Mr Apu

Mr Apu A small business idea with Small investment.
(1)

কূটনীতির কত রঙ!ঠিক ১০ বছর ৩ মাস আগের কথা। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের মুম্বাইয়ে আয়োজিত বিজ্ঞান কংগ্রেসে...
05/04/2025

কূটনীতির কত রঙ!

ঠিক ১০ বছর ৩ মাস আগের কথা। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের মুম্বাইয়ে আয়োজিত বিজ্ঞান কংগ্রেসে স্