17/08/2025
মানুষের জীবন ক্ষণস্থায়ী ✅
আজকে এই মুহূর্তে আছি পরবর্তী থাকবো কিনা তার কোন গ্যারান্টি নাই । যদি কিছু করার থাকে সেটা এখনই করা উচিত, যদি কাউকে কিছু বলার থাকে সেটাও এখনই বলা উচিত , যদি কোন শখ থাকে তা এখনই পূরণ করার উচিত, যদি কোন ইচ্ছা থাকে সে সবটাও এখনই পূরণ করা উচিত। কালকে করব, পরশু করব, কালকে বলবো এমন না ভাবাটাই ঠিক । কালকে যে তুমি থাকবা তার কি কোন গ্যারান্টি আছে। সবার আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। লাস্ট কয়েকটা দিন ঠিক এতটাই ডিপ্রেশনে ছিলাম খুব কাছের একটা মানুষকে হারিয়ে বলার মত না 🥹 আমার তো এখনো বিশ্বাস হয় না যে সে মানুষটা আমাদের মাঝে আর নাই। কিন্তু সে চিরতরে বিদায় নিয়েছে। আর কখনো ফিরবে না আর কখনো আসবেও না। আমরা কেউই ভাবেনি সে আমাদের মাঝে থেকে এভাবে চলে যাবে তাই এখন আমার কোন কিছুই বিশ্বাস হয় না ❌❌কোন কিছুর প্রতি আর ভরসা নেই কালকে জিনিসটা মন থেকে উঠে গিয়েছে। তাই যখন যেটা ইচ্ছা করবে সবাইকে বলছি তখন ঠিক সেই মুহূর্তেই সেটা করে ফেলা উচিত সেটা বলে দেওয়া উচিত ✅✅✅✅✅✅
কালকে তুমি সে কথাটা নাও বলতে পারো কাল তুমি হয়তো নাও থাকতে পারো ❌❌❌❌