bdstatenews.com

bdstatenews.com bdstatenews.com is one of the most popular Bangla news portals in Bangladesh.
(1)

The online news portal has started its operations with the commitment of fearless, investigative, informative and neutral journalism.

02/12/2024

সাভার হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় (এস, এন.সিএনজি এন্ড এলপিজি)পাম্পের সামনে ভয়াবহ সড়ক দূর্ঘটনার সিসিটিভি ফুটেজ!

01/12/2024

সাভারে ঢাকা আরিচার সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সাভার পৌরসভার পক্ষ থেকে যৌথ বাহিনীর সহযোগিতায়।

01/12/2024

সাভারের নববাজার এলাকা হতে১০০০ এক হাজার পিস ইয়াবাসহ সাব্বির রহমান ঝিন্টু (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে( ডিবি) উত্তর

26/11/2024

সাভার পুলিশ টাউন থেকে ৪ ভুয়া ডিজিএফআই সদস্য আটক দেখুন বডি জিএফআই কি বলে

সাভারের ডিজিএফআই এর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারন মানুষকে ভয়ভিতি দেখিয়ে টাকা আদায় করায় ৪ ভুয়া ডিজিএফআইএর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ^াসের ছেলে ভুয়া ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মোঃ নাছির (৩৫) ও নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে ও আমার প্রানের বাংলাদেশ পরিত্রকার রিপোর্টার কাদের সিকদার (৪২)। এঘটনায় তাদের দলনায়ক ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক রয়েছে।
ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান পরিচয় দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চায় আটককৃতরা। আমি বলছি আমার কাছে এতো টাকা নাই ১০ হাজার টাকা আছে। পরে ২০ হাজার টাকা চাইলে আমি ১০ হাজার টাকা দিছি। বাকি টাকা ৭ দিন পরে দিতে বলেন।
শামীম নামে অপর ভুক্তভোগী অটো রিক্সার গ্যারেজ মালিক বলেন, আটককৃতরা ডিজিএফআইএর সদস্য পরিচয় দিয়ে অবৈধ অটোরিক্সা কেন চালাই এজন্য ৫ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। আমি আটককৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো।
সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ফারুক হোসেন পারভেজ বলেন, জোরপুলে আমাদের কিছু জমি আছে, যেটা আমার দাদার সম্পদ। আমার এক চাচা ভুয়া ডিজিএফআইদের ঠিক করেছে আমাদের হয়রানি করার জন্য। আটককৃতরা ফোন করে বলেন ঢাকা হেডকোয়ার্টাস থেকে ডিজিএফআইএর অফিসার বলছি, আপনাদের জমি নিয়ে ঝামেলা আছে। সেগুলো ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার দাদার জায়গা আমি ছেড়ে দিবো কেন। পরে বলে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে বসেন কাগজপত্রগুলো শর্ট আউট করে দিচ্ছি। আজকে সকালে ফোন করে আমাদের জমিতে গেছে। নগদ ১ লাখ টাকা চাইছে এবং আমার বাবাকে বলছে ৭ দিনের টাইম দিলাম। এর মধ্যে আমাদের সাথে মিট না করলে আপনাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে।
সাভার চামড়া শিল্প নগরী ফাঁড়ির ইনচার্য সিরাজুল ইসলাম সবুজ বলেন, প্রতারনা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়ায় সময় ভুক্তভোগী জনতা, পুলিশ ও ডিজিএফআই সদস্যদের সহযোগীতায় চার জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

25/11/2024

অহিংস গন-অভ্যুত্থানের বাংলাদেশ ব্যানারে রাজধানীতে প্রবেশের সময় দুটি বাস আটকে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এসময় বাসে থাকা ৫৭ জন নারী, ১৭ জন পুরুষসহ ৫ শিশুকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৩ জন বাদে বাকীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে দুটি বাসসহ তাদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানায়, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে দুটি বাস যোগে রাজধানীতে যাচ্ছিলেন তারা। ঋন প্রদানসহ আর্থিক সহায়তা ব্যবস্থা করে দেবার আশ্বাসে একটি চক্র তাদের রাজধানী ঢাকায় নিয়ে অরাজকতা পরিবেশে সৃষ্টির পরিকল্পনা করেছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার থেকে বাস দুটি আটকে যাত্রীদের হেফাজতে নেয়া হয়। পরে বাসে থাকা ৫৭ জন নারী, ১৭ জন পুরুষ ও ৫ জন শিশুর মধ্যে ৩ জন বাদে বাকীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চক্রের বাকীদের বিষয়ে তথ্য যোগাড় করতে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সট: জুয়েল মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা- সাভার মডেল থানা।

