Hoke's call

Hoke's call ❝সত্য সম্ভলিত সকল বিষয়ের অনুপ্রেরণাময় এক বাস্তবতার পরিচয়দানকারী.......❞

« fb_Md Fazle Rabbi »

18/06/2025

মাগরিবের আজানের সময়

Following Hoke's call

আলেমদের এই ভাবে অপমানের তিব্র নিন্দা জানাচ্ছি,  সকলেই প্রতিবাদ জানিয়ে শেয়ার করে দিন  Hoke's call.
16/06/2025

আলেমদের এই ভাবে অপমানের তিব্র নিন্দা জানাচ্ছি, সকলেই প্রতিবাদ জানিয়ে শেয়ার করে দিন Hoke's call.

24/03/2025

এই ভাবেই গর্জে উঠতে হবে, একটাকেও পালালাত দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। ✊✊

Following 's call

গতকাল সেহেরির পর মার্কিন-ইসরায়েলি জোট একসঙ্গে চারটি মুসলিম দেশে বর্বর হামলা চালায়। এতে প্রায় ৫০০ জন নিহত হন, যাদের অধিক...
19/03/2025

গতকাল সেহেরির পর মার্কিন-ইসরায়েলি জোট একসঙ্গে চারটি মুসলিম দেশে বর্বর হামলা চালায়। এতে প্রায় ৫০০ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। রক্তে ভেসে গেছে নিরপরাধ মানুষের জীবন, অথচ বিশ্ব নিশ্চুপ!

আজ মুসলমানরা যেন কেবলই এক সংখ্যা, মানবতা সেখানে নিতান্তই এক খেলনা! যেকোনো হামলা, যে কোনো হত্যাযজ্ঞ—সবকিছুই যেন তাদের ওপর বৈধ! ন্যায়বিচার, আন্তর্জাতিক নীতিমালা—সবই কি কেবল শক্তিশালীদের জন্য?

কি এমন অপরাধ ছিল আমার মা -বোনদের??

@ followers Hoke's call

04/06/2024

অনেক দিন পরে শায়েখের জবান থেকে কিছু কথা শুনলাম,, ,,, এই দিনের অপেক্ষায় ছিলাম ,,,,,, সব অন্যায়ের ক্ষমা রয়েছে , কিন্তু
গাদ্দারী এবং বিশ্বাসঘাতকতার কোন ক্ষমা নেই!মির্জাফরদের কোন ক্ষমা নেই!
বাবুনগর মাদরাসায়,
হেফাজতের সংবর্ধনায়.....

শায়খুল হাদীস আল্লামা মা মু নু ল হক্ব হাফিঃ❤️
@ Hoke's call

27/02/2024

এদেশে আমরা হিন্দুদেরকে জায়গা দিয়েছি বলে আর আজ আমাদের মাথার উপর চড়ে বসেছে এদের শেষ কোথায়। চলুন দেখে আসি।

's call

19/02/2024

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সম্পর্কে কি বললেন।
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

@ Hoke's call

17/02/2024

এই পাঞ্জাবির এই পোশাকের কি দাম যদি জাতি বুঝতো তাহলে সেটা কি ফেলে দিতো না,, অসম্মান করত না।

@ Hoke's call

15/02/2024

আজ আমরা বেনামাজিদের জন্য হেরেগিয়েছি।
শায়খ আনিসুর রহমান আশরাফি দাঃবাঃ

@ Hoke's call

11/02/2024

আমাদের সম্পর্কটা যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীনের সঙ্গে হয় সে ব্যাপারে স্পষ্ট করলেন। আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের কানেকশন করব কিভাবে আল্লাহ রাব্বুল আলামীনকে ভালোবাসবো এবং আল্লাহ রাব্বুল আলামীন কিভাবে আমাদেরকে ভালবাসবেন ওলামা একরামের বুজুর্গদের জিন্দেগীর কিছু ঘটনার মাধ্যমে তা তিনি আমাদেরকে শিক্ষা দিলেন।

খতিবে বাঙাল,আল্লামা জুনায়েদ আল হাবিব দাঃ বাঃ

Hoke's call

Address

Md, Fazle Rabbi
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoke's call posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category