30/10/2024
সেদিন তোমার সাথে আমার শেষ দেখা। অচেনা এক বিকেলের শেষে রোদ ম্লান হয়ে যাচ্ছিল, আর আমাদের গল্পটাও তেমনি ফুরিয়ে এসেছিল। অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না। চোখে চোখ রেখে শুধু একটা কথাই বলেছিলাম "বিশ্বাসঘাতক"।
তুমি থমকে দাঁড়িয়েছিলে, কিছুক্ষণ চুপচাপ ছিলে। তারপর বললে, “সবকিছু ভুল ।” কিন্তু আমি তখন কিছু শুনতে চাইনি, মন পাথর হয়ে গিয়েছিল। আমাদের স্বপ্নগুলো, স্মৃতিগুলো, একসঙ্গে কাটানো রাতগুলো—সব যেন মুহূর্তেই অস্পষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম, আমাদের গল্পের শেষ এখানেই।
জীবন অনেক রাস্তায় ভরা—প্রতিটি পথ আমাদের সামনে নতুন সিদ্ধান্ত নিয়ে আসে। আমরা বেছে নিই কোন পথে হাঁটবো। একটা পথ হয় সৎ, সম্মানের, যেখানে দায়িত্ব আর আত্মমর্যাদা থাকে। আরেকটা পথ হয় সহজ আর আকর্ষণীয়—যেখানে লোভ, মিথ্যে আর প্রতারণা আমাদের তাড়িয়ে নিয়ে যায়। তুমি সেই সহজ পথটায় হেঁটেছো, যেখানে প্রথমে সবকিছুই সুন্দর মনে হয়, কিন্তু শেষে কেবল শূন্যতা ছাড়া কিছুই থাকে না।
আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যিকার অর্থে, মন থেকে। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তকেই একটা স্বপ্নের মতো মনে হয়েছিল। কিন্তু সেই স্বপ্নটা ছিল মিথ্যে। তুমি বেছে নিয়েছিলে নিজের সুবিধা, আর আমি বেছে নিয়েছিলাম সত্যের পথ। তোমাকে ধরে রাখতে পারতাম, যদি আমিও তোমার মতো প্রতারণা শিখে নিতাম। কিন্তু আমি জানতাম, সত্যের পথটা কঠিন—তবুও আমি সেই পথেই রইলাম।
সেদিন তোমার চলে যাওয়ার পর কষ্টটা অসহনীয় ছিল। বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয়েছিল, যে শূন্যতা নিয়ে আমি রাতের পর রাত কাটিয়েছি। কতবার ভেবেছি তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। কিন্তু প্রতিবার নিজেকে বলেছি—যে চলে যেতে চায়, তাকে ধরে রাখা ভালোবাসা নয়।
সময় অনেকটা গড়িয়ে গেছে। আজ যখন পেছনে তাকাই, দেখি সেই যন্ত্রণাগুলো আমাকে বদলে দিয়েছে। আমি আর আগের মানুষটা নেই। জীবন আমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয়, আর কাকে নয়। শিখিয়েছে কীভাবে নিজেকে ভালোবাসতে হয়।
তুমি আজ কোথায় আছো, আমি জানি না। হয়তো সুখে আছো, হয়তো তুমিও কোথাও গিয়ে বুঝতে পেরেছো কী হারিয়ে ফেলেছো। তবে আমি জানি, আর কখনো আমাদের পথ এক হবে না। কারণ আমি শিখে গেছি, কিছু সম্পর্কের শেষটা মেনে নিতেই হয়।
যেখানেই থাকো, ভালো থেকো। আর আমি? আমি ভালো আছি। জীবনের পথে নতুন সূর্যের দিকে হাঁটছি, আর পেছনে ফিরে তাকানোর ইচ্ছেটা অনেক আগেই হারিয়ে ফেলেছি।
#শেষ_দেখা
ানা
( ভালো লাগলে ২য় পর্ব আসবে)