Cooking by Eme

Cooking by Eme আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্

চিচিঙ্গা পোস্তের রেসিপি।উপকরণ: চিচিঙ্গা ৫০০ গ্রাম, পেঁয়াজ ২টি, শর্ষের তেল ৩ টেবিল চামচ, কালিজিরা আধা চা-চামচ, শুকনা মরিচ...
09/07/2025

চিচিঙ্গা পোস্তের রেসিপি।

উপকরণ: চিচিঙ্গা ৫০০ গ্রাম, পেঁয়াজ ২টি, শর্ষের তেল ৩ টেবিল চামচ, কালিজিরা আধা চা-চামচ, শুকনা মরিচ ৩টা, কাঁচা মরিচ ৩–৪টি, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পোস্তবাটা ৪ টেবিল চামচ।

প্রণালি: প্রথমে চিচিঙ্গা খোসা ছাড়িয়ে বীজ বের করে লম্বা টুকরো করে নিন। পেঁয়াজ কুচি করে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে কালিজিরা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে দিন। তাতে পেঁয়াজকুচি দিন।

একটু ভাজা হলে চিচিঙ্গা দিয়ে দিন। হলুদ, লবণ ও মরিচগুঁড়া মিশিয়ে ঢেকে দিন। মাঝেমধ্যে নেড়ে দিন। চিচিঙ্গা সেদ্ধ হয়ে এলে পোস্তদানাবাটা দিয়ে ভালো করে নেড়ে দিন। তরকারির জলীয় ভাব কিছুটা কমে গেলে নামিয়ে পরিবেশন করুন।

চ্যাপা শুঁটকির পাতুরির রেসিপি।উপকরণ: শুঁটকি ৮টি, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি আধা কাপ, শর্ষের তেল ২ চা-চামচ, লাল মরিচ ৬–...
09/07/2025

চ্যাপা শুঁটকির পাতুরির রেসিপি।

উপকরণ: শুঁটকি ৮টি, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি আধা কাপ, শর্ষের তেল ২ চা-চামচ, লাল মরিচ ৬–৭টি, কাঁকরোলপাতা বা কুমড়াপাতা পরিমাণমতো, সয়াবিন তেল ভাজার জন্য পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রণালি: প্রথমে শুঁটকি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিন। পেঁয়াজ, রসুন কেটে কুচি করে রাখুন। মোটা তাওয়ায় অল্প তেলে শুঁটকি টেলে উঠিয়ে রাখুন। এরপর আবার অল্প তেল দিয়ে প্রথমে মরিচ দিয়ে দিন। তারপর পেঁয়াজ, রসুন টেলে নিন। এবার টেলে নেওয়া সবকিছু একসঙ্গে দিস্তা দিয়ে ছেঁচে তুলে রাখুন। পরে ঝাল ও লবণ নিজের ইচ্ছেমতো মিশিয়ে ভর্তা করে নিন।

কাঁকরোলপাতা বা কুমড়াপাতা ধুয়ে, কাপড় দিয়ে ভালো করে মুছে ভেতরে এই ভর্তা দিয়ে মুড়িয়ে নিন। সেঁকা তেলে ভেজে নিন দুই পাশ। প্রথমে মোড়ানো দিকটা নিচের দিকে থাকবে, তাতে খুব সহজেই আটকে থাকবে, খুলে আসবে না। আটকে রাখার জন্য টুথপিকও ব্যবহার করতে পারেন।

থানকুনিপাতায় টাকি মাছের ঝুরির রেসিপি।উপকরণটাকি মাছ ৩০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা–চামচ, লবণ পরিমাণমতো, শর্ষের তেল সিকি কাপ,...
08/07/2025

থানকুনিপাতায় টাকি মাছের ঝুরির রেসিপি।

উপকরণ

টাকি মাছ ৩০০ গ্রাম, হলুদগুঁড়া আধা চা–চামচ, লবণ পরিমাণমতো, শর্ষের তেল সিকি কাপ, থানকুনিপাতা ১ মুঠি, পেঁয়াজকুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া সিকি চা–চামচ, কাঁচা মরিচ ফালি ৫–৬টি ও লেবুর রস ১ চা–চামচ।

