Green Chilly Entertainment

Green Chilly Entertainment Youtube Content Creator

মা নীলা চৌধুরি,শাশুড়ি লুসি,বাবা ওস্ত্রী সামিরার সাথে হাস্যোজ্জল মুহুর্তেসালমান শাহ।বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বিয়ের পর তা...
13/10/2023

মা নীলা চৌধুরি,
শাশুড়ি লুসি,
বাবা ও
স্ত্রী সামিরার সাথে হাস্যোজ্জল মুহুর্তে
সালমান শাহ।
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বিয়ের পর তার শ্বশুরঘর এ রয়েছেন প্রায় ১৬ বছর।
অথচ সালমান শাহ তারকা হতে না হতেই মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে গেলেন স্ত্রীর কথা অনুযায়ী।
কেন জানি মনে হয়, মা-বাবার সাথে এক বাড়িতে থাকলে সালমানকে এই অকালে ঝরে যেতে হতনা।😤😤

22/05/2023

রেশমা
চিত্রনায়িকা
জন্ম: ১৯৩৮
মৃত্যু: ২০ মে ২০২০

ষাট দশকের জনপ্রিয় নায়িকা। পুরো নাম আজমেরি জামান রেশমা। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমির হোসেনের কন্যা রেশমা। ক্যারিয়ার শুরু করেন "ভয়েস অফ আমেরিকা"র উপস্থাপক ও সংবাদ পাঠিকা হিসেবে। হলিক্রস কলেজে পড়ার সময়ই তিনি রেডিওতে ইংরেজি সংবাদ পাঠ করতেন। সেক্সপিয়ারের উপন্যাস অবলম্বনে অধ্যাপক মুনির চৌধুরীর নাট্যরূপ দেয়া "মুখরা রমনী বশীকরণ" নাটকে রেশমার অনবদ্য অভিনয় ঋদ্ধ দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়। রেশমার প্রথম ছবি "জিনা ভি মুশকিল" এ নায়ক ছিলেন হাসান ইমাম। কাজী জহিরের "নয়ন তারা" ছবিটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ওই ছবিতে নায়ক ছিলেন আজিম। রেশমা অভিনীত উল্লেখযোগ্য ছবির কয়েকটি হলো ইন্ধন, ভাওয়াল সন্যাসী, চাঁদ আওর চাঁদনি, দিল এক শিঁশা, সূর্য ওঠার আগে, শাহনাই, মনজিল হায় জাঁহা, আলাদীন আলিবাবা সিন্দাবাদ ইত্যাদি।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলার সময় রেশমা পাকিস্তানে আঁটকা পড়েন। পরে দেশে ফিরে এলেও তিনি আর চলচ্চিত্রে নিয়মিত হননি। হাতে গোনা কয়েকটি টেলিভিশন নাটক ও কয়েকটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। পাকিস্তান টেলিভিশন (ঢাকা ও লাহোর) এর প্রথম প্রযোজক জামান আলী খান তাঁর স্বামী।
তাঁর সন্তান রাহবার খান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠক হিসেবে প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালের ২০ মে রেশমা প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি মহান আল্লাহ তাঁকে বেহেশত নসীব করেন।

09/05/2023

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সঙ্গীতজ্ঞ গাজী মাজহারুল...

06/05/2023

যৌবনে অভিনেতা মোস্তফা করাচিতে একটি পার্কে। ক্যারিয়ারের শুরুতে উর্দু সিনেমায় সাফল্যের সাথে অভিনয় করেছেন তিনি। 'চকোরি', 'বেগানা' ইত্যাদি ছবি পাকিস্তান আমলে তার ক্যারিয়ারের মাইলফলক।

সময়: ১৯৬০'র দশক।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (এসকে জাওয়াদ)

06/05/2023

৩ জন খাসির বর্তমান প্যাকেজ ৭৫০ টাকা
দামে কম মানে ভালো,৬ আইটেম দিয়ে প্যাকেজ

➿➿➿➿➿➿➿➿➿➿

✡️৩ জনের ফ্যামিলি প্যাকেজে যা থাকছেঃ

🔴অরজিনাল খাসির মাংস ৬ পিস
🟢বাসমতি কাচ্চির রাইস ৩জনের পরিমাণ
🔴আলু ৩ পিস
🟢চিকেন কাবাব ৩ টি
🔴 ড্রিংস/বোরহানি ৩জন
🟢সালাদ

৩ জন ৭৫০ টাকা

বাঙালিয়ানা খাবারের আসল স্বাদ পেতে আপনার
পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আমাদের
অষ্টব্যঞ্জনের অথেন্টিক খাবার উপভোগ করতে।
আজই চলে আসুন আমাদের ডাইন ইনে।

আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলার ঐতিহ্যবাহী খাবার আপনাদের সামনে সর্বদা তুলে ধরতে 💝

#ডাইন_ইন
#হোম_ডেলিভারি
#অনলাইন_সার্ভিস
#টেকওয়ে

🔵Online Delivery Services--🔵

🟧----ফুডপান্ডা
🟩----পাঠাও
🟪----হাংরি নাকি

➡️হোম ডেলিভারি নিতে সরাসরি কল করুন
অথবা হোয়াটসঅ্যাপ করুন…😊

❇️01792-118744(Call,WhatsApp)
✅01685-493919 (Call,WhatsApp)
✳️01714-854054 (call)

🚒হোম-ডেলিভারী এরিয়া গুলো কমেন্টে দেয়া হল——

🏠আমাদের ঠিকানা:
২০/৫ পশ্চীম পান্থপথ, কর্নেল রশিদ স্কয়ার, স্কয়ার হাসপাতাল এর নিকটে, ঢাকা -১২০৫

➡️ লোকেশন গুগল ম্যাপ :
https://goo.gl/maps/1SUpj6xwhLyG

দ্রুত খাবার পেতে আমাদের কে কল করুন।

ধন্যবাদ অষ্টব্যঞ্জন পান্থপথের পক্ষ থেকে। ❤️

Address

Dhaka
1712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Chilly Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Chilly Entertainment:

Share