Dainik NoboDristi

Dainik NoboDristi Welcome to Dainik NoboDristi – for the update news and trending stories worldwide.

We provide in-depth analysis, breaking news, and updates on various topics including politics, technology, entertainment, business, and more. Welcome to Dainik NoboDristi – for the latest news and trending stories worldwide. With our slogan "নতুন আঙ্গিকে পরিবর্তনের বার্তা" we bring to you fresh perspectives and a clearer understanding of the world around us. Stay informed, stay ahead!

kingNews community

28/07/2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে পাকিস্তানের খান বাবার রেকর্ড | Khan Baba | Pakistan

https://youtu.be/FMwqCPNJLUs

19/07/2025

মৃত্যুর আগে কী হয়েছিল হুমাইরার সঙ্গে? পুলিশের তদন্তে উঠে এলো যেসব তথ্য । Humaira Asghar

#পাকিস্তান #নিহত_অভিনেত্রী

09/07/2025

ভুক্তভোগী ঐ নারীর করা মামলায় মুখ খুললেন ডিপজল | Dipjol | Court | News

🔔 সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য।
#মামলা #বাংলাচলচ্চিত্র

26/06/2025

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল-দৈনিক নবদৃষ্টিতে যোগ দিন | Dainik Nobodristi | Join Today

https://youtu.be/QxP4hR2x7aA?si=vaIMS0vezaWCL1vq
12/03/2025

https://youtu.be/QxP4hR2x7aA?si=vaIMS0vezaWCL1vq

📢 স্বামীকে পুলিশে দিলেন ‘বেক্কল বউ’র অভিনেত্রী! কেন এমন সিদ্ধান্ত? পুরো ঘটনা জানুন! 🔥বাংলাদেশের জনপ্রিয় অভিনেত....

06/02/2025

নীলফামারীতে মা/দকবি/রোধী অভিযানে law enforcement agencies বিপুল পরিমাণ কো/কে/ন ও হি/রো/ইন জব্দ করেছে, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা! 😱

📢 আপনার মতামত জানান:
➡️ মাদক নির্মূল করতে আমাদের করণীয় কী?
➡️ এই ঘটনার বিচার কী হওয়া উচিত?

🔥 সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন! 🔔

06/02/2025

🎬 স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি! অবশেষে রহস্যের অবসান? 🎬

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন স্বামী ও সন্তানসহ! 🏡👶 তাঁর হঠাৎ অন্তরালে চলে যাওয়া থেকে শুরু করে, গুঞ্জন, গোপন বিয়ে, এবং এবার প্রকাশ্যে আসার গল্প—সবকিছুই বিস্তারিত তুলে ধরেছি এই ভিডিওতে।

Youtube Link: https://www.youtube.com/watch?v=V2D9e0hu-ug

26/01/2025

"এককালের জনপ্রিয় কসকো সাবান এখন কোথায়? কসকো সাবানের ইতিহাস, জনপ্রিয়তার কারণ এবং বাজার থেকে এর হারিয়ে যাওয়ার কারণ জেনে নিন। কসকো সাবান নিয়ে নস্টালজিয়ায় ভরা এই ভিডিও মিস করবেন না! "

সেদিন তোমার সাথে আমার শেষ দেখা। অচেনা এক বিকেলের শেষে রোদ ম্লান হয়ে যাচ্ছিল, আর আমাদের গল্পটাও তেমনি ফুরিয়ে এসেছিল। অনেক...
30/10/2024

সেদিন তোমার সাথে আমার শেষ দেখা। অচেনা এক বিকেলের শেষে রোদ ম্লান হয়ে যাচ্ছিল, আর আমাদের গল্পটাও তেমনি ফুরিয়ে এসেছিল। অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না। চোখে চোখ রেখে শুধু একটা কথাই বলেছিলাম "বিশ্বাসঘাতক"।

তুমি থমকে দাঁড়িয়েছিলে, কিছুক্ষণ চুপচাপ ছিলে। তারপর বললে, “সবকিছু ভুল ।” কিন্তু আমি তখন কিছু শুনতে চাইনি, মন পাথর হয়ে গিয়েছিল। আমাদের স্বপ্নগুলো, স্মৃতিগুলো, একসঙ্গে কাটানো রাতগুলো—সব যেন মুহূর্তেই অস্পষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম, আমাদের গল্পের শেষ এখানেই।