প্রণালি

মাছ ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন। প্যানে অল্প তেল গরম করে মাছগুলো একটু উল্টে–পাল্টে ভেজে নিন। নামিয়ে কাঁটা বেছে রাখুন। থানকুনির পাতা ধুয়ে মিহি কুচি করে রাখুন। এবার অন্য প্যান চুলায় দিয়ে বাকি তেল গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ নরম হলে থানকুনিপাতা, লেবুর রস আর কাঁচা মরিচ বাদে বাকি মসলা দিয়ে কষিয়ে নিন। পানি দিয়ে আবার মসলা কষান। এবার কাঁটা বাছা মাছ, কেটে রাখা থানকুনিপাতা ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে একটু ঢেকে দিন। এরপর ভালোভাবে ভুনে নিন। ভাজা ভাজা হয়ে এলে লেবুর রস দিয়ে একটু নেড়েচেড়ে গরম–গরম পরিবেশন করুন।

Chocoflan Cake RecipeA rich chocolate cake and a creamy caramel flan, topped with a luscious caramel glaze. The magic of...
08/07/2025

Chocoflan Cake Recipe

A rich chocolate cake and a creamy caramel flan, topped with a luscious caramel glaze. The magic of this cake lies in its baking process – the layers reverse during baking, creating a stunning and delicious presentation.

Ingredients;
For the Caramel:
½ cup (100g) granulated sugar
2 tablespoons water
For the Chocolate Cake:
¾ cup (150g) granulated sugar
1 cup (125g) all-purpose flour
½ cup (50g) unsweetened cocoa powder
1 teaspoon baking powder
½ teaspoon baking soda
¼ teaspoon salt
1 large egg
½ cup (120ml) whole milk
¼ cup (60ml) vegetable oil
½ teaspoon vanilla extract
½ cup (120ml) hot water
For the Flan:
1 can (397g) sweetened condensed milk
1 can (354ml) evaporated milk
4 large eggs
1 teaspoon vanilla extract RECIPE👇

🍰 বেকারি স্টাইলে সুইস রোল কেক রেসিপি | Swiss Roll Cake Recipe📝 প্রয়োজনীয় উপকরণ | Ingredients:ডিম – ৪টিEggs – 4চিনি – ১/২...
07/07/2025

🍰 বেকারি স্টাইলে সুইস রোল কেক রেসিপি | Swiss Roll Cake Recipe

📝 প্রয়োজনীয় উপকরণ | Ingredients:

ডিম – ৪টি
Eggs – 4

চিনি – ১/২ কাপ
Sugar – 1/2 cup

ময়দা – ১/২ কাপ
All-purpose flour – 1/2 cup

বেকিং পাউডার – ১/২ চা চামচ
Baking powder – 1/2 tsp

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
Vanilla essence – 1 tsp

লবণ – ১ চিমটি
A pinch of salt

তেল – ২ টেবিল চামচ
Oil – 2 tbsp

দুধ – ২ টেবিল চামচ (নরম কেকের জন্য)
Milk – 2 tbsp (optional, for soft texture)

স্ট্রবেরি জ্যাম বা হুইপড ক্রিম – প্রয়োজন মতো ফিলিংয়ের জন্য
Strawberry jam or whipped cream – as needed for filling

আইসিং সুগার – ছিটানোর জন্য
Icing sugar – for dusting

---

🍽️ প্রস্তুত প্রণালী | Instructions:

১. ডিম ও চিনি ফেটানো:
একটি বড় বাটিতে ডিম ও চিনি একসাথে নিয়ে ৭-৮ মিনিট বিট করুন যতক্ষণ না এটি হালকা ও ফোমি হয়।
In a large bowl, beat eggs and sugar together for 7-8 minutes until light and fluffy.

২. শুকনো উপকরণ মেশানো:
ময়দা, বেকিং পাউডার ও লবণ আলাদা বাটিতে চেলে নিন। তারপর ধীরে ধীরে ডিমের মিশ্রণে মেশান।
Sift flour, baking powder, and salt together. Gradually fold into the egg mixture.

৩. ভ্যানিলা, তেল ও দুধ যোগ করা:
ভ্যানিলা এসেন্স, তেল ও দুধ যোগ করে আস্তে করে মেশান।
Add vanilla essence, oil, and milk, and gently mix.

