Dhruba Kantho News

Dhruba Kantho News “তারুণ্যের সংবাদ মাধ্যম”
www.dhrubakantho.com

30/07/2025

নোয়াখালী-৫ আসনের সাথে সীমানা আয়তনে আরও ২টি ইউনিয়নকে সংযুক্তি করে বড় করা হয়েছে।
বর্তমানে সদর উপজেলার অশ্বদিয়া ও নিয়াজপুর ইউনিয়ন নোয়াখালী ৫ আসনের সাথে সংযুক্ত।

30/07/2025

বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির। দেশেই সার্জারির অনুরোধ তার

১২০ বছর বয়সেও আমাকে জেলের  ঘানি টানতে হবে, লা'ঠি হাতে আ'দালতে শতবর্ষী ইদ্রিস শেখ!! প্রি'জন ভ্যানে বাবাকে দেখেই কেঁদে ফে...
30/07/2025

১২০ বছর বয়সেও আমাকে জেলের ঘানি টানতে হবে, লা'ঠি হাতে আ'দালতে শতবর্ষী ইদ্রিস শেখ!!

প্রি'জন ভ্যানে বাবাকে দেখেই কেঁদে ফেললেন ছেলে!
আদালতের সিঁড়ি বেয়ে নামতে পারছিলেন না বৃদ্ধ ইদ্রিস শেখ। তাঁর দুই বাহু ধরে রাখেন দুজন পুলিশ কনস্টেবল। বাবাকে এভাবে দেখতে পেয়ে ছেলে চিৎকার করে বলতে থাকেন, ১২০ বছর বয়সেও আমার বাবাকে জেলের ঘানি টানতে হবে,আমার বাবা ন্যায় বিচার পাননি!

২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলে যান তিনি।

30/07/2025

জামায়াত আমীরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

মানবিক সাহায্যের আবেদন : নাম মোঃ আলী আকবর (সাদ্দাম), পিতা : মোঃ বেলাল হোসেন,বাড়ি : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজার...
30/07/2025

মানবিক সাহায্যের আবেদন : নাম মোঃ আলী আকবর (সাদ্দাম), পিতা : মোঃ বেলাল হোসেন,
বাড়ি : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আছে বেকারত্ব নিয়ে এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে স্থায়ী কোন চাকরি না পেয়ে অবশেষে জীবন জীবিকা নির্বাহের জন্য মাত্র অল্প কয়দিন হলো রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ শুরু করে! আসলে তার ভাগ্যটা খারাপ গত দুইদিন আগে সেই একটা মালিকানাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের নিচতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়, ওই অবস্থায় তাকে ওখান থেকে উদ্ধার করে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, তার মাথায় ও কোমরে প্রচন্ড আঘাত পেয়েছে এবং কোমরের একটা হার্ড ভেঙ্গে গেছে, সেই এখন স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেনা, তার চিকিৎসা চালাতে ব্যয়বহুল খরচের ব্যাপার, গরীব বাবার একমাত্র ছেলে সেই খুবই দরিদ্র পরিবার তাদের, বাবা-মা স্ত্রী আর ছোট ছোট তিনটি অবুঝ ছেলে-মেয়ে নিয়ে তাদের ভাঙ্গা গড়া দুঃখের একটা সংসার! চিকিৎসা চালানোর মতো কোন সামর্থ্যই তাদের নেই।
এমতাবস্থায় সকলের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি! দয়া করে সবাই একটি অসহায় পরিবারের একমাত্র অবলম্বন (সাদ্দাম) এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

তাদের পার্সোনাল বিকাশ নাম্বার :+8801837935950
কেউ চাইলে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

দয়া করে তার ছোট ছোট তিনটি অবুঝ ছেলে মেয়ের দিকে তাকিয়ে হলেও অসহায় পরিবারের একমাত্র অবলম্বন সাদ্দামের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন!!
যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন'না তারা দয়া করে অন্ততপক্ষে একটি করে শেয়ার হলেও করবেন প্লিজ 🙏 আপনাদের শেয়ারের মাধ্যমে এই পোস্টটি হয়তো কোন বিত্তবান দানশীল লোকের চোখে পড়বে।

30/07/2025

নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে বিএনপি কার্যালয়, বকেয়া বিল চাওয়ায় মালিককে পি/টি*য়ে হ/ত্যা*র !

30/07/2025

আশুলিয়ায় এনসিপি প্যান্ডেলের সামনে বিএনপির কর্মীদের হাতাহাতি।

30/07/2025

এনসিপির সমাবেশে ছাত্রদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে আসার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

30/07/2025

উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিবাদ সমাবেশে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া।

30/07/2025

মাদারীপুরের সুমাইয়ার টানে ছুটে এলেন চীনা যুবক

30/07/2025

ফিরে দেখা ৩০ জুলাই : ‘মার্চ ফ‘র জা‘স্টিস’ কর্মসূচি ঘোষণা!!

30/07/2025

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত

Address

Dhruba Kantho
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dhruba Kantho News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share