
29/04/2023
জব পোস্ট:
১ জন সাপোর্ট ম্যানেজার আবশ্যক।
২ জন ভিডিও এডিটর আবশ্যক।
১ জন অফিস সহকারী আবশ্যক।
লোকেশন: সোর্স অব এগ্রো, কালিতলা বাজার, বগুড়া।
জব ডিটেইলস: কৃষি ভিডিও এডিটিং করা( আমার চ্যানেল এ ভিডিও দেখতে পারেনঃ Youtube/SourceOfAgro), কাস্টমারদের সাথে ফোনে কথা বলা, চ্যাট করে সেল কনফার্ম করা। কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। ইনভয়েস তৈরি করা।
কোয়ালিফিকেশন: তেমন কোন পূর্ব অভিজ্ঞতার ব প্রয়োজন নেই। কম্পিউটার/ এডিটিং এ দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। তবে অবশ্যই শুদ্ধ সহজ ও সাবলীল ভাষায় কথা বলতে পারতে হবে। ইন্টারনেট বেসিক ও ডিজিটাল মার্কেটিং এ প্রাথমিক ধারণা থাকতে হবে।
বেতন: স্টার্টিং সেলারি ৭ হাজার টাকা। ঠিকভাবে কাজ করতে পারলে তিন মাস পর মূল বেতন বৃদ্ধি পাবে। বছরে একবার ইনক্রিমেন্ট পাবেন। প্রতি ঈদে বোনাস পাবেন।
এটি কোন রিমোট জব অফার নয়। বগুড়ার আশেপাশে স্থানীয় তরুণ ছেলে ও যুবকদের উদ্দেশ্যে এই পোস্ট করা।
আপনার আগ্রহ, কমিটমেন্ট, কোয়ালিফিকেশন সাজিয়ে গুছিয়ে সি.ভি আকারে মেইল করবেন বা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।
সোর্স অব এগ্রো
কালিতলা( বাজার হতে ৫০ মিটার উত্তরে)
বগুড়া সদর, বগুড়া।
ইমেইল এড্রেস: [email protected]