৪. বেকিং:
বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে ব্যাটার ঢেলে সমান করে দিন।
Preheat oven to 180°C (350°F). Pour the batter onto a tray lined with parchment paper and spread evenly.
এখন ১০-১২ মিনিট বেক করুন।
Bake for 10-12 minutes.

৫. রোলিং:
বেক হয়ে গেলে গরম থাকতে গরুত্ত সহকারে একটি কিচেন ক্লথের ওপর নামিয়ে নিন, ওপর থেকে পার্চমেন্ট পেপার খুলে ফেলুন।
Once baked, immediately invert onto a kitchen towel, remove parchment paper.
ধীরে ধীরে কাপড়সহ রোল করে নিন এবং ঠাণ্ডা হতে দিন।
Roll it gently with the towel and let it cool.

৬. ফিলিং ও চূড়ান্ত রোল:
ঠাণ্ডা হলে খুলে ফেলে ভেতরে পছন্দমতো জ্যাম বা হুইপড ক্রিম ছড়িয়ে দিন।
Once cooled, unroll and spread your desired filling.
আবার রোল করে ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।
Roll again and refrigerate for 30 minutes.

৭. পরিবেশন:
চাকু দিয়ে সুন্দর করে কেটে আইসিং সুগার ছিটিয়ে পরিবেশন করুন।
Slice with a sharp knife, dust with icing sugar, and serve.

#কেকরেসিপি #রোলকেক

মকা মিল্ক শেকের রেসিপি।উপকরণ: ঘন ঠান্ডা দুধ ২ কাপ, ইনস্ট্যান্ট কফি পাউডার ২ চা-চামচ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট সি...
04/07/2025

মকা মিল্ক শেকের রেসিপি।

উপকরণ: ঘন ঠান্ডা দুধ ২ কাপ, ইনস্ট্যান্ট কফি পাউডার ২ চা-চামচ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট সিরাপ ৩ টেবিল চামচ, কোকো পাউডার ২ টেবিল চামচ, বরফকুচি স্বাদমতো ও হুইপিং ক্রিম সাজানোর জন্য।

প্রণালি: হুইপিং ক্রিম বাদ দিয়ে সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পরিবেশন গ্লাসে ঢেলে ওপরে হুইপিং ক্রিম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

জাফরানি দুধ শরবতের রেসিপি।উপকরণ: দুধ ২ কাপ, মালাই দুধ আধা কাপ, জাফরান সিকি চা-চামচ, পেস্তা ও কাঠবাদামবাটা ২ টেবিল চামচ, ...
04/07/2025

জাফরানি দুধ শরবতের রেসিপি।

উপকরণ: দুধ ২ কাপ, মালাই দুধ আধা কাপ, জাফরান সিকি চা-চামচ, পেস্তা ও কাঠবাদামবাটা ২ টেবিল চামচ, পেস্তা ও কাঠবাদামকুচি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ ও বরফকুচি স্বাদমতো।

প্রণালি: দুধ জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখুন। মালাই দুধ, জাফরান, চিনি ও বাদামবাটা একসঙ্গে ব্লেন্ড করুন। মসৃণ পেস্ট হলে বাদামকুচি, বরফকুচি ও দুধ মিশিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন জাফরান দুধ শরবত।

চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি।উপকরণ: কচুর লতি আধা কেজি, মাঝারি সাইজের চিংড়ি মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি তিন টেবিল চামচ, সয়াব...
04/07/2025

চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপি।

উপকরণ: কচুর লতি আধা কেজি, মাঝারি সাইজের চিংড়ি মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি তিন টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লাল কাঁচা মরিচ ৫–৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, রসুনবাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ।

প্রণালি: কচুর লতির আঁশ বেছে টুকরা করে ভালো করে ধুয়ে নিন। বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রাখুন। পেঁয়াজকুচি করে রাখুন। এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিন। লাল কাঁচা মরিচ অল্প কেটে দিয়ে দিন। পেঁয়াজগুলো নরম হয়ে এলে মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া ও অল্প পানি দিয়ে নেড়ে দিন।

এবার পেঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা দিয়ে ভালো করে নেড়ে অল্প লবণ দিয়ে দিন। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে সেদ্ধ করা কচুর লতি দিয়ে দিন। চিনি দিন। লবণ ঠিক আছে কি না, তা দেখে নিন। পাঁচ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে যেন কচুর লতিগুলো ভেঙে না যায়।

