dhakaiyanews.com

dhakaiyanews.com All About Dhakaiya, Social, Political, Economical, Cultural, Sports, Entertainment, Achievement, pro

24/08/2023
24/08/2023
16/09/2022

🔴বিলুপ্তির পথে পঞ্চায়েত ব্যবস্থা !!!

বাউলসম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত সেই গান- ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম, আমরা আগে কী সুন্দর দিন কাটাইতাম/ গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম... ঝগড়াঝাঁটি হইলে পঞ্চায়েত বলে, গরিব-কাঙালি বিচার পাইতাম, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম...।’

উপরের গানের কথা থেকেই আমরা নগরীর পঞ্চায়েত বিলুপ্তির কারণ উপলব্ধি করতে পারি। আগে সবাই মিলেমিশে বসবাসের যে সৌহার্দপূর্ণ পরিবেশ ছিল, দিন দিন তা হ্রাস পাচ্ছে।

ব্যস্ত শহরে সবাই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য বা সম্পত্তি অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। অন্যের প্রতি বা সমাজের প্রতি সবার যে দায়বদ্ধতা, এখন আর তার দেখা মেলে না। যার কারণে সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি পঞ্চায়েত ব্যবস্থা ব্যস্ত নগরীতে অনেকটাই বিলুপ্তির পথে। যদিও রাজধানীর পুরান ঢাকা ও বেরাইদে এখনও টিকে আছে পঞ্চায়েত ব্যবস্থা। তবে দিন দিন তা হ্রাস পাচ্ছে। আগের মতো পঞ্চায়েত ব্যবস্থা এখন আর চোখে পরে না।

পুরান ঢাকার সূত্রাপুর, কাগজীটোলা, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, গোয়ালঘাট, দক্ষিণ মৈসুন্দি, ফরিদাবাদ, দোলাইরপাড়, কসাইটুলী, কলতাবাজার, রায়সাহেব বাজার ও বংশালে টিকে আছে পঞ্চায়েত কমিটি।

এ কমিটিগুলো আগের মতো সালিশ বিচার না করলেও তারা শুধু সমাজসেবামূলক কাজ করে থাকে। পঞ্চায়েত মূলত দক্ষিণ এশিয়ার একধরনের রাজনৈতিক ব্যবস্থা, যা মূলত ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও বাংলাদেশে দেখতে পাওয়া যায়।

পঞ্চায়েত ব্যবস্থা মূলত এ অঞ্চলগুলোর সবচেয়ে পুরনো স্থানীয় সরকার ব্যবস্থা। পঞ্চায়েতের ‘পঞ্চ’ সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ পাঁচ এবং আরবি ‘আয়াত’ মানে সাক্ষ্য, প্রমাণ বা পরীক্ষা। অর্থাৎ পঞ্চায়েত মানে পাঁচ জন ব্যক্তির মাধ্যমে কোনো ঘটনা বা সমস্যার পরীক্ষা বা সমাধান করা। যে পাঁচজন তৎকালীন ব্রিটিশ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতেন।

যাদের প্রধান কাজ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করে চলা। পঞ্চায়েত ব্যবস্থা মূলত এলাকার সবচেয়ে জ্ঞানী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়ে থাকে।

১৮৭০ সালে ব্রিটিশ আইনে গ্রাম্য চৌকিদারি আইনের আওতায় সর্বপ্রথম ‘ইউনিয়ন পঞ্চায়েত’ ব্যবস্থা চালু হয় মূলত ইউনিয়নের খাজনা সংগ্রহ করতে। যারা এ খাজনা সংগ্রহ করত তাদের বলা হতো চৌকিদার।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ইউনিয়ন পরিষদ’। তবে পঞ্চায়েতের আমূল পরিবর্তন হয় ১৯৭৬ সালে ‘স্থানীয় সরকার আইন’ ঘোষিত হওয়ার পর। এ আইন অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদ একজন নির্বাচিত চেয়ারম্যান ও ৯ জন নির্বাচিত মেম্বার এবং ২ জন সংরক্ষিত মহিলা মেম্বার নিয়ে গঠিত হয়।

পরবর্তী সময়ে ১৯৮৩ সালে সংরক্ষিত মহিলা মেম্বার ২ জন থেকে বাড়িয়ে ৩ জন করা হয়। সবশেষ ২০০৯ সালে ইউনিয়ন পরিষদ আইন, যা স্থানীয় সরকার আইন হিসেবে প্রবর্তিত হয় এবং জেলার ডিসি নতুন সীমানা প্রবর্তন করেন। আগে পঞ্চায়েতের জন্য বাছাই করা (অনির্বাচিত) সমাজের প্রভাবশালী ও জ্ঞানীগুণী নেতাকে বলা হতো মাতুব্বর।

