বাতিলের বিরুদ্ধে বজ্র কন্ঠ Batilar Birodde Bojro konto

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাতিলের বিরুদ্ধে বজ্র কন্ঠ Batilar Birodde Bojro konto

বাতিলের বিরুদ্ধে বজ্র কন্ঠ  Batilar Birodde Bojro konto সত্য প্রকশের আপোষহীন বক্তিত্ব।
সত্য ?

29/07/2024

আজকের আয়াত/হাদীস

"আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন,

سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيُّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ রা. পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসউদ রা. আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জিহাদ ফী সাবীলিল্লাহ (আল্লাহ্‌র পথে জিহাদ)। ইবনে মাসউদ রা. বলেন, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলেছেনই, যদি আমি আরও বেশী জানতে চাইতাম, তাহলে তিনি আমাকে আরও বলতেন।

সহীহ বুখারী, হাদীস ৫২৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫০২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

17/07/2024

জালিমের মসনদ ধংস হউক, আমিন

18/09/2022

আজকের আয়াত/হাদীস

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

যে দিন আল্লাহ্‌র (রহমতের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে একজন হল সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিক্‌র করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৬৬০

11/09/2022

আজকের আয়াত/হাদীস

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

জাহান্নামবাসী দু’প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবেনা অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়।

রেফারেন্সঃ
সহিহ মুসলিম ৫৪৭৫

10/09/2022

আজকের আয়াত/হাদীস

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

দু’জনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৫৩৯২

09/09/2022

আজকের আয়াত/হাদীস

আবূ মূসা আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

যে লোক তার বাঁদীকে উত্তমরূপে জ্ঞান ও আদব শিক্ষা দেয় এবং তাকে মুক্ত করে ও বিয়ে করে, সে দ্বিগুণ সাওয়াব লাভ করবে। আর যে ক্রীতদাস আল্লাহর হক আদায় করে এবং মনিবের হকও আদায় করে, সেও দ্বিগুণ সাওয়াব লাভ করবে।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ২৫৪৭

08/09/2022

আজকের আয়াত/হাদীস

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

মু’মিনদের বল তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবেই অবগত।

রেফারেন্সঃ
সূরা আন-নূর:৩০

কারা নামাজ পরে না?১" মৃত ব্যক্তি,যে মারা গেছে সেই  ব্যাক্তি নামাজ পরে না। ২"পাগল অথবা প্রতিবন্ধী। ৩"যে ব্যক্তি অমুসলিম!এ...
03/09/2022

কারা নামাজ পরে না?
১" মৃত ব্যক্তি,যে মারা গেছে
সেই ব্যাক্তি নামাজ পরে না।
২"পাগল অথবা প্রতিবন্ধী।
৩"যে ব্যক্তি অমুসলিম!
এই তিনটি উত্তরের মাঝে আপনি কোনটায় আছেন?
আপনি কী মারা গিয়িছেন?
আপনি কী পাগল/প্রতিবন্ধী,
আপনি কী অমুসলিম?

নামাজ না পড়িলে আপনি একটু ভেবে দেখুন আপনি কি।

24/08/2022

আজকের আয়াত/হাদীস

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

সালাতরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ঘুমের আমেজ চলে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়। কারণ, যে তন্দ্রাচ্ছন্ন সালাত আদায় করে সে জানে না যে, সে কি ইস্তেগফার করছে নাকি নিজেকে গালি দিচ্ছে।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ২১২

22/08/2022
20/08/2022

আজকের আয়াত/হাদীস

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতীত উঁকি মারে আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটা করে দাও, তাতে তোমার কোন গুনাহ্ হবে না।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৬৮৮৮

14/08/2022

আজকের আয়াত/হাদীস

হারিসা ইব্‌নু অহব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি,

তোমরা সদকা কর, কেননা তোমাদের ওপর এমন যুগ আসবে যখন মানুষ আপন সদকা নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু তা গ্রহণ করার মত কাউকে পাবে না। (যাকে দাতা দেয়ার ইচ্ছা করবে সে) লোকটি বলবে, গতকাল পর্যন্ত নিয়ে আসলে আমি গ্রহণ করতাম। আজ আমার আর কোন প্রয়োজন নেই।

রেফারেন্সঃ
সুহিহ বুখারি ১৪১১

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাতিলের বিরুদ্ধে বজ্র কন্ঠ Batilar Birodde Bojro konto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share