30/01/2024
আসুন-হিউম্যান সাইকোলজি'র একটা পরীক্ষা নিই:-
এখানে থামুন..!!
আপনাকে কিছু অনুমান করতে বলবো..!!
অনুমানগুলো মনে মনে রেখে আমার অনুমানের সাথে মিলিয়ে নিবেন। পোস্টের নিচের দিকে যাবেন না। এটা একটা গেইম-ধারাবাহিকভাবে পোস্টটা পড়ুন..!!
আপনাকে বলছি..
১। খুব দ্রুত যেকোন একটা ফার্নিচারের নাম ভাবুন যেকোন, যা মনে আসে তাই..!!
২। খুব দ্রুত যেকোন একটা ফুলের নাম ভাবুন..!!
৩। খুব দ্রুত যেকোন একটা রঙের নাম ভাবুন..!!
৪। খুব দ্রুত ১ থেকে ১০ পর্যন্ত যেকোন একটা সংখ্যা ভাবুন..!!**
এই জিজ্ঞাসাগুলোতে মানুষ যা অনুমান করে...
১। ৯০% মানুষ ফার্নিচার হিসেবে আগে চেয়ার/সোফা বা যেখানে বসা যায় টাইপ কিছু ভাবে-যেখানে বসা যায়..!!
২। ৯০% মানুষ ফুলের প্রসঙ্গ আসলেই গোলাপ চিন্তা
করে।
৩। রঙের প্রসঙ্গ আসলে ৯০% মানুষ লাল রঙ চিন্তা
করে।
৪।(১-১০) পর্যন্ত কোন নাম্বার মনে করতে বললে ৯০% মানুষ ৭ (সাত) চিন্তা করে। এটাই হিউম্যান সাইকোল্যজি..!!
কয়টা মিলছে জানাবেন!!!
#আড্ডা পোস্ট.