Hasan Nahid

Hasan Nahid World explorer,blogger, and influencer on a mission to tell your story.....

শেখ হাসিনাকে তাড়াবার জন্যে যে শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল তাদের আসল উদ্দেশ্য কী? তাঁরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান তো...
28/10/2024

শেখ হাসিনাকে তাড়াবার জন্যে যে শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল তাদের আসল উদ্দেশ্য কী? তাঁরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান তো তা করতে পারবেন। কিন্তু তাঁদের যদি এর বাইরে অন্য মতলব থাকে তো পারবেন না। গণতন্ত্র পুনরুদ্ধার কথাটা বলবো না আমি। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয় নাই তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র গণতান্ত্রিক জনযুদ্ধ। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সেই প্রতীককে প্রথমে পরাজিত করেছে আওয়ামী লীগ। শেখ মুজিবের আওয়ামী লীগ। অনেকেই বলেন, শেখ মুজিব আর শেখ হাসিনা এক পদার্থ নন। এটা ঠিক নয়। আমি মনে করি দুজনই এক ক্ষুরে মাথা কামানো।

শেখ মুজিবের আমলেই গণতন্ত্র প্রথম বিশ্বাসঘাতকতার শিকার হয়। বাকশাল তার চূড়ান্ত পর্যায় মাত্র। ১৯৭২ সাল থেকে তারা কোন কাজটি করেননি, যেটাকে আপনি ফ্যাসিবাদী বলবেন না? যেমন, রক্ষীবাহিনী গঠন। এখনকার র‌্যাব বাহিনীর থেকেও খারাপ ছিল সেটি। আহা! মানুষ এত দ্রুত ভুলে যায়! শেখ সাহেবের আমলেই গণতন্ত্র নিহত হয়েছে। লাশটা এতদিন দাফন করা হয়নি। হাসিনার পরাজয়ের মাধ্যমে যদি তার দাফন সম্পন্ন হয়ে থাকে, তো জাতির একটা বড় উপকার হলো
Copy text :- সলিমুল্লাহ খান - Salimullah Khan স্যারের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া

21/10/2024

19/10/2024

PRABASH ATTITUDE

16/10/2024

attitude status🔥

14/10/2024

Short movei clip
-movei

13/10/2024

Short movei clip video

25/09/2024

এটাই ডক্টর ইউনুস ❤️

একে'ই বলে সু-শিক্ষায় শিক্ষিত,সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে,আমরা কেন ভুল সিদ্ধান্ত নিব!👈ড: ইউনুস , সাকিব আল হাসান বিশ্...
10/09/2024

একে'ই বলে সু-শিক্ষায় শিক্ষিত,সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে,আমরা কেন ভুল সিদ্ধান্ত নিব!👈

ড: ইউনুস , সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করেছে। বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছেন। উনারা আমাদের দেশের সম্পদ।

ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি ,কিন্তু ক্রিকেট এ তার অবদানকে অস্বীকার করা যায় না।
অল্প বয়সে এতো খ্যাতি । রক্তে মাংসে মানুষ , ভুল করতেই পারে।
কিন্তু আমরা আমাদের সম্পদকে কেনো সঠিক ভাবে ব্যবহার করবো না??
রাজনীতিতে যাওয়া তার ভুল সিদ্ধান্ত হতে পারে। তাই বলে এতো বড় শাস্তি ??
এতে আসল ক্ষতি টা কার বা কাদের হচ্ছে????

আমরা একটা রত্ন হারাচ্ছি, রত্ন তো একটা পাথরই। তার থেকে আমরা আবেগ কেনো চাইবো??
রত্ন কে আমরা কাজে লাগাবো।
Akter hossain page থেকে নেওয়া

🚨 সিদ্ধান্ত হয়ে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে কিন্তু নতুন মালিকানায়! ওয়াল্টন,সাকিব খান ইমনদের গ্রুপকে ঢাকা দেয়ার ন...
10/09/2024

🚨 সিদ্ধান্ত হয়ে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে কিন্তু নতুন মালিকানায়!

ওয়াল্টন,সাকিব খান ইমনদের গ্রুপকে ঢাকা দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কুমিল্লা লিজেন্ড স্পোর্টিং এর মালিকানাধীন দল ও থাকছেনা। এবং ওরিয়ন গ্রুপকে কুমিল্লা ফ্রাঞ্জাইজ দেয়ার ও নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামটি পরিবর্তন হবে না।

অপেক্ষায় আছে সবাই বোর্ড সভাপতি অনুমোদনের জন্য 💚

বিসিবির দেওয়া ইমেইলের প্রতিউত্তর দেয়নি কুমিল্লা৷তাই কুমিল্লা এই আসরে অংশগ্রহণ করবে না সেটা একপ্রকার নিশ্চিত৷ কুমিল্লা পর...
09/09/2024

বিসিবির দেওয়া ইমেইলের প্রতিউত্তর দেয়নি কুমিল্লা৷তাই কুমিল্লা এই আসরে অংশগ্রহণ করবে না সেটা একপ্রকার নিশ্চিত৷
কুমিল্লা পরিবর্তে নতুন ফ্রেন্জাইজি রাজশাহী হতে পারে৷
কুমিল্লা বিপিএলে থাকবে না৷ এতে আপনার অনুভূতি কেমন...?

16/08/2024

১৫ আগস্ট সাংস্কৃতিক জোটের পথ নাটক কর্মসূচি

14/08/2024

আজ ১৪ই আগস্ট, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুরের ১ম মৃত্যু বার্ষিকী। আল্লাহ আপনি হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুন🤲

Address

House #4/E, West & Streat, Green Road
Dhaka
1205

Telephone

+8801320373156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Nahid:

Share