
23/09/2025
DAMBHA.BANGLA RAP
STUDIO VISUAL.
Rap & Lyrics -
Record & Mix Master - TAMIM
দুই নাম্বারি কারসাজি তুই মৃত্যু পথযাত্রী
অন্দ্রে অন্দ্রে মিশ্রিত তোর মিথ্যে প্রশান্তি
হবি বিনাশ অভিলাষ দম্ভের বহিঃপ্রকাশ
নিরাশ হয়ে অসহায় ঘুরে মৃতু উপত্যকায়
আয় ফিরে আয় হ্ময়ে যাওয়া মানবতায়
মানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ চিল্লাবি কত হায়
ক্ষয়ে যাওয়া মানপবতা আমি কোথায় খুজে পাই
মানুষ রুপে দেহ আছে মানবতা তার নাই
স্রষ্ঠাকে ভালোবেসে কিন্তু সৃষ্টিকেই ধংশ করতে চায়
এমন ভালোবসা আমি ধিক্কার জানাই
স্রষ্ঠার মানব সৃষ্টি তার ইবাদতের জন্ন্য
তুমি মানুষ না হয়ে চাও হতে, হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিষ্টাহ
চাও যদি মানুষ হয়ে সৃষ্টির স্রষ্ঠাকে ভালবাসতে,
যাও ভুলে তুমি জন্মেছো কে কোন জাতে।
জাত ভুলে সব একহলেই আসবে মানবতা ফিরে
সৃষ্টির তরে মানুষ হবি শ্রেষ্ঠ্য হবি তবে.
মানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ চিল্লাবি কত আর
মানুষ না হয়ে চাও হতে , হিন্দু মুসলিম খ্রিষ্টান
ক্ষয়ে যাওয়া মানপবতা আমি কোথায় খুজে পাই
মানুষ রুপে দেহ আছে মানবতা তার নাই
ধর্মে কর্মে মর্মে আর সত্য মিথ্যার ভিব্রান্তি
ইতিবাচক কথার মৃত্যু হচ্ছে দেখ! দিন রাত্রি
পুঁজিবাদী স্বার্থও লোভী ধংশ করে নিজের পথই
আরাল থেকে ঝরে পরে নিঃস্ব মায়ের চোখের পানি
সন্তান তার শহিদ না পাপি চিন্তায় যায় জীবন পারি
স্বারথের লোভে নগ্ন হাসি সবাই আমরা ভুক্তভোগী,
ভুক্তে ভুক্তে জীবন পারি, গভির কুপে আকাশ খুজি
নিরাশ হয়ে স্বার্থ লোভী ,মিথ্যে কথার সত্য বুলি
আছে কিসে তারা মিশে ভ্রম এই পৃথিবিতে।।।
পন্ডিত খুজে কে আমি?!, আর সে তোমার ধ্যনে..তে!
শিকল পরা মুক্তি হয়ে শান্তি খোজও তোমাতে!!!
মানুষ দেখতে মানুষের মত,কেন? এতো ভিন্নমতে
চাও যদি মানুষ হয়ে, সৃষ্টির স্রষ্ঠাকে ভালবাসতে,
যাওভুলে তুমি জন্ম্রছো, কে কোন জাতে।
জাত ভুলে সব একহলেই আসবে মানবতা ফিরে ।
MAD MAN FILMZ. #2025