Bangladesh 2.0

Bangladesh 2.0 Bangladesh 2.0 Official Page

মুছে ফেলার চেয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নাম বদলানোর আইডিয়াটা ভালো।।
17/07/2025

মুছে ফেলার চেয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নাম বদলানোর আইডিয়াটা ভালো।।

নাশকতা করতে যাইতে কে বলছিলো?
17/07/2025

নাশকতা করতে যাইতে কে বলছিলো?

17/07/2025

(ইসলামিক দল+বিএনপি+জামাত+ এনসিপি) - আওয়ামীলীগ =এক বাংলাদেশ
(Simple math)

জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করেছে + সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়েছে, তারা ভিন্ন উদ্দেশ্যে এই কাজ করেছে। উস্কানীমূলক কর্ম...
12/07/2025

জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করেছে + সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়েছে, তারা ভিন্ন উদ্দেশ্যে এই কাজ করেছে। উস্কানীমূলক কর্মকান্ডের মাধ্যমে ভাগ করতে চাচ্ছে।
বড় ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে!

12/07/2025

এতো অগোছালো দল নিয়ে দেশ গুছাবেন কী করে? ১১টা মাস একটা দল গুছাতে পারলেন না?আবার সরকারকে দোষ দেন তারা এতো দিনে দেশের জন্য কী করলো?

12/07/2025

১১ মাসে কর্মিদের কন্ট্রোল করতে না পারাই প্রমান করে বিএনপি নেতাহীন দল।

11/07/2025

চাঁদাবাজ সোহাগকে তার চাঁদাবাজির পার্টনার অপর চাঁদাবাজ হত্যা করেছে।

সবাই ঘুমাতে যাও
সকল হত্যার বিচার হবে ইনশাল্লাহ

11/07/2025

তারেক সাহেব, নেতা দূরে থেকে যদি দল চালানোই যেত, তাহলে পৃথিবীর সব বাঘা বাঘা নেতাদের জেলে যেতে হতো না, বুর্জ খলিফাতে বসেই দল চালাতো

তারেক রহমান আপনি সাহসী বাপের 'ভিতু' সন্তান। আপনি আপোষহীণ নেত্রিকে দেখে বেড়ে ওঠা 'অনলাইন নেতা'। সম্ভবত আপনি পৃথিবীর একমাত...
11/07/2025

তারেক রহমান আপনি সাহসী বাপের 'ভিতু' সন্তান। আপনি আপোষহীণ নেত্রিকে দেখে বেড়ে ওঠা 'অনলাইন নেতা'। সম্ভবত আপনি পৃথিবীর একমাত্র নেতা, যার এতো বড় কর্মী বাহিনী ও জনপ্রিয়তা থেকেও দেশে এসে দলের দায়িত্ব নেবার সাহস হয় না। যখন এতো বড় দলের নেতা থাকে না, তখন দল ভূল পথে যাবে-ই। চিন্তা করেন, আপনি কতটা ভিতু যে এই হাসিনাবিহীন বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। নেতা না থাকলে এমন আরো অনেক ঘটনা হতে থাকবে।
তাই এই হত্যার দায় আপনাকে নিতে হবে।

বাংলাদেশ! তোমার কী লজ্জা নাই?
11/07/2025

বাংলাদেশ! তোমার কী লজ্জা নাই?

আমরা নিজের রুপে নিজে পাগল।
11/07/2025

আমরা নিজের রুপে নিজে পাগল।

10/07/2025

পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা! পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা, অহংকার আর লোভ।

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share