08/08/2024
হাসিনা সরকার এর ছিলো অনেক লীগ পরিবার। তার মধ্যে এতোদিন ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ আরো কতোলীগ দেখছেন। সবাই মাঠ ছেরে পালাইছে তাই এখন ডাকাতলীগ নামছে মাঠ গরম করতে। ঠিক যেমন রাসেল ভাইপার নেমেছিল। এখন কই সেই বিষধর সাপ এখন কি কেউ আর পায়না নাকি সব মেরে ফেলেছে? বিগত বছর ধরে দেশটাই চলছে গুজবের উপর ভর করে।তাই এখন নতুন গুজব ডাকাত ডাকাত ডাকাত।