16/10/2025
রাসুলুল্লাহ ﷺ একবার বলেছেন— “জান্নাতে এমন কিছু বালক থাকবে যারা মুক্তোর মতো সুন্দর, তারা জান্নাতবাসীদের সেবা করবে।” — সূরা আত-তূর, আয়াত ২৪। পবিত্র কুরআনে বলা হয়েছে— “আর তাদের চারপাশে ঘুরে বেড়াবে চিরকুমার বালকেরা, যেন তারা মুক্তোর মতো ছড়িয়ে পড়েছে।” — সূরা আল-ইনসান, আয়াত ১৯
ইবনে কাসির (রহ.) বলেন, “এরা জান্নাতের সেবক, তারা জান্নাতবাসীদের চারপাশে ঘুরে বেড়াবে, হাতে থাকবে পানীয় ভর্তি পাত্র ও সুন্দর খাবারের থালা। তারা হবে অত্যন্ত সুন্দর, এমন উজ্জ্বল যেন মুক্তোর দানার মতো ঝলমল করে।” — তাফসির ইবনে কাসির, সূরা আত-তূর: ২৪