জীবন অনেক রাস্তায় ভরা—প্রতিটি পথ আমাদের সামনে নতুন সিদ্ধান্ত নিয়ে আসে। আমরা বেছে নিই কোন পথে হাঁটবো। একটা পথ হয় সৎ, সম্মানের, যেখানে দায়িত্ব আর আত্মমর্যাদা থাকে। আরেকটা পথ হয় সহজ আর আকর্ষণীয়—যেখানে লোভ, মিথ্যে আর প্রতারণা আমাদের তাড়িয়ে নিয়ে যায়। তুমি সেই সহজ পথটায় হেঁটেছো, যেখানে প্রথমে সবকিছুই সুন্দর মনে হয়, কিন্তু শেষে কেবল শূন্যতা ছাড়া কিছুই থাকে না।

আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যিকার অর্থে, মন থেকে। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তকেই একটা স্বপ্নের মতো মনে হয়েছিল। কিন্তু সেই স্বপ্নটা ছিল মিথ্যে। তুমি বেছে নিয়েছিলে নিজের সুবিধা, আর আমি বেছে নিয়েছিলাম সত্যের পথ। তোমাকে ধরে রাখতে পারতাম, যদি আমিও তোমার মতো প্রতারণা শিখে নিতাম। কিন্তু আমি জানতাম, সত্যের পথটা কঠিন—তবুও আমি সেই পথেই রইলাম।

সেদিন তোমার চলে যাওয়ার পর কষ্টটা অসহনীয় ছিল। বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয়েছিল, যে শূন্যতা নিয়ে আমি রাতের পর রাত কাটিয়েছি। কতবার ভেবেছি তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। কিন্তু প্রতিবার নিজেকে বলেছি—যে চলে যেতে চায়, তাকে ধরে রাখা ভালোবাসা নয়।

সময় অনেকটা গড়িয়ে গেছে। আজ যখন পেছনে তাকাই, দেখি সেই যন্ত্রণাগুলো আমাকে বদলে দিয়েছে। আমি আর আগের মানুষটা নেই। জীবন আমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, আর কাকে নয়। শিখিয়েছে কীভাবে নিজেকে ভালোবাসতে হয়।

তুমি আজ কোথায় আছো, আমি জানি না। হয়তো সুখে আছো, হয়তো তুমিও কোথাও গিয়ে বুঝতে পেরেছো কী হারিয়ে ফেলেছো। তবে আমি জানি, আর কখনো আমাদের পথ এক হবে না। কারণ আমি শিখে গেছি, কিছু সম্পর্কের শেষটা মেনে নিতেই হয়।

যেখানেই থাকো, ভালো থেকো। আর আমি? আমি ভালো আছি। জীবনের পথে নতুন সূর্যের দিকে হাঁটছি, আর পেছনে ফিরে তাকানোর ইচ্ছেটা অনেক আগেই হারিয়ে ফেলেছি।

#শেষ_দেখা
ানা
( ভালো লাগলে ২য় পর্ব আসবে)

01/10/2019

আমি চাইলাম, কিন্তু পেলাম না কিংবা আমি চাইলাম এক জিনিস, পেলাম অন্য আরেক জিনিস— এ নিয়ে আক্ষেপ করারও সুযোগ নেই। মনে রাখা প্রয়োজন- সবকিছুই আল্লাহ তাঁর নিজ জ্ঞানে করেন এবং সবকিছুই আমাদের কল্যাণের জন্য। সমস্যা হচ্ছে, আমাদের সীমিত জ্ঞানে তা বুঝে ওঠা দুষ্কর।

#উপন্যাস
#পবিত্র_প্রত্যাখ্যান
#ওয়াসিম_খান_রানা

একটা ছেলের অস্তিত্ব বিলীন করার জন্য সর্ব গুনাগুন সম্পূর্ণ অস্ত্র হচ্ছে একটি মেয়ে। আর অস্তিত্তহীন ছেলে থেকে সফল মানুষ হিস...
28/08/2019

