষভাবে লাভবান হয়েছে পাকিস্তানও। কারণ শ্রীলঙ্কার রেটিং হ্রাস পাওয়ায় শীর্ষ পাঁচে অবস্থান রক্ষা করতে পারছে বাবর আজমরা। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখনও শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

‎সিরিজের শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ আরও রেটিং বাড়িয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে, এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

‎৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি পাবেন যারা‎‎ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে প্রায় ৫ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে ইতালি। দেশ...
04/07/2025

‎৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি পাবেন যারা

‎ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে প্রায় ৫ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে ইতালি। দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে এবং বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স

‎সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এ ভিসা দেওয়া হবে।

‎বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেওয়া হবে। পরে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে কর্মভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

‎তিন বছর আগে দায়িত্ব নেয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন। তার সরকার ইতিমধ্যে অভিবাসীদের জন্য সাড়ে ৪ লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।

‎নতুন শ্রমিক নেয়ার পাশাপাশি, মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসনপ্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন।গতকালের বিবৃতিতে আরও বলা হয়, ‘শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়।’

‎ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‎শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক‎‎‎বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষ...
04/07/2025

‎শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক


‎বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষা অফিসে ১৯ বছরে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পদে দারোয়ান হলেও বাগেরহাট শহরে তার ৪ তলা আলিশান বাড়ি, সাড়ে ১০ শতক জমি ও প্রচুর ব্যাংক ব্যালান্স রয়েছে। মাসে ১৮ হাজার টাকা বেতন পেলেও কলেজ ও ভার্সিটি পড়ুয়া ৩ সন্তানের লেখাপড়ার ব্যয় নির্বাহের পরও খরচ হয় না তার মাসের টাকা। কেমন আলাদ্দীনের চেরাগ পেয়ে হয়ে গেছে যেন কোটিপতি।

‎বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসের বর্তমান অফিস সহায়ক পদে উন্নীত মো. মনিরুল ইসলাম। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাংগা গ্রামের মো. আব্দুল হামিদ সেখের ছেলে।


‎২০০৪ সালের ৬ নভেম্বর মাত্র ১৫০০ টাকা বেতনে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ের দারোয়ান পদে চাকরি নেন। ২০০৫ সালের ৮ আগস্ট যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে ও পরে একই মাসের ২৪ তারিখ বদলি হয়ে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ে যোগদান করেন। এ সময়ে তার বেতন বৃদ্ধি পেয়ে হয় ২৪০০ টাকা। পরে একই বছর নভেম্বর বেতন বৃদ্ধি পেয়ে ২৫০০ ও ২৬০০ টাকা হয়। এই বেতনে এমএলএসএস পদে পরে ২০০৬ সালের ৩ আগস্ট বাগেরহাট জেলা শিক্ষা অফিসে বদলি হয়ে যোগদান করেন। সেই যোগদানের পর খুলে তার ভাগ্য। সেই থেকে আদ্যাবদি তিনি বাগেরহাট জেলা শিক্ষা অফিসের দণ্ডমুণ্ডের কর্তা বনে যান। সকল অফিসার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের জিম্মি করে গড়ে তোলেন নিজের ভাগ্য। শহরের পিসি কলেজ রোডে রয়েছে তার ক্রয় করা ১০ শতক জমি, যার উপর গড়ে তোলেন তিনি কোটি টাকা ব্যয়ে আলিশান ৪ তলা ভবন। এছাড়া শহরের মুনিগঞ্জ, গোটাপাড়া এলাকায় রয়েছে তার আরও ৮৯ শতক জমি। দুটি স্বনামধন্য কোম্পানির ডিলারশিপসহ ব্যাংক ব্যালান্স।

‎এ ব্যাপারে কথা হলে ভূক্তভোগী বাগেরহাট সদরের কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেফতা উদ্দিন বলেন, 'টাকা না হলে শিক্ষা অফিসের ফাইল নড়ে না। আর এই ফাইল নড়াতে হলে মনিরুলদের কাছে দিতে হয় ধর্না। তাদের হাত ভরলে ফাইল নড়ে।'

‎তবে উল্লেখিত মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, 'অফিসে চাকরির পাশাপাশি পৈত্রিক ৯ কাঠা জমি রয়েছে তার। সেই জমিতে চাষাবাদ ও কঠোর পরিশ্রম করার কারণে তিনি এ সকল বিত্ত বৈভব গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ভূক্তভোগী শিক্ষককে তার সামনেই নাজেহাল করেন বলে জানান তিনি।'

‎বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান বলেন, 'অফিসের কর্মচারীরা কে কীভাবে অর্থ বৈভবের মালিক হয়েছে তা তিনি জানেন না। তবে কেউ যদি অভিযোগ করেন, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মাঝে মাঝে মৌখিক অভিযোগ হলেও লিখিত অভিযোগ না পাওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।'

04/07/2025

হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন।






‎শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড‎‎‎আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্ত...
02/07/2025

‎শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড


‎আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে (৪০) ২ মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

‎আজ বুধবার (২ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

‎ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

‎গত ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‎এর আগে, তাদের বিরুদ্ধে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‎পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের অভিমত ট্রাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

‎জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ১৫ মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওইদিন কোনো জবাব দাখিল না করায় তাদের গত ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

‎‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।

‎আইন অনুযায়ী, এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও, ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত।

‎মামলার প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায়, ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।

‎ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।

‎দেশে ছিনতাইকারী আছে, জঙ্গি নেই: ডিএমপি কমিশনার‎‎‎‎রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে ...
02/07/2025

‎দেশে ছিনতাইকারী আছে, জঙ্গি নেই: ডিএমপি কমিশনার



‎রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আছে ছিনতাইকারী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‎মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‎ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’

‎ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’

‎হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’

‎৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি‎‎‎‎‎প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীক...
02/07/2025

‎৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি




‎প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে।

‎এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‌‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

‎বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

‎প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‎‘জুলাই শহীদ দিবস’ ঘোষণার পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‎এর আগে গত ২৫ জুন দুটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়।

‎এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়।

‎রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নাজমুল হক‎‎নিজস্ব প্রতিবেদক :‎ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে রামাদা...
01/07/2025

‎রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নাজমুল হক

‎নিজস্ব প্রতিবেদক :
‎ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ এ মনোনিত হয়েছেন ১০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা। রাজধানীর অফিসার্স ক্লাবে শনিবার এ অ্যাওয়ার্ড প্রদান লরা হয়। যেখানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন হেরিটেজ অ্যাসেটস এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করা নাজমুল হক প্রায় দেড় যুগের মতো আবাসন ব্যবসার সাথে জড়িত।
‎রামাদা-কালারস বিজনেস অ্যাওয়ার্ড নিয়ে নাজমুল হক বলেন, পুরস্কার সবসময় আনন্দ এবং অনুপ্রেরণা যোগায়। এই অর্জনও আমাকে সামনের দিকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে। আমি আমার পথচলায় শুভাকাঙ্খীদের সবসময় পাশে চাই। একইসাথে ব্যবসার চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের দোয়া চাই।
‎উল্লেখ্য রামাদা-কালারস মাল্টিমিডিয়া বিজনেস অ্যাওয়ার্ড একটি বার্ষিক ইভেন্ট যা কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত হয়। এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিভিন্ন ব্যবসা এবং ব্যক্তি যারা ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মানিত করার জন্য। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে উদ্ভাবন এবং উৎকর্ষতাকে উৎসাহিত করা হয়।

Address

147/D, Green Road
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Odhikar.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Odhikar.news:

Share

Category