FM TV.com

FM TV.com তুমি যদি কোনো লোককে জানতে চাও,
তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥

23/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে সকল শাহাদাৎ বরণ কারীর প্রতি শোক প্রকাশ করছি।।

আমি গরম হয়ে সমুদ্রের সাথে দেখা করতে গিয়েছিলাম।।
05/07/2025

আমি গরম হয়ে সমুদ্রের সাথে দেখা করতে গিয়েছিলাম।।

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Abdur Rashid, রাবেয়া বেগম
17/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Abdur Rashid, রাবেয়া বেগম

17/05/2025

শুভ কামনা সকলের জন্য সঙ্গে থাকুন ভালো বাসুন

সবাইকে স্বাগতম
26/02/2025

সবাইকে স্বাগতম

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
09/02/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

★জরুরী নিয়োগ★--------আল - আরাফাহ্ ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানিতে কর্পোরেট অফিসের জন্য জরুরী ভিত্তিতে ঢাকার মধ্যে কিছু ...
09/02/2025

★জরুরী নিয়োগ★--------
আল - আরাফাহ্ ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানিতে কর্পোরেট অফিসের জন্য জরুরী ভিত্তিতে ঢাকার মধ্যে কিছু সংখ্যক দক্ষ/অদক্ষ লোক নিয়োগ দেয়া হবে ------
এবং ঢাকার বাহিরে জোনাল অফিসের জন্য এরিয়া ম্যানেজার নিয়োগ দেয়া হবে।।
একউন্টস ২ জন - (পুরুষ/মহিলা) শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে (বিবিএ/সমমান)
জুনিয়র অফিসার ৫ জন - (পুরুষ/মহিলা)
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম (বিএ/সমমান)
ফিল্ড অফিসার ৫ জন - (পুরুষ/মহিলা)
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম (এসএসসি/সমমান)
কম্পিউটার অপারেটর ২ জন (পুরুষ/মহিলা)
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম ( ইন্টারমিডিয়েট/বিএ/সমমান) এবং কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে।
রিসিপসনিষ্ট ১ জন (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম (এসএসসি/সমমান)
বিঃদ্রঃ সিবি নিয়ে সরাসরি যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়।
যোগাযোগ এর সময় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত (সকাল ১০.০০টা - বিকাল ০৩.০০টা) পর্যন্ত।
বেতন আলোচনা সাপেক্ষে
যোগাযোগঃ কর্পোরেট অফিস- ৩৬ রোকেয়া ম্যানশন,লিফট - ৬,ভি আই পি রোড,কাকরাইল,ঢাকা-১০০০
+8801777472097/WhatsApp/email [email protected]
(শর্ত প্রযোজ্য)

শুভ দুপুর সকলের জন্য শুভ কামনা ও ভালোবাসা রইল নিরন্তর ❤️
10/12/2024

শুভ দুপুর
সকলের জন্য শুভ কামনা ও ভালোবাসা রইল নিরন্তর ❤️

পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন (রাবি)'র শিক্ষার্থীরা নিজস্ব প্রতিনিধিএফ এম টেলিভিশন.কমপোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখিয়ে ...
08/12/2024

পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন (রাবি)'র শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি
এফ এম টেলিভিশন.কম

পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। আজ রবিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার।

কর্মসূচি চলাকালে আগামীকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে শিক্ষকদের সঙ্গে পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘আপোস না মৃত্যু, মৃত্যু মৃত্যু, ‘তুমি কে? আমি কে? মেধাবী মেধাবী’ ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ মার্ক ৪০। সেখানে পাশ মার্কেরও অর্ধেক ১৯.৫০ নম্বর পেয়ে এক শিক্ষকের ছেলেকে পোষ্য কোটায় ভর্তি হয়েছে। দেখা গেছে পরে তাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৩.৭০ নম্বর দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তাহলে আমরা এটাকে পোষ্য কোটা বলতে রাজি না। এটা হচ্ছে কিছু অযোগ্য মানুষদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর মেশিন। সে মেশিনটাকে আমরা বিলুপ্ত করতে চাই। পোষ্য কোটার ক্ষেত্রে যেকোনো আলোচনায় যেতে আমরা রাজি না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অপশন পোষ্য কোটা পুরোপুরি বাতিল।’
বিক্ষোভ কর্মসূচিতে রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘পোষ্য কোটার বিরুদ্ধে আজকে আমরা রেড কার্ড প্রদর্শন করলাম। আগামীকালের বিতর্ক প্রতিযোগিতায় যদি তারা তাদের পোষ্য কোটার পক্ষে যুক্তি দেখাতে পারে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পোষ্য কোটাকে মেনে নেব। আর যদি কোনো যুক্তি দেখাতে না পারে, তাহলে সেখান থেকে পোষ্য কোটার বাতিল ঘোষণা করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছি।
পোষ্য কোটা নিয়ে তালবাহনা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পতন ঘটাতে ১০ মিনিটের বেশি সময় আমরা নেব না।’
অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার বলেন, ‘১৯৯৩ সালে তৎকালীন যে উপাচার্য ছিলেন তার ছেলেকে ৩৭ মার্কেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম মার্ক ৪০। পরবর্তীতে দেখা গেছে, ২২, ২৫, ২৮, ৩২ এবং ৪০ পায় না এমন ছাত্র-ছাত্রীদের কোটায় ভর্তি করা হয়েছে। পরে এসব ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে ফার্স্ট-ক্লাস ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। কিভাবে হয়েছে,তেল দিয়ে ? এদেরকেই পরবর্তী সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কারণে আমি চাই না বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের ছেলে বা মেয়ে কোটায় ভর্তি হোক।’
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৪ নভেম্বর রাবির ভর্তি পরীক্ষায় তিন শতাংশ পোষ্য কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন রাতেই এই কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় ১৮ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙেন তারা। পরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনকে সভাপতি করে ২০ সদস্যের কোটা পর্যালোচনা কমিটি গঠিত হয়। তবে এ কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কার্যকারী কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পরও প্রশাসনের সিদ্ধান্ত না আসায় এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা।

