
28/07/2025
২৮.৭.২০২৪
কেন্দ্র থেকে কর্মসূচি দেওয়া হয় গ্রাফিটি অঙ্কনের।
কিন্তু কুমারখালীর মত এলাকায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে যেয়ে কেন্দ্রিয় কর্মসূচি গুলো পালন করা চাট্টিখানি কথা ছিলো না।
কিন্তু এরই মাঝে ভয়ংকর সাহসিকতার পরিচয় দিয়ে আমার জানা মতে কুমারখালীতে সেদিন এই কর্মসূচি পালন করে মাত্র দুইজন মেয়ে।যেখানে মানুষজন সে সময় পোস্ট করতে ভয় পাচ্ছিল, সেখানে কেন্দ্রীয় দেয়া কর্মসূচি পালন করা তাউ আবার কাউকে পাশে না পেয়ে তারা একাই "হ্যাটস অফ টু ইউ 🫡"।
এই ছবিটি তুলে দিয়েছিল Shahirul Islam Pulok। এবং আমি যখন ছবিগুলো পোস্ট করি তারপরে বিভিন্নভাবে বিভিন্ন জন আমাকে মেসেজ করে যে কাজটা কে করেছে?? বিভিন্নভাবে থ্রেট দেয়া হয়!! আমার অনেক বন্ধু ফোন দিয়ে বলে "পোস্ট ডিলিট করে দে তোর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। পুলিশ নাকি একটা লিস্ট বানাইছে সেই লিস্টে আমরা কয়েকজন আছি!! কি দরকার এত ঝামেলার মধ্যে জড়ানোর?? ব্লা ব্লা ব্লা" এ রকমই আরো অনেক কিছু!!!
বিষয়টা হলো "পোস্ট ডিলিট করো, না হলে সমস্যা হবে " এই টাইপের! 😄
যাইহোক এভাবেই আন্দোলনের দিনগুলো পার হচ্ছিল এবং আমরা কয়েকজন চেষ্টা করতাম কেন্দ্রীয় দেয়া কর্মসূচি গুলো কোনভাবে পালন করা যায় কিনা।
সেই ভয়ংকর জুলাইয়ের আজ এক বছর পার হচ্ছে তাই একটু স্মৃতিচারণ!!