
28/10/2024
শেখ হাসিনাকে তাড়াবার জন্যে যে শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল তাদের আসল উদ্দেশ্য কী? তাঁরা যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান তো তা করতে পারবেন। কিন্তু তাঁদের যদি এর বাইরে অন্য মতলব থাকে তো পারবেন না। গণতন্ত্র পুনরুদ্ধার কথাটা বলবো না আমি। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিতই হয় নাই তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র গণতান্ত্রিক জনযুদ্ধ। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সেই প্রতীককে প্রথমে পরাজিত করেছে আওয়ামী লীগ। শেখ মুজিবের আওয়ামী লীগ। অনেকেই বলেন, শেখ মুজিব আর শেখ হাসিনা এক পদার্থ নন। এটা ঠিক নয়। আমি মনে করি দুজনই এক ক্ষুরে মাথা কামানো।
শেখ মুজিবের আমলেই গণতন্ত্র প্রথম বিশ্বাসঘাতকতার শিকার হয়। বাকশাল তার চূড়ান্ত পর্যায় মাত্র। ১৯৭২ সাল থেকে তারা কোন কাজটি করেননি, যেটাকে আপনি ফ্যাসিবাদী বলবেন না? যেমন, রক্ষীবাহিনী গঠন। এখনকার র্যাব বাহিনীর থেকেও খারাপ ছিল সেটি। আহা! মানুষ এত দ্রুত ভুলে যায়! শেখ সাহেবের আমলেই গণতন্ত্র নিহত হয়েছে। লাশটা এতদিন দাফন করা হয়নি। হাসিনার পরাজয়ের মাধ্যমে যদি তার দাফন সম্পন্ন হয়ে থাকে, তো জাতির একটা বড় উপকার হলো
Copy text :- সলিমুল্লাহ খান - Salimullah Khan স্যারের ফেইসবুক ওয়াল থেকে নেওয়া