05/12/2024

ছাত্র সমন্বয়ক পরিচয়ে তুলে নিয়ে
মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া হয়.....

নিজস্ব প্রতিনিধি
এফ এম টেলিভিশন.কম

আরাফুজ্জামান- সমন্বয়ক যাত্রাবাড়ী থানা - পিতা: কামরুজ্জামান, জঙ্গল বাড়ী, মাতুয়াইল,যাত্রাবাড়ী, ঢাকা সহ ১০/১২ জন ছাত্র মোটা মোটা বেতের লাঠি নিয়ে গত ২৯/১১/২০২৪ তারিখ রোজ শুক্রবার রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সময় কোনাপাড়া,গ্রীন মডেল টাউন বালির মাঠে একটি ছেলেকে ধরে মারধর করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০০০/= টাকা চাঁদা নিয়েছে এবং ভুক্তভোগীর মেয়ে বন্ধুকে শ্লীলতাহানির চেষ্টা করেছে।যাহা ভুক্তভোগী নিজে পরবর্তীতে এসে বালুর মাঠ কর্তৃপক্ষের কাছে জবানবন্দি দিয়েছেন।

ছাত্র - শ্রমিক সংঘর্ষে আহত অনেকেই নিজস্ব প্রতিনিধিএফ এম টেলিভিশন.কমখুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় স...
04/12/2024

ছাত্র - শ্রমিক সংঘর্ষে আহত অনেকেই

নিজস্ব প্রতিনিধি
এফ এম টেলিভিশন.কম

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি বাস ও পরিবহন কাউন্টার ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ, সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবহন শ্রমিক নেতারা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে এখনও বাস চলাচল বন্ধ রয়েছে।এদিকে, সংঘর্ষের ছবি তুলতে গিয়ে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন আমির সোহেল ও দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন মারধরের শিকার হন।
শিক্ষার্থীরা জানায় গোপালগঞ্জ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অসুস্থ্য এক ছাত্র রাজীব পরিবহনে খুলনায় আসছিল। বাসে সিট দেয়ার কথা বলে সুপারভাইজার ও হেলপার তাকে বাসে তোলেন। কিন্তু সিট না দেয়ায় তাদের সঙ্গে ওই ছাত্রের কথা কাটাকাটি হয়। এ নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পরিবহন শ্রমিকরা তাকে মারধর করে।এ ঘটনা শুনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক সোনাডাঙ্গা বাস টার্মিনালে যান। তখন পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের লাঞ্চিত করে। খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছালে পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় কয়েকটি বাস ও পরিবহন কাউন্টার ভাঙচুর হয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানায়। এরপর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও নৌ-বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।
শিক্ষার্থীরা জানায়, অবিলম্বে ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের অস্ত্রসহ গ্রেপ্তার, রাজীব পরিবহন বন্ধ ঘোষণা এবং বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করলে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত জানান, পরিবহন শ্রমিকদের হামলায় তাদের ১০/১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে, বাস টার্মিনালে এখনও সেনাবাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তবে বাস চলাচল শুরু হয়নি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, তাদের কোনো দাবি-দাওয়া নেই। তারা শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা করবেন।

রাজধানীর রামপুরায় বিথি নামের এক ইডেন কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু।নিজস্ব প্রতিনিধি,এফ এম টেলিভিশন.কমঢাকা,রামপুরারাজধানী...
01/12/2024

রাজধানীর রামপুরায় বিথি নামের এক ইডেন কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি,এফ এম টেলিভিশন.কম
ঢাকা,রামপুরা

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।নিহত এই তরুণীর খালা গণমাধ্যমকে বলেন, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে ঝগড়া করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিথী।

Address

143 Kachukhet Puran Bazar, Dhaka Cantonment
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when FM TV.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FM TV.com:

Share