13/10/2025
আমি কিংবদন্তীর কথা বলছি ---------
সময়ের প্রয়োজনে ছাত্রদলের রাজনীতিতে জন্ম হয়েছিল ইলিয়াস ভাইয়ের মতো দুর্ধর্ষ ছাত্রনেতাদের।
সেসময় জাসদ ছাত্রলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই ছাত্রদলে জন্ম নিয়েছিল নীরু - বাবলু, অভি - ইলিয়াস - রতন, সোহেল - পিন্টু ভাইয়ের মতো অপ্রতিরোধ্য ও অকুতোভয় যোদ্ধাদের।
ছাত্রদলের রাজনীতিতে যারা ইতিহাস গড়েছেন ইলিয়াস ভাই তাদের মধ্যে অন্যতম একজন। ছাত্রদলের গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাসে ইলিয়াস আলী একটাই। ইলিয়াস ভাইয়ের মতো সময়ের অদম্য সাহসী সন্তানদের জন্ম বারবার হবে না। ইলিয়াস আলীদের ধ্বংস করা যতটা সহজ, সৃষ্টি করা ঠিক ততটাই কঠিন।
শহীদ জিয়ার আকস্মিক মৃত্যুতে বিএনপি যখন দিশেহারা, বিএনপির বাঘা বাঘা সব নেতারা নিজেদের জীবন বাঁচাতে চলে গেছেন আত্মগোপনে, শহীদ জিয়ার অসহায় সহধর্মিণী বেগম জিয়া প্রিয় স্বামীকে হারানোর শোকে কাতর --- ঠিক তখন ছাত্রদলের কালজয়ী নেতারা মায়ের মতো নেত্রীর পাশে এসে দাঁড়ায়।
বিএনপির শীর্ষ অনেক নেতাই অনভিজ্ঞ বেগম জিয়ার নেতৃত্ব মেনে নিতে প্রকাশ্যে বিরোধিতা করে। কিন্তু ছাত্রদলের কালজয়ী নেতাকর্মীদের ইস্পাত কঠিন মনোবলের নিকট দালালরা পরাজিত হয়।
এবং শহীদ জিয়ার মৃত্যুর তিন বছর পরে বিএনপির হাল ধরেন মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্রদলের সন্তান সমতুল্য নেতাকর্মীরা মায়ের মতো নেত্রীকে মিছিলের সামনে রেখে স্লোগান শুরু করতো। শহীদ জিয়ার নামের স্লোগানের জিকির ধ্বনিতে প্রকম্পিত হতো নিষিদ্ধ মহানগরীর দূষিত আকাশ - বাতাস।
আজও বাতাসে কান পাতলে শুনতে পাই ,
" শহীদ জিয়ার স্মরণে ,
ভয় করিনা মরণে।
দেশ গড়েছেন শহীদ জিয়া,
নেত্রী মোদের খালেদা জিয়া।"