19/06/2025
যাদুগ্রস্থ পেশেন্টদের ক্ষেত্রে একটি কমন সমস্যা "খাওয়ানো যাদু".. সেটা হতে পারে সরাসরি খাবারের মাধ্যমে অথবা স্বপ্নে জ্বীনের মাধ্যমে
(বেশিরভাগ স্বপ্নেই খাওয়ানো হয়)।
স্বপ্নে যাদু খাওয়ানোর কারন হচ্ছে পেশেন্টের শরীরে জ্বীনের প্রভাব ধরে রাখা...আমল,সাদাক্বা অথবা রুকইয়াহ'র মাধ্যমে যখন পেশেন্টের শরীরে জ্বীনের প্রভাব কমতে থাকে এবং জ্বীন দুর্বল হতে থাকে.তখন সে স্বপ্নে পেশেন্টদের যাদু খাওয়ানোর ট্রাই করে।একারণে অধিকাংশ যাদুর পেশেন্ট স্বপ্নে খেতে দেখেন।
এমন পেশেন্টদের জন্য পেট থেকে যাদু বের করার একটি চমৎকার উপায় হচ্ছে " ইস্তিফারগ"
ইস্তিফারগ (إستفراغ) একটি আরবী শব্দ, যার অর্থ: বমি করা বা উদরস্থ বস্তু মুখ দিয়ে বের করে দেওয়া। এটি শরীর থেকে অবাঞ্ছিত বা অতিরিক্ত কিছু বের করে দেওয়ার প্রক্রিয়া, যা কখনো প্রাকৃতিকভাবে ঘটে, আবার কখনো চিকিৎসা বা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়।
ইবনুল কাইয়্যিম (রহ.) তার বই "আত-তিব্বুন্নববী"–তে বলেন:
“ইস্তিফারগ শরীরের জন্য উপকারী, কারণ এতে দেহে জমে থাকা ক্ষতিকর পদার্থ(যাদু,বদনজর,হাসাদ) বের হয়ে যায়।”
হাকিমি চিকিৎসায় রোগ নিরাময়ের জন্য ইস্তিফারগ করানো হয় (যাকে বলে "ইলাজ বিল ইস্তেফরাগ")।
অতিরিক্ত খাদ্যগ্রহণ, বিষাক্ত পদার্থ, অথবা খাদ্যে বিষক্রিয়ার সময় ইস্তিফারগ উপকারী হয়।
★ইস্তিফারগের নিয়ম:
সকালে খালি পেটে ২ লিটার পানি নিবেন... এর মধ্যে ৭টা বরই পাতা বেটে মিশাবেন..এরপর ফাতিহা,আয়াতুল কুরসি,ইখলাস,ফালাক্ব,নাস..প্রত্যেকটা ৩ বার করে পড়বেন আর পানিতে ফুঁ দিবেন..পড়া শেষ হলে ১ লিটার পানি পান করবেন(পেটের যাদু বের করার নিয়্যাতে).. এরপর পেটের যাদু বের করার/খুরুজের আয়াতের অডিও শুনবেন ইয়ারফোন লাগিয়ে...
অডিও চলাকালিন সময়ে আরো ১ লিটার খাবেন...
এভাবে ৩ দিন করলে ইনশাআল্লাহ পেটের যাদু বের হয়ে যাবে ইনশাআল্লাহ... পাশাপাশি
শারিরীক অনেক রোগ থেকেও সুস্থ হবেন ইনশাআল্লাহ।