কিনোয়ায় আছে চাল ও গমের চেয়ে বেশি প্রোটিন।উপকারিতা১. কিনোয়া প্রাকৃতিকভাবেই গ্লুটেনমুক্ত খাবার। ফলে যাঁদের গ্লুটেন সংবেদনশ...
03/07/2025

কিনোয়ায় আছে চাল ও গমের চেয়ে বেশি প্রোটিন।

উপকারিতা
১. কিনোয়া প্রাকৃতিকভাবেই গ্লুটেনমুক্ত খাবার। ফলে যাঁদের গ্লুটেন সংবেদনশীলতা বা সিলিয়াক ডিজিজ আছে, তাঁদের জন্য আদর্শ খাবার।

২. কিনোয়ায় ভালো পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার হজমে সাহায্য করে। এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

৩. কিনোয়ায় অদ্রবণীয় ফাইবারের পাশাপাশি অল্প পরিমাণে শর্করা ও কিছু প্রতিরোধী স্টার্চ আছে। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় ও পরিপাকতন্ত্র ভালো রাখে। দীর্ঘ সময়ের জন্য খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে সাহায্য করে।

৪. কিনোয়ায় প্রচুর ফ্ল্যাভোনয়েড আছে, যার মধ্যে দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য—কোয়ারসেটিন ও কেমফেরল। ফ্ল্যাভোনয়েড এমন একটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা অস্টিওপোরোসিস, কার্ডিওভাস্কুলার ও ক্যানসারের মতো রোগ প্রতিহত করতে সাহায্য করে। এই ফ্ল্যাভোনয়েডগুলো শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

৫. কিনোয়ায় পটাশিয়াম, জিংক, আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো চারটি খনিজ উপাদান মেলে। এর মধ্যে ম্যাগনেশিয়াম ও আয়রন বেশি। ম্যাগনেশিয়াম রক্তনালিগুলোকে শিথিল করতে ও মাইগ্রেন উপশম করতে সহায়তা করে। এ ছাড়া এটি টাইপ–টু ডায়াবেটিস, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হাড় ও দাঁতের গঠন ভালো করে। ভালো ঘুমেও সাহায্য করে। আয়রন আমাদের দেহের রক্ত তৈরি করতে ও রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে।

৬. কিনোয়া ডায়াবেটিক রোগীদের জন্যও নিরাপদ। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে।

৭. কিনোয়ায় লাইসিন আছে, যা ক্ষতিগ্রস্ত ত্বক ভালো করতে সাহায্য করে। ত্বকের সার্বিক স্বাস্থ্য উন্নত করে।

৮. কিনোয়ায় পলিফেনল আছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

৯. নিউট্রিয়েন্টস জার্নালের এক সমীক্ষায় কিনোয়ায় বিদ্যমান ওমেগা–থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও প্রোটিনের কথা তুলে ধরে বিশেজ্ঞরা বলছেন, বিশ্বের অপুষ্টির সংকটের সমাধান দিতে পারে এই খাবার।

ঢাকার উত্তরার এক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে শুঁটকি পিৎজা, খেতে কেমন।মানুষ হিসেবে আমি বেশ ভোজনরসিক, তবে শুঁটকি জিনিসটা আমাকে...
03/07/2025

ঢাকার উত্তরার এক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে শুঁটকি পিৎজা, খেতে কেমন।

মানুষ হিসেবে আমি বেশ ভোজনরসিক, তবে শুঁটকি জিনিসটা আমাকে টানে না। বাড়িতে রান্না হলেও খানিকটা এড়িয়েই চলি। তবে ফাস্ট ফুডের মধ্যে পিৎজার কথা একেবারে আলাদা। বন্ধুদের আড্ডায় বা সবাই একত্র হলে পিৎজা অর্ডার করতেই হয়। মোজারেলা পনির আর ঝাঁজালো সসের সঙ্গে মাংস, মাশরুম ও ক্যাপসিকামের যুগলবন্দী, সে এক অসাধারণ খাবার। তবে অপছন্দের শুঁটকি আর পছন্দের পিৎজার যুগলবন্দী! নিঃসন্দেহে এক জগাখিচুড়ি। এই ধারণা ঠিক কি ভুল, যাচাই করতে গত সপ্তাহে হঠাৎ একদিন মাকে নিয়ে গেলাম এই নতুন ধরনের পিৎজা খেতে। শুঁটকি পিৎজা!

