Diner Dawat দ্বীনের দাওয়াত

Diner Dawat দ্বীনের দাওয়াত আমাদের ফেসবুক পেইজে থাকা সকল ভিডিও শুধুমাত্রই দ্বীনের দাওয়াত এর স্বার্থে প্রচার করা হয়েছে।

এমন একটা শশুর বাড়ি আমার ও হোক!যে আমীন কইবো তারও হোক! 🙂
05/07/2025

এমন একটা শশুর বাড়ি আমার ও হোক!
যে আমীন কইবো তারও হোক! 🙂

যাদুগ্রস্থ পেশেন্টদের ক্ষেত্রে একটি কমন সমস্যা "খাওয়ানো যাদু".. সেটা হতে পারে সরাসরি খাবারের মাধ্যমে অথবা স্বপ্নে জ্বীনে...
19/06/2025

যাদুগ্রস্থ পেশেন্টদের ক্ষেত্রে একটি কমন সমস্যা "খাওয়ানো যাদু".. সেটা হতে পারে সরাসরি খাবারের মাধ্যমে অথবা স্বপ্নে জ্বীনের মাধ্যমে
(বেশিরভাগ স্বপ্নেই খাওয়ানো হয়)।

স্বপ্নে যাদু খাওয়ানোর কারন হচ্ছে পেশেন্টের শরীরে জ্বীনের প্রভাব ধরে রাখা...আমল,সাদাক্বা অথবা রুকইয়াহ'র মাধ্যমে যখন পেশেন্টের শরীরে জ্বীনের প্রভাব কমতে থাকে এবং জ্বীন দুর্বল হতে থাকে.তখন সে স্বপ্নে পেশেন্টদের যাদু খাওয়ানোর ট্রাই করে।একারণে অধিকাংশ যাদুর পেশেন্ট স্বপ্নে খেতে দেখেন।

এমন পেশেন্টদের জন্য পেট থেকে যাদু বের করার একটি চমৎকার উপায় হচ্ছে " ইস্তিফারগ"

ইস্তিফারগ (إستفراغ) একটি আরবী শব্দ, যার অর্থ: বমি করা বা উদরস্থ বস্তু মুখ দিয়ে বের করে দেওয়া। এটি শরীর থেকে অবাঞ্ছিত বা অতিরিক্ত কিছু বের করে দেওয়ার প্রক্রিয়া, যা কখনো প্রাকৃতিকভাবে ঘটে, আবার কখনো চিকিৎসা বা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়।

ইবনুল কাইয়্যিম (রহ.) তার বই "আত-তিব্বুন্নববী"–তে বলেন:

“ইস্তিফারগ শরীরের জন্য উপকারী, কারণ এতে দেহে জমে থাকা ক্ষতিকর পদার্থ(যাদু,বদনজর,হাসাদ) বের হয়ে যায়।”

হাকিমি চিকিৎসায় রোগ নিরাময়ের জন্য ইস্তিফারগ করানো হয় (যাকে বলে "ইলাজ বিল ইস্তেফরাগ")।

অতিরিক্ত খাদ্যগ্রহণ, বিষাক্ত পদার্থ, অথবা খাদ্যে বিষক্রিয়ার সময় ইস্তিফারগ উপকারী হয়।

★ইস্তিফারগের নিয়ম:

সকালে খালি পেটে ২ লিটার পানি নিবেন... এর মধ্যে ৭টা বরই পাতা বেটে মিশাবেন..এরপর ফাতিহা,আয়াতুল কুরসি,ইখলাস,ফালাক্ব,নাস..প্রত্যেকটা ৩ বার করে পড়বেন আর পানিতে ফুঁ দিবেন..পড়া শেষ হলে ১ লিটার পানি পান করবেন(পেটের যাদু বের করার নিয়্যাতে).. এরপর পেটের যাদু বের করার/খুরুজের আয়াতের অডিও শুনবেন ইয়ারফোন লাগিয়ে...

অডিও চলাকালিন সময়ে আরো ১ লিটার খাবেন...