25/11/2024

সাভার রাজাশনে ২ কিলোমিটার তিতাসের অবৈধ সংযোগ বিছিন্ন করে আজ

24/11/2024

ঢাকার সাভারে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও বিনা ওয়ারেন্টে পুলিশি হয়রানির অভিযোগে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার বরাবর কাছে প্রতি প্রতিবাদলিপি জমা দিয়েছে দলটির নেতাকর্মীরা।

রোববার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার সিনিয়র সহ সভাপতি মাও. মাহফুজুর রহমানের নেতৃত্বে দলটির প্রায় শতাধিক নেতাকর্মী মিলে এই প্রতিবাদলিপি জম দেন।

এসমত উপস্থিত নেতাকর্মীরা জানান, আমাদের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে উদ্দেশ্য প্রনোদিত হয়ে সংবাদ প্রকাশ ও পুলিশি হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই। এবং দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বংলাদেশের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে ট্রাভেল ব্যবসার আড়ালে আবাসন ব্যবসা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে তাদের প্রতিবাদের প্রেক্ষিতে সংবাদটি অপসারণ করা হলেও পুলিশের পক্ষ থেকে নূর মোহাম্মদকে হয়রানি করা হয় বলে দাবী করেন দলটির নেতাকর্মীরা।

23/11/2024

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

20/11/2024

ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কে তৈরি পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

পুলিশ জানায়, বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এসময় স্থানূয়ার বাসের যাত্রীসহ অন্তত ১০-১৫ জন গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

সাভার
তারিখ: ১৯.১১.২৪

20/11/2024

অটোরিকশা বন্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ |

17/11/2024

সন্ত্রাস ও মাদক নির্মূলে উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ১ নং ওয়ার্ড সাভার পৌরসভা নয়াবাড়ি এলাকার জনগন প্রধান অতিথি জনাব মোঃ খোরশেদ আলম বিশেষ অতিথি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা।

16/11/2024

আমিনবাজার ৯ নং ওয়ার্ডের মেম্বার মিয়া আব্দুর রব এর মধুমতি মডেল টাউনের রিসোর্টডে অশ্লীল কার্যকালাব।

11/11/2024

হাতকড়া হাতে থানার টাওয়ারে আসামি

09/11/2024

সাভারের শিমুলতলা এমকে টাওয়ারের ৪র্থ তলায় নারী উদ্যোক্তার মেলা

প্রায় ৭ দিন সিলেট কানাইঘাট থেকে শিশু মুনতাহা নিখোঁজ, মুনতাহাকে বাড়ির পাশ থেকে অপহরন করা হয়েছে।মুনতাহাকে ফিরে পেতে পরিবার...
08/11/2024

প্রায় ৭ দিন সিলেট কানাইঘাট থেকে শিশু মুনতাহা নিখোঁজ,

মুনতাহাকে বাড়ির পাশ থেকে অপহরন করা হয়েছে।
মুনতাহাকে ফিরে পেতে পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু অপহরনকারীরা এখনো কিছু জানাচ্ছেনা।

মুনতাহাকে ফিরে পেতে আপনার একটি শেয়ার প্রয়োজন প্লিজ প্লিজ প্লিজ।

যোগাযোগ নাম্বার-

মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

08/11/2024

আমি সরকারি জমি দখল করি নাই - > লেকসিটি হাউজিং এর চেয়ারম্যান আব্দুল হাকিম

সাভার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি হাউজিং >

07/11/2024

সাভারে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখায় দেখা দিয়েছে টাকার সংকট। এতে করে ভোগান্তীতে পড়েছে ব্যাংকটির ওই শাখার গ্রাহকেরা।

বৃহস্পতিবার সকালে সাভারের কুরাইশি মার্কেটে ব্যাংকটির শাখায় গিয়ে তারল্য সংকটের বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকেরা জানান, গত বেশ কিছু দিন ধরেই ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় নগদ টাকার সংকট তৈরী হয়। এতে করে ওই শাখার গ্রাহকেরা কোন অংকের বিপরীতেই চেক ভাঙিয়ে নগদ টাকা তুলতে পারছেন না। ফলে ব্যবসা বানিজ্যসহ প্রয়োজনীয় কাজে নগদ টাকার সংকটে পড়ে চরম ভোগান্তীতে পড়েছেন গ্রাহকেরা।

05/11/2024

দেখুন আমরা জুসের নামে কি খাচ্ছি বেরিয়ে এলো খাদ্য অধিদপ্তর এর অভিযানে

Address

Gulshan
Dhaka
1202

Alerts

Be the first to know and let us send you an email when bdstatenews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdstatenews.com:

Share

Category

BD State News

আপনিও আমাদের সাথে যোগ দিন।

আপনার এলাকার সর্বশেষ সংবাদ পাঠাতে পারেন আমাদেরকে