এ মাতুব্বররাই গ্রামে বিভিন্ন অসঙ্গতি বা সমস্যার সমাধান করতেন। কিন্তু বর্তমানে স্থানীয় নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার বা চেয়ারম্যানরাই মূলত পঞ্চায়েতের প্রধান হয়ে থাকেন।

এরই ধারাবাহিকতায় বেরাইদ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শুধু পঞ্চায়েতের মাধ্যমেই তারা অনেক জটিল সমস্যার সমাধান করেছেন। ৫০ বছর ধরে বিবদমান একটি জমির সমস্যা তারা স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সমাধান করেছেন।

এছাড়া তিনি জানান, এলাকার ড্রেন ও রাস্তাঘাট নির্মাণের সময় অনেকেরই রাস্তা ও ড্রেনের জায়গা ছাড়ার ব্যাপারে খুবই অনীহা ছিল, যার দরুন পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছিল। কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে তা সহজেই সমাধান সম্ভব হয়।

এছাড়াও সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন- ব্যক্তিগত দ্বন্দ্ব, পারিবারিক কলহ, সম্পদের ওয়ারিশ সংক্রান্ত ঝামেলা, জমির সীমানা সংক্রান্ত ঝামেলা, প্রতিবেশীদের মধ্যে ঝগড়াবিবাদ, বখাটেদের দৌরাত্ম্য ও মাদক সংক্রান্ত সমস্যা- বিভিন্ন ধরনের জটিল সমস্যা স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমেই সমাধান করা হয়। বেরাইদের স্থানীয় অধিবাসী দেলোয়ার হোসেন সিকদার ও তার প্রতিবেশী ফরহাদ হোসেন জানান, তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে ৬ বছর ধরে দ্বন্দ্ব ছিল।

পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে তা সমাধান হয়। এখন তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব বিরাজমান। এছাড়া এলাকার নবীন-প্রবীণ সবাই পঞ্চায়েতের প্রতি তাদের আস্থার কথা জানিয়ে বললেন, যুগ যুগ ধরে চলে আসা পঞ্চায়েত ব্যবস্থা সবাই সম্মিলিতভাবে রক্ষার চেষ্টা করছি। যদি পঞ্চায়েত ব্যবস্থা রক্ষিত না হয়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে দেবে।

পঞ্চায়েত নিয়ে শাহ আবদুল করিমের গানের শেষ চরণগুলোয়ও তা ফুটে উঠেছে- ‘করি যে ভাবনা সেদিন আর পাব না, ছিল বাসনা সুখী হইতাম/দিন হতে দিন আসে যে কঠিন ...।’ অর্থাৎ সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হলে পঞ্চায়েত ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে, তা না হলে সামনের দিনগুলো কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে।

26/08/2022
সম্ভাব্য লোডসেডিং এর সময় সূচী  #পুরান_ঢাকা  #লালবাগ।আজিমপুর ডিপিডিসি থেকে প্রচারিত (আজিমপুর-লালবাগ এলাকার)সম্ভাব্য লোডশে...
21/07/2022

সম্ভাব্য লোডসেডিং এর সময় সূচী
#পুরান_ঢাকা
#লালবাগ।

আজিমপুর ডিপিডিসি থেকে প্রচারিত (আজিমপুর-লালবাগ এলাকার)
সম্ভাব্য লোডশেডিং সিডিউল

প্রতিদিন সকাল ১০-০০ থেকে রাত ১০-০০ পর্যন্ত
(কয়েকটি এলাকায় ২ ঘণ্টা করে)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
১. বিকাল ৫-০০ থেকে সন্ধ্যা ৬-০০
মৌচাক কলোনি, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ, মাতৃসদন হাসপাতাল, পরিবার পরিকল্পনা দপ্তর, ফায়ার সার্ভিস, নিপোর্ট, ওয়েস্ট এন্ড হাই স্কুল, সলিমুল্লাহ এতিমখানা, গোর-এ-শহীদ মাজার ও তৎসংলগ্ন এলাকা
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

২. সন্ধ্যা ৬-০০ থেকে সন্ধ্যা ৭-০০
আজিমপুর কবরস্থান, আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার, আজিমপুর শিশুপার্ক ও পানির পাম্প, আজিমপুর নতুন কবরস্থান হতে বিজিবি ১নং গেইট সিনেমা হল পর্যন্ত রাস্তা সংলগ্ন এলাকা
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

