বোরহান ভাই

বোরহান ভাই Enjoying the simple pleasures of life.

31/10/2025

বহু কাল পর আইসা সে আমারে জিগাইলো আমারে কি আপনার মনে পড়ে, আমি হাঁসির আড়ালে দুঃখ লুকাইয়া কইলাম শুধু মনে পড়ে না আপনার জন্য আমার মন ও পোড়ে!

31/10/2025

তালাক না হিল্লা ?

31/10/2025

সবসময় সাধারণ কিছু টানে আমাকে! বেশি ঝাকানাকা টাইপ জিনিস আমার কখনোই ভালো লাগেনি! আমি চাই সিম্পল খুব সাধারণ সবকিছু! ঠিক আমার মতো! 🤍

30/10/2025

মনে কোনো শান্তি নেই, মাথার ভেতর হাজারো চিন্তার ঝড় বয়ে যায় প্রতিদিন।

দিনের পর দিন টেনশন, দুশ্চিন্তা আর অভিমান যেন বুকের ভেতর জমে থাকা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে।

চোখে আর ঘুম আসে না, রাতগুলো কা'টে একা একা ভাবনায় ডুবে।

কখনও মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আবার মনে পড়ে, জীবনের যু'দ্ধ এখনো শেষ হয়নি।

হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, মনটা শান্ত হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে তা জানি না।

ততদিন পর্যন্ত, ভা ঙা হাসি দিয়ে, চোখের জল লুকিয়ে, ঠিক এভাবেই কাটছে আমার দিনকাল!🙂

29/10/2025

পৃথিবীতে খুব কম মানুষ থাকে যারা অন্যের ভালো চায়।। অন্যের সফলতায় হিংসা না করে বরং নিজে আনন্দ পায়।।

28/10/2025

আমি
দুঃখ গুলো
টাকার মতো
গুনে দেখতে চাই

26/10/2025

“এই পৃথিবীতে জন্ম নিতে হলে নিখুঁত হয়েই জন্মাতে হয়;
তা না হলে—এই পৃথিবীর বুকেই
বেঁচে থেকেও প্রতিদিন মৃত্যুর স্বাদ পেতে হয়।”

কবে আমরা মানুষ হবো???বাড়ির পাসে কলা গাছের ঝোপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর স...
26/10/2025

কবে আমরা মানুষ হবো???
বাড়ির পাসে কলা গাছের ঝোপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগি খেয়ে ফেলবে এই অপরাধ দিয়ে তিন সন্তান সহ মা বিড়ালটিকে হ/ত্যা করল এলাকার সব মানুষ মিলে। পুরো একটি পরিবার নিমিষেই শেষ করে দিল লাঠির আঘাতে। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব একি তার নমুনা?
ছোট্ট এই দেশে জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে মানুষ তার আয় বাড়াতে ছোট ছোট ঝোপঝার বাঁশঝাড় কেটে চাষের জমিতে রূপান্তর করছে প্রতিনিয়ত। এতে করে বাসস্থান হারাচ্ছে বনবিড়াল সহ অন্যান্য অনেক বন্যপ্রাণী। থাকার জায়গা নেই তাদের, বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় মানুষের বাড়ির পাশের ঝোপঝার গুলোতে। কিন্তুু এটা যে তাদের বড় ভুল, তা বোঝার তো ক্ষমতা নেই। থাকলে অন্তত মানুষ নামের অমানুষদের কাছাকাছি ওরা আসতো না। আবার না এসেও উপায় নেই বাসস্থান তো ধ্বংস করেছে সেই মানুষই।
হয়তো তারা তাদের দুঃখ ভাষায় বলতে পারেনা কিন্তুু বিশ্বাস করেন উপরে যিনি বসে আছে তিনি তাদের সব ভাষা বোঝেন। তিনি যেমন মানুষের সৃষ্টিকর্তা তেমনি তাদের ও সৃষ্টিকর্তা। শেষ বিচারের দিনে এই অন্যায়ের বিচারও তিনি করবেন।

অনুরোধ রইলো ফরেস্ট ডিপার্টমেন্ট এর কাছে এই সকল অমানুষদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য।😥😥😥

ক্রিশ্চিয়ানো আসিফ নজরুল 🙂
26/10/2025

ক্রিশ্চিয়ানো আসিফ নজরুল 🙂

10/10/2025

চেয়েছিলাম আগারগাঁও কে-কের একটা দোকান দিয়া এ বছরের শেষে হইলেও কামব্যাক দিব। কিন্তু পুলিশ নাকি সবাইকে উৎখাত করে দিচ্ছে। বিবাহ আর কামব্যাক এ বছরও করা হইল না পিওরা।☹

10/10/2025

গভীর রাতে কেউ বিকাশে টাকা চাইলে বুঝে নিবেন সে অনলাইন জুয়াই আসক্ত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বোরহান ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share