Daily Falah

Daily Falah DAILY FALAH
সারাবিশ্বের সকল খবর এক পাতায়...

রাসুলুল্লাহ ﷺ একবার বলেছেন— “জান্নাতে এমন কিছু বালক থাকবে যারা মুক্তোর মতো সুন্দর, তারা জান্নাতবাসীদের সেবা করবে।” — সূর...
16/10/2025

রাসুলুল্লাহ ﷺ একবার বলেছেন— “জান্নাতে এমন কিছু বালক থাকবে যারা মুক্তোর মতো সুন্দর, তারা জান্নাতবাসীদের সেবা করবে।” — সূরা আত-তূর, আয়াত ২৪। পবিত্র কুরআনে বলা হয়েছে— “আর তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরকুমার বালকেরা, যেন তারা মুক্তোর মতো ছড়িয়ে পড়েছে।” — সূরা আল-ইনসান, আয়াত ১৯

ইবনে কাসির (রহ.) বলেন, “এরা জান্নাতের সেবক, তারা জান্নাতবাসীদের চারপাশে ঘুরে বেড়াবে, হাতে থাকবে পানীয় ভর্তি পাত্র ও সুন্দর খাবারের থালা। তারা হবে অত্যন্ত সুন্দর, এমন উজ্জ্বল যেন মুক্তোর দানার মতো ঝলমল করে।” — তাফসির ইবনে কাসির, সূরা আত-তূর: ২৪

আয়েশা ছিলেন এক সাধারণ মুসলিম নারী। সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসা ও আল্লাহর ভয়েই পরিপূর্ণ। তাঁর স্বামী হাসান একজন দিনমজু...
15/10/2025

আয়েশা ছিলেন এক সাধারণ মুসলিম নারী। সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসা ও আল্লাহর ভয়েই পরিপূর্ণ। তাঁর স্বামী হাসান একজন দিনমজুর— সকালে কাজে যায়, সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসে। সংসারে অভাব ছিল, কিন্তু আয়েশা কখনো অভিযোগ করতেন না।

একদিন প্রচণ্ড বৃষ্টিতে হাসান কাজ পায়নি। ঘরে খাবারও ছিল না। তিনি ভারাক্রান্ত মনে ঘরে ফিরে এসে বললেন,
— “আজ কিছুই রোজগার করতে পারিনি। জানি না কাল কী হবে।”

আয়েশা মৃদু হাসলেন। চুপচাপ চুলা জ্বালিয়ে কিছু পানি গরম করে বললেন,
— “চিন্তা কোরো না। আমাদের রিজিক তো আল্লাহর হাতে। আজ আমরা না খেয়ে থাকব, কিন্তু হতাশ হব না।”

রাতে তিনি নামাজে দাঁড়ালেন। চোখ ভিজে গেল তাঁর দোয়ায় —

“হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের দরজা খুলে দাও। আমাদের ঈমান অটুট রাখো।”

সেই রাতেই পাশের গ্রামের এক বৃদ্ধ দরজায় কড়া নাড়লেন।
বলেন, “মেয়ে, আমি একা থাকি, খাবার রান্না করতে পারি না। তুমি কি আমার জন্য খাবার বানাবে? প্রতিদিন তোমাদের জন্য কিছু চাল ও ডাল রাখব।”

হাসান অবাক হয়ে তাকালেন স্ত্রীর দিকে। আয়েশা বললেন,
— “দেখো, আল্লাহ কেমনভাবে আমাদের রিজিক পাঠিয়ে দিলেন!”

সেদিন থেকে তাঁদের সংসারে অভাব ছিল না। কিন্তু তার চেয়েও বড় কথা—
তাঁদের ঘরে ছিল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা।

13/10/2025

আল্লাহু আকবার! ফিনিক্স পাখির মতো এলো খেলোয়াররা....(ভিডিও)

11/10/2025

মহানবী (সাঃ) এর প্রতি এক বিশ্ববিদ্যালয় ছাত্রের অফুরান ভালোবাসা...(ভিডিও)

01/10/2025
29/09/2025

‘আমি আসলে মুসলিম’ পূজা মণ্ডপে সাংবাদিককে যা বলল তরুণী

‘মুহাম্মদকে ভালোবাসি’ স্লোগানে উ-ত্তা-ল ভারত। জানা যায়, গত ৪ সেপ্টম্বর ভারতের কানপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে ‘I...
29/09/2025

‘মুহাম্মদকে ভালোবাসি’ স্লোগানে উ-ত্তা-ল ভারত। জানা যায়, গত ৪ সেপ্টম্বর ভারতের কানপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে ‘I Love Muhammad' সম্বলিত ব্যানার টানাতে স্থানীয় উ/গ্র/বাদী গোষ্ঠী বাধা দেয়। মূলত এরই প্র/তি/বাদে পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উন্নাও, বেরেলি, কৌশাম্বী, লখনউ, মহারাজগঞ্জ, কাশীপুর এবং হায়দ্রাবাদসহ রাজ্যে রাজ্যে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার-প্লে কার্ড হাত রাস্তায় নামে মুসলিমরা। যা বিভিন্ন রাজ্যে এখনো চলছে.....

24/09/2025

আলহামদুলিল্লাহ- ভারতে ফাইনাল খেলা শুরু.....(ভিডিও)

আল্লাহু আকবার ✌️❤️
22/09/2025

আল্লাহু আকবার ✌️❤️

ফ্রান্সের ২১ শহরে উড়লো ফি-লি-স্তি-নের পতাকা। বিজয় হবেই.....
22/09/2025

ফ্রান্সের ২১ শহরে উড়লো ফি-লি-স্তি-নের পতাকা। বিজয় হবেই.....

22/09/2025

আলহামদুলিল্লাহ! ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ❣️.....(ভিডিও)

19/09/2025

আলহামদুলিল্লাহ! এবার ভারত থেকেও পা/লা/বে....(ভিডিও)

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Daily Falah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Falah:

Share

Category