৩. সকাল ১০-০০ থেকে সকাল ১১-০০
সন্ধ্যা ৭-০০ থেকে রাত ৮-০০
দায়রা শরীফ মসজিদ, আজিমপুর বটতলা, রসুলবাগ প্রাথমিক বিদ্যালয় ও রসুলবাগ পার্ক সংলগ্ন এলাকাসমুহ
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

৪. সকাল ১১-০০ থেকে দুপুর ১২-০০
রাত ৮-০০ থেকে রাত ৯-০০
ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ, রায়হান স্কুল এন্ড কলেজ, নিউ পল্টন স্কুল এন্ড কলেজ, শহীদ মানিক আদর্শ স্কুল এন্ড কলেজ, চায়না বিন্ডিং এর গলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার, মেডিকেল স্টাফ কোয়ার্টার, ইরাকী মাঠ সংলগ্ন নিউ পল্টনের সম্পূর্ণ এলাকা, ইরাকী মাঠ পানির পাম্প
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

৫. দুপুর ১২-০০ থেকে দুপুর ১-০০
রহমতউল্লাহ স্কুল এণ্ড কলেজ (বালক ও বালিকা), জামিলা খাতুন স্কুল, ওয়াসার পানির পাম্প, শেখ সাহেব বাজার মন্দিরের গলি, চৌধুরী বাজার দোতলা মসজিদ, খান মোহাম্মদ মসজিদ, বড় ভাট ও ছোট ভাট মসজিদ ও তৎসলগ্ন এলাকা।
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

৬. দুপুর ১-০০ থেকে দুপুর ২-০০
নীলক্ষেত বই মার্কেট, ভূমি অফিস, টিএনটি অফিস, এ্রনএপিডি অফিস, কর্মজীবী মহিলা হোস্টেল ওয়াসার পানির পাম্প, কাটাবন মার্কেট ও ঢাল, টপ-টেন, চিংড়ি রেস্টুরেন্ট, অষ্টব্যঞ্জন, গার্গস্থ অর্থনীতি কলেজ, পথের বন্ধু পেট্রলপাম্প, বাকুশাহ মার্কেট ও তৎসংলগ্ন এলাকা
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

৭. দুপুর ২-০০ থেকে দুপুর ৩-০০
লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ নগর বউ বাজার, কিল্লার মোড়, মাতৃসদন হাসপাতাল, লিলি মার্কেট, লালবাগ পুরাতন থানার পার্শ্ববর্তী এলাকা ও তৎসলগ্ন এলাকা
◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

 🔴 হাজী সেলিম: দুর্নীতি মামলা পুরনো ঢাকার সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত !বিস্তারিতঃঅবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০...
22/05/2022



🔴 হাজী সেলিম: দুর্নীতি মামলা পুরনো ঢাকার সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত !

বিস্তারিতঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের দণ্ড পাওয়া পুরনো ঢাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তাকে হাজী সেলিম নামে বাংলাদেশের বহু মানুষ চেনে।

রোববার বেলা ৩টার পর হাজি সেলিম গাড়িতে করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন । তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক কয়েক ঘণ্টা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন।

তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সকালে হাজী সেলিমের পক্ষে আদালতে তিনটি আবেদন করা হয়।

তার একটিতে আপিলের শর্তে জামিন আবেদন করা হয়।

আরেকটি আবেদনে বলা হয়, তাকে যদি কারাগারে পাঠানো হয়, তাহলে যেন প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হয়।

আর তৃতীয় আবেদনে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার সুযোগ চাওয়া হয়।

ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে এসব আবেদনের শুনানি সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ ।

আদালতে আত্মসমর্পণের আগে দণ্ডপ্রাপ্ত আসামী হওয়ার পরেও বিদেশে যাওয়ার কারণে এই মাসেই আবার আলোচনায় উঠে আসেন হাজী সেলিম।

দণ্ড পাওয়া আসামী হলেও জরুরি চিকিৎসার জন্য গত ৩০শে মে হাজী সেলিম বিদেশে গিয়েছিলেন এবং চারদিন পরে ফিরেও এসেছেন।

তিনি বিদেশে যাবার পর অনেক প্রশ্ন তুলেছিলেন, দুর্নীতির মামলায় হাইকোর্ট সাজা বহাল রাখার পরেও তিনি কিভাবে বিদেশে গেলেন?

