22/05/2023
রেশমা
চিত্রনায়িকা
জন্ম: ১৯৩৮
মৃত্যু: ২০ মে ২০২০
ষাট দশকের জনপ্রিয় নায়িকা। পুরো নাম আজমেরি জামান রেশমা। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমির হোসেনের কন্যা রেশমা। ক্যারিয়ার শুরু করেন "ভয়েস অফ আমেরিকা"র উপস্থাপক ও সংবাদ পাঠিকা হিসেবে। হলিক্রস কলেজে পড়ার সময়ই তিনি রেডিওতে ইংরেজি সংবাদ পাঠ করতেন। সেক্সপিয়ারের উপন্যাস অবলম্বনে অধ্যাপক মুনির চৌধুরীর নাট্যরূপ দেয়া "মুখরা রমনী বশীকরণ" নাটকে রেশমার অনবদ্য অভিনয় ঋদ্ধ দর্শক মহলে ব্যাপক আলোচিত হয়। রেশমার প্রথম ছবি "জিনা ভি মুশকিল" এ নায়ক ছিলেন হাসান ইমাম। কাজী জহিরের "নয়ন তারা" ছবিটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ওই ছবিতে নায়ক ছিলেন আজিম। রেশমা অভিনীত উল্লেখযোগ্য ছবির কয়েকটি হলো ইন্ধন, ভাওয়াল সন্যাসী, চাঁদ আওর চাঁদনি, দিল এক শিঁশা, সূর্য ওঠার আগে, শাহনাই, মনজিল হায় জাঁহা, আলাদীন আলিবাবা সিন্দাবাদ ইত্যাদি।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলার সময় রেশমা পাকিস্তানে আঁটকা পড়েন। পরে দেশে ফিরে এলেও তিনি আর চলচ্চিত্রে নিয়মিত হননি। হাতে গোনা কয়েকটি টেলিভিশন নাটক ও কয়েকটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। পাকিস্তান টেলিভিশন (ঢাকা ও লাহোর) এর প্রথম প্রযোজক জামান আলী খান তাঁর স্বামী।
তাঁর সন্তান রাহবার খান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠক হিসেবে প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালের ২০ মে রেশমা প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি মহান আল্লাহ তাঁকে বেহেশত নসীব করেন।