এভাবে ৩ দিন করলে ইনশাআল্লাহ পেটের যাদু বের হয়ে যাবে ইনশাআল্লাহ... পাশাপাশি
শারিরীক অনেক রোগ থেকেও সুস্থ হবেন ইনশাআল্লাহ।

05/06/2025
ইনশাআল্লাহ
05/06/2025

ইনশাআল্লাহ

আরাফার দিনের আমল" (Arafar Din-er Amal) ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। এই দিনটি হজের অন্যতম প্রধান অংশ এবং য...
05/06/2025

আরাফার দিনের আমল" (Arafar Din-er Amal) ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। এই দিনটি হজের অন্যতম প্রধান অংশ এবং যাঁরা হজে যাননি, তাঁদের জন্যও এটি বিশেষ আমলের দিন। নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো:
আরাফার দিনের গুরুত্বপূর্ণ আমল:

1. রোজা রাখা (সাওম)

হাদীস অনুযায়ী, আরাফার দিনের রোযা গত বছরের ও আগামী বছরের গুনাহ মাফ করিয়ে দেয় (সহীহ মুসলিম)।

এটি হজে অংশ না নেওয়া ব্যক্তিদের জন্য।

2. দোয়া করা

এই দিনে করা দোয়া সবচেয়ে বেশি কবুল হয়।

রাসূল (সা.) বলেছেন: "দোয়ার সর্বোত্তম দিন হলো আরাফার দিন।"
(তিরমিজি)

3. জিকির ও তাসবিহ বলা

বেশি বেশি করে বলুন:

লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারিকা লাহু... (তাহলীল)

আস্তাগফিরুল্লাহ (তাওবা)

সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার (তাসবিহ, তাহমিদ, তাকবীর)

4. তাওবা ও ইস্তেগফার করা

এই দিনে মন খুলে গুনাহের জন্য মাফ চাইতে হয়।

5. কুরআন তিলাওয়াত করা

যাঁরা হজ করছেন না, তারা বাসায় বা মসজিদে কুরআন তিলাওয়াতে সময় দিন।

6. দরুদ পাঠ করা

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করুন।

আরাফার দিন হলো রহমত, মাগফিরাত ও গুনাহ মাফের বিশেষ সুযোগ। হোক হজে থাকা বা না থাকা, এই দিনের প্রতিটি মুহূর্ত যেন ইবাদত, যিকির ও দোয়ায় পূর্ণ করে তুলি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের ফজিলত লাভের তাওফিক দিন। আমিন।

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি আল্লাহ্‌ তা’আলার নিকট আরাফাতের দিন...
05/06/2025

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি আল্লাহ্‌ তা’আলার নিকট আরাফাতের দিনের রোযা সম্পর্কে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭৪৯

🕌 আরাফার দিনের দোয়া 🕋আরবি:لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ ...
05/06/2025

🕌 আরাফার দিনের দোয়া 🕋

আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর।

অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই, রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।”

📚 হাদীস সূত্র: তিরমিজি, ৩৫৮৫

"নফসের বিরুদ্ধে লড়াই" বই থেকে। 💔
27/05/2025

"নফসের বিরুদ্ধে লড়াই" বই থেকে। 💔

আলহামদুলিল্লাহ 🖤
19/05/2025

আলহামদুলিল্লাহ 🖤

"রাসূল (সাঃ) বলেছেন,ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত।"--[ মিশকাতঃ ৪৮২৭ ]
17/05/2025

"রাসূল (সাঃ) বলেছেন,
ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত।"
--[ মিশকাতঃ ৪৮২৭ ]

সুবহানাল্লাহ 💛
17/05/2025

সুবহানাল্লাহ 💛

আল্লাহর নিকট ক্ষমা চাও, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু..!-- (সূরা নিসা : ১০৬)
04/05/2025

আল্লাহর নিকট ক্ষমা চাও, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু..!
-- (সূরা নিসা : ১০৬)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Diner Dawat দ্বীনের দাওয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diner Dawat দ্বীনের দাওয়াত:

Share