প্রসঙ্গত, দুদকের যে মামলায় হাজী সেলিমের কারাদণ্ড হয়েছে সেই মামলাটি দায়ের করা হয়েছিলো ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়।

মামলায় ২০০৮ সালের এপ্রিল মাসে তাকে মোট তের বছরের কারাদণ্ড দিয়েছিলো আদালত।

দণ্ড হয়েছিলো তার স্ত্রীরও।

পরে তারা আপিল করলে সে প্রেক্ষাপটে আদালত ২০১১ সালে ওই দণ্ড বাতিল করলে দুদক আবার উচ্চ আদালতে আপিল করে।

এই আপিলের শুনানি শেষে ২০১৫ সালে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ আবারো হাইকোর্টে শুনানির নির্দেশ দেয়।

সে অনুযায়ী শুনানি শেষে গত বছরের নয়ই মার্চ হাইকোর্ট দশ বছরের সাজা বহাল রাখে ও অন্য ধারায় তিন বছরের দণ্ড থেকে অব্যাহতি দেয়।

অন্যদিকে আপিল চলাকালে হাজী সেলিমের স্ত্রী মারা যাওয়ায় তার আপিল বাতিল করা হয়।

হাইকোর্টের আদেশ অনুযায়ী রায় নিম্ন আদালত পৌঁছানোর পর তিরিশ দিনের মধ্যে তার আত্মসমর্পণের কথা।

তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলছেন যে গত ২৫শে এপ্রিল ওই নথি আদালত পেয়েছে এবং সে কারণে ২৫শে মে পর্যন্ত আত্মসমর্পণের সময় আছে।

তবে এর মধ্যে হাজী সেলিমের ব্যাংকক যাওয়ার খবর এলে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

ঈদ মুবারাক
03/05/2022

ঈদ মুবারাক

🔴 পুলিশের গাড়িচাপায় নিহত, ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন 💢 বিবরণঃ চাঁদরাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে পুলি...
03/05/2022

🔴 পুলিশের গাড়িচাপায় নিহত, ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন 💢

বিবরণঃ
চাঁদরাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের গাড়িচাপায় নিহত হয়েছেন, ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন নামের ৫৫ বছর বয়সের এক ব্যক্তি । তিনি পেশায় একজন নিরাপত্তারক্ষী ।

উল্লেখ্য, রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ।
গাড়িটি রাজারবাগ পুলিশ লাইন্সের বলেও জানান তিনি। চাঁদরাতে বাড়িতে যখন ঈদের আনন্দ ভাগাভাগি করার কথা তখন বাবার মরদেহ নিতে ঢাকা মেডিকেলে ছোটেন মেয়ে দিপা । সোমবার রাতে (০২ মে) পুলিশের গাড়িচাপায় নিহত হন তার বাবা বেলায়েত হোসেন ।

ঢাকার লালবাগের বাসিন্দা বেলায়েত হোসেন কাজ করতেন রাজধানীর বিজয় সরণি ফুয়ারার নিরাপত্তারক্ষী হিসেবে। গতকাল সোমবার নাইট ডিউটিতে যাওয়ার সময় রাত ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে পুলিশের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয় পুলিশ। খবর পেয়ে সেখানে ছুটে যায় পরিবার-পরিজন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৫৫ বছর বয়সী বেলায়েত হোসেনকে।

শেরেবাংলা নগর থানার ওসি জানান, গাড়িটি তাদের থানার নয়, সেটি ছিল রাজারবাগ পুলিশ লাইন্সের গাড়ি। রাস্তা পারাপারের সময় গাড়িচাপার শিকার হন বেলায়েত হোসেন।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

🔴 লালবাগের প্লাস্টিক কারখানার আগুন:রাজধানীর লালবাগে শহীদনগর বউ বাজারের ৪নং গলির প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ...
15/04/2022

🔴 লালবাগের প্লাস্টিক কারখানার আগুন:

রাজধানীর লালবাগে শহীদনগর বউ বাজারের ৪নং গলির প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে ওই প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হয়।

রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানার ভেতরে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে টিনশেডের ওই কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙা...
26/03/2022

বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।

প্রায় দুই যুগ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে। ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬শে মার্চ জাতির জন্য অনন্য একটি দিন।


স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করা হয়। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি রাখা হয়। পাকিস্তানি পরাধীনতা থেকে মুুক্তির লড়াইয়ে ৩০ লাখ মানুষ শহীদ হন। ৯ মাসের যুদ্ধে এত বেশি মানুষ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।


আজ নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। রাষ্ট্রীয়ভাবে আজ ছুটির দিন। স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Address

Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when dhakaiyanews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dhakaiyanews.com:

Share