একটা ছেলের অস্তিত্ব বিলীন করার জন্য সর্ব গুনাগুন সম্পূর্ণ অস্ত্র হচ্ছে একটি মেয়ে। আর অস্তিত্তহীন ছেলে থেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার কারিঘর হচ্ছে মা। জগৎ সংসারের শত দুঃখ-কষ্ট আর বিপদ-সংকটে যে মানুষটির একটু সান্ত্বনা আর স্নেহ-ভালোবাসা আমাদের সব বেদনা দূর করে দেয়— তিনিই হলেন মা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে তার মা অতি মূল্যবান। শুধু মানুষ কেন? পৃথিবীর প্রতিটি প্রাণীই তার মায়ের কাছে ঋণী। সে ঋণ শোধ করার কোনো উপকরণ আল্লাহপাক দুনিয়ায় সৃষ্টি করেননি।

ইসলাম মাতা-পিতাকে সর্বোচ্চ অধিকার ও সম্মান দিয়েছে। ইসলামের বিধানমতে, আল্লাহ তাআলার পরেই মাতা-পিতার স্থান। এ প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের উফ্ বলবে না এবং তাঁদের ধমক দেবে না; তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন’। (সুরা বনি ইসরাইল, আয়াত- ২৩,২৪)।

কিন্তু কেমন পাগল পুরুষ আমরা ? যে মেয়ে আমাদের মগজ ধুলাই করার ব্রত, তাদের নিয়েই আমাদের শত ভাবনা। বাস্তব জগতে মায়ের জায়গা কোথায় হয়, সেটা আমরা সকলেই জানি। আসল কথা হচ্ছে আমরা অস্ত্রকে সঙ্গী করতে রাজী ক্ষত শোকানোর সেই মহাঔষুধ দূরে ঠেলে। বিবেক আপনারও আছে, বিবেক আমারও আছে। আর তাই আসুন বিবেকের কাঠঘড়ায় দাড়াই.......

 #শেষ_দেখাসেদিন ছিল তোমার সাথে আমার শেষ দেখা। খুব কাছ থেকে তোমায় বলেছিলাম, "বিশ্বাসঘাতক"। সেদিন আমার চোখে জল এসেছিলো ঠিক...
18/08/2019

#শেষ_দেখা

সেদিন ছিল তোমার সাথে আমার শেষ দেখা। খুব কাছ থেকে তোমায় বলেছিলাম, "বিশ্বাসঘাতক"। সেদিন আমার চোখে জল এসেছিলো ঠিক-ই কিন্তু ঝরতে দেই নি । ভাবি নি, তুমি শেষে এমনটা হতে পারো, তাই পেছন ফিরে তাকানোর সাহস পাই নি।

জীবন চলার পথে দুটো রাস্তা তোমার জন্য খোলা, প্রথম রাস্তাটা সত্য ও সুন্দরের আর দ্বিতীয় রাস্তা যেটা তুমি পাবে সেটা খারাপ ও অন্ধকারের । দ্বিতীয় রাস্তার ধর্ম হচ্ছে সে সর্বদাই তোমাকে টানবে। ঐ রাস্তা তোমার গন্তব্যে পোঁছে দেবে খুব সহজে। প্রথমে মনে হবে তুমি জিতে যাচ্ছ কিন্তু শেষে তোমার হার নিশ্চিত। প্রথম রাস্তা দ্বিতীয়টার মত এতটা সহজ নয়। যার পদে পদে আছে বাধা, বার বার হেরে যাচ্ছি মনে হয়। কিন্তু শেষে জয়ের আলিঙ্গনে জীবনটা সার্থক হয়ে উঠে। তাই প্রথম পথ বেছে নিতে পিছ পা হলাম না।

সময় পেরিয়েছে অনেকটা, জল-ও ঘোলা হয়েছে বেশ। দীর্ঘ দিনের তীব্র আঘাতে জমাট বাঁধা পাথর আজ যেন নিজেই যাচ্ছে ক্ষয়ে।


#উপন্যাস
#শূন্য_দেয়াল

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Dainik NoboDristi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik NoboDristi:

Share