M Saiful islam shabu

M Saiful islam shabu I am Businessmen

15/10/2025

জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে মুখরিত শাহাবাগ!
- অনিয়মের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি।

15/10/2025

নিয়মিত চেকআপের অংশ হিসাবে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
পরবর্তীতে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশনেত্রীকে।সব সময় চেষ্টা করেছি জিয়া পরিবারের পাশে দাঁড়ানোর।হঠাৎ করে নেত্রীকে হাসপাতালে নিয়ে যাবে শুনেই ছুটে গিয়েছি এভার কেয়ার হাসপাতালে।
মহান আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্হতা দান করুন।

15/10/2025

দলের ঐক্য নষ্ট করে বা অন্যকে ছোট করে এমন মন্তব্য ফেসবুকে না করার অনুরোধ করছি।সামনের সময় গুলোতে সবাইকে নিয়ে ধৈর্যের সহিত এগিয়ে যেতে হবে।
পাংশা, বালিয়াকান্দী,কালুখালী উপজেলা বিএনপি এবং অংগ সংগঠনের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।

15/10/2025

চোর চোর ভোট চোর
জামাত শিবির ভোট চোর

13/10/2025

১৭ বছরের ব্য'কগ্রাউন্ড দেখে দেওয়া হবে ম'নোনয়ন,
কারো মুখ দেখে নই !!

13/10/2025

িয়াস_আলী একটা আবেগ ও একটা ভালোবাসার নাম।

সবার আগে বাংলাদেশ 🇧🇩
13/10/2025

সবার আগে বাংলাদেশ 🇧🇩

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া আজও এক অদম্য প্রতীক। খালেদা জিয়া এক নারীর নামে লুকিয়ে আছে বাংলাদেশের অ...
13/10/2025

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া আজও এক অদম্য প্রতীক। খালেদা জিয়া এক নারীর নামে লুকিয়ে আছে বাংলাদেশের অগণিত ত্যাগের ইতিহাস।

আমি কিংবদন্তীর কথা বলছি --------- সময়ের প্রয়োজনে ছাত্রদলের রাজনীতিতে জন্ম হয়েছিল ইলিয়াস ভাইয়ের মতো দুর্ধর্ষ ছাত্রনেতাদের...
13/10/2025

আমি কিংবদন্তীর কথা বলছি ---------

সময়ের প্রয়োজনে ছাত্রদলের রাজনীতিতে জন্ম হয়েছিল ইলিয়াস ভাইয়ের মতো দুর্ধর্ষ ছাত্রনেতাদের।

সেসময় জাসদ ছাত্রলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই ছাত্রদলে জন্ম নিয়েছিল নীরু - বাবলু, অভি - ইলিয়াস - রতন, সোহেল - পিন্টু ভাইয়ের মতো অপ্রতিরোধ্য ও অকুতোভয় যোদ্ধাদের।

ছাত্রদলের রাজনীতিতে যারা ইতিহাস গড়েছেন ইলিয়াস ভাই তাদের মধ্যে অন্যতম একজন। ছাত্রদলের গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাসে ইলিয়াস আলী একটাই। ইলিয়াস ভাইয়ের মতো সময়ের অদম্য সাহসী সন্তানদের জন্ম বারবার হবে না। ইলিয়াস আলীদের ধ্বংস করা যতটা সহজ, সৃষ্টি করা ঠিক ততটাই কঠিন।

শহীদ জিয়ার আকস্মিক মৃত্যুতে বিএনপি যখন দিশেহারা, বিএনপির বাঘা বাঘা সব নেতারা নিজেদের জীবন বাঁচাতে চলে গেছেন আত্মগোপনে, শহীদ জিয়ার অসহায় সহধর্মিণী বেগম জিয়া প্রিয় স্বামীকে হারানোর শোকে কাতর --- ঠিক তখন ছাত্রদলের কালজয়ী নেতারা মায়ের মতো নেত্রীর পাশে এসে দাঁড়ায়।

বিএনপির শীর্ষ অনেক নেতাই অনভিজ্ঞ বেগম জিয়ার নেতৃত্ব মেনে নিতে প্রকাশ্যে বিরোধিতা করে। কিন্তু ছাত্রদলের কালজয়ী নেতাকর্মীদের ইস্পাত কঠিন মনোবলের নিকট দালালরা পরাজিত হয়।

এবং শহীদ জিয়ার মৃত্যুর তিন বছর পরে বিএনপির হাল ধরেন মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্রদলের সন্তান সমতুল্য নেতাকর্মীরা মায়ের মতো নেত্রীকে মিছিলের সামনে রেখে স্লোগান শুরু করতো। শহীদ জিয়ার নামের স্লোগানের জিকির ধ্বনিতে প্রকম্পিত হতো নিষিদ্ধ মহানগরীর দূষিত আকাশ - বাতাস।

আজও বাতাসে কান পাতলে শুনতে পাই ,
" শহীদ জিয়ার স্মরণে ,
ভয় করিনা মরণে।
দেশ গড়েছেন শহীদ জিয়া,
নেত্রী মোদের খালেদা জিয়া।"

13/10/2025

আমাদের প্রানপ্রিয় নেতা আস্থা এবং বিশ্বাসের প্রতিক তারেক রহমান বঞ্চিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে ঐক্যের সুবাতাস ছড়িয়ে দিতে চায়।

13/10/2025

ইনশাআল্লাহ মহান আল্লাহ সহায় হবেন, সেই সুযোগ দ্রুতই আসবে ইনশাল্লাহ

13/10/2025

আমাদের প্রানপ্রিয় নেতা আস্থা এবং বিশ্বাসের প্রতিক তারেক রহমানের বক্তব্য শুনুন এবং শেয়ার করুণ।

Address

Dhaka
70200

Alerts

Be the first to know and let us send you an email when M Saiful islam shabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share