বন্ধুর মুখে প্রথম শুনি, উত্তরার এক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে শুঁটকি দিয়ে বানানো পিৎজা। শুনেই কেমন দ্বিধা জেগে উঠল—শুঁটকি তো আমাদের খুবই চেনা দেশি খাবার, আর পিৎজা তো পুরোপুরি বিদেশি। এ দুইয়ের মিশেলে কীভাবে সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব? কৌতূহল এতটাই বেড়ে গেল যে ভাবলাম, একবার যাচাই করতেই হয়।

উত্তরার গরিব-এ-নেওয়াজ অ্যাভিনিউয়ের জমজম টাওয়ারের কিছুটা সামনে এগোলেই পিৎজা দ্য টাউন রেস্টুরেন্ট। শুঁটকির সঙ্গে পিৎজা ব্যাপারটা কেমন যায়, চেখে দেখতেই মূলত সেখানে যাওয়া। রেস্তোরাঁটা বেশ ছিমছাম। মেনুর একদম নিচের দিকে বড় করে লেখা ‘শুঁটকি পিৎজা’। ৮, ১২ আর ১৬ ইঞ্চি মাপের পিৎজা। দাম শুরু ৬৯৯ টাকা থেকে। একটা ১২ ইঞ্চি শুঁটকি পিৎজা অর্ডার করলাম। খানিক বাদে যখন গরম-গরম পিৎজা টেবিলে এল, বুঝলাম সত্যি নতুন কিছু খেতে চলেছি। ভাজা মলা মাছের শুঁটকির হালকা ঝাঁজ, মোজরেলা চিজ, সঙ্গে বিশেষ সস আর দেশি মসলার মিশ্র স্বাদ প্রথম কামড়েই অনুভব করলাম। পিৎজায় থাকা বালাচাওয়ের স্বাদও বেশ ভালো লাগছিল।

খেতে খেতেই রেস্তোরাঁর স্বত্বাধিকারী শিহাব শাহরিয়ারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলেন, ‘শুঁটকি পিৎজার চল আমাদের দেশে খুব একটা নেই। ছয় মাস আগে যখন মেনুতে এটা সংযোজন করি, তখনো সিদ্ধান্ত নিতে গড়িমসি করছিলাম। ভিন্নধর্মী এই পিৎজা গ্রাহকদের কেমন লাগবে! তবে দুই মাস ধরে নিয়মিতই বিক্রি হচ্ছে আমাদের শুঁটকি পিৎজা। এখন প্রতিদিন ১২ থেকে ১৫টা শুঁটকি পিৎজা বিক্রি হয়।’
শিহাব শাহরিয়ারের কথা শুনে বুঝলাম, শুধু খাবার বানিয়ে বিক্রি করলেই হবে না, খাবার নিয়ে চিন্তাভাবনাও করতে হবে। তিনি আরও বলেন, ‘শুঁটকি নিয়ে আমাদের দেশে দুটি ভাগ আছে। কেউ শুঁটকি খেতে খুব ভালোবাসে, কেউ আবার একদম সহ্যই করতে পারে না। তবে আমরা চেয়েছি এমন কিছু বানাতে, যেটা মানুষের স্মৃতির সঙ্গে যুক্ত হবে, আবার নতুনত্বও আনবে।’

🥚✨Boiled_Egg_Mayo – ৩ ধরনের ঘরোয়া মেওনেইজ রেসিপি!যারা বাড়িতে বানাতে চান একেবারে পারফেক্ট, ক্রিমি ও ঝটপট Meyonise ,এই পোস...
02/07/2025

🥚✨Boiled_Egg_Mayo – ৩ ধরনের ঘরোয়া মেওনেইজ রেসিপি!
যারা বাড়িতে বানাতে চান একেবারে পারফেক্ট, ক্রিমি ও ঝটপট Meyonise ,এই পোস্ট আপনার জন্য! 😍

১. 🍔 Burger Sauce Mayo - Extra creamy, spicy & burger-perfect

সেদ্ধ ডিম – ২টি (বড়) 🥚
সূর্যমুখী তেল – ১/২ কাপ
লবণ – ১/৪ চা চামচ 🧂
চিনি – ১ চিমটি 🍬
ভিনেগার / লেবুর রস – ১ চা চামচ 🍋
টমেটো সস – ১ চা চামচ 🍅
লাল মরিচ গুঁড়া – ১/৪ চা চামচ 🌶️
গোল মরিচ গুঁড়া – ১ চিমটি
রসুন বাটা – ১/২ চা চামচ 🧄

🌀 সব উপকরণ একসাথে ব্লেন্ড করুন যতক্ষণ না ক্রিমি টেক্সচার আসে।
🍔 বার্গার, স্যান্ডউইচ বা ফ্রাইসের সাথে দারুণ যায়!

২. 🌯 Shawarma Sauce Mayo – মিষ্টি-টক ও গার্লিকি ফ্লেভার

রসুন বাটা – ১ চা চামচ
সাদা ভিনেগার – ১ চা চামচ
দই – ১ টেবিল চামচ (টক)
গোল মরিচ – সামান্য
সেদ্ধ ডিম – ২টি (বড়) 🥚
সূর্যমুখী তেল – ১/২ কাপ
লবণ – ১/৪ চা চামচ 🧂
চিনি – ১ চিমটি 🍬
ভিনেগার / লেবুর রস – ১ চা চামচ 🍋
🌀 সব উপকরণ একসাথে ব্লেন্ড করুন যতক্ষণ না ক্রিমি টেক্সচার আসে।
🍽️ শাওয়ারমা র‍্যাপ, গ্রিল চিকেন, রোল অথবা ফ্রাইসের সাথে পারফেক্ট!

👇 ৩. 🥚 Normal Creamy Mayo – সিম্পল ও টেস্টি

লেবুর রস – ১ চা চামচ 🍋
অল্প দুধ – ১ টেবিল চামচ
সেদ্ধ ডিম – ২টি (বড়) 🥚
সূর্যমুখী তেল – ১/২ কাপ
লবণ – ১/৪ চা চামচ 🧂
চিনি – ১ চিমটি 🍬
ভিনেগার / লেবুর রস – ১ চা চামচ 🍋
🌀 ১ মিনিট ব্লেন্ড করলেই তৈরি – স্ন্যাকস বা ডিপ হিসেবে চমৎকার।স্যান্ডউইচ, সালাদ বা পাউরুটির সাথে জমে!

💡 টিপস:
✅ ডিম হালকা ঠান্ডা হলে ব্লেন্ডিং ভালো হয়
✅ তেল ধীরে ধীরে মেশান – একসাথে দিলে কাটা পড়ে যেতে পারে
✅ মিক্সারে ১-২ মিনিটের বেশি ব্লেন্ড করবেন না – না হলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে
✅ ফ্রিজে ৩-৫ দিন পর্যন্ত রেখে খাওয়া যায়

⚠️ কমন ভুল:
🚫 খুব গরম ডিম বা তেল দিলে মেও জমবে না
🚫 বেশি লবণ বা ভিনেগার দিলে স্বাদ তিতা লাগতে পারে
🚫 রান্নার তেল (সাধারণ সরিষার তেল) ব্যবহার করলে গন্ধ আসতে পারে – রিফাইন্ড তেল ব্যবহার করুন

স্পাইসি নাগা উইংসের রেসিপি।উপকরণ: মুরগির উইংস বা ডানা ৮টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, নাগা মরিচবাটা আধা চা...
02/07/2025

স্পাইসি নাগা উইংসের রেসিপি।

উপকরণ: মুরগির উইংস বা ডানা ৮টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, নাগা মরিচবাটা আধা চা-চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, অয়েস্টার সস ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লাল মরিচবাটা আধা চা-চামচ, সরিষাবাটা আধা চা-চামচ, সরিষার তেল ১ চা-চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।

প্রণালি: মুরগির ডানা থেকে ওপরের চিকন অংশ কেটে বাকি অংশ থেকে হাড়ের অংশে কেটে দুই ভাগ করুন। প্রতিটি ডানা থেকে দুই টুকরা করে ১৬ টুকরা হবে। এবার বাকি সব উপকরণ মুরগির ডানার সঙ্গে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন। অল্প তেলে ভেজে নিন।

Address

Road 5
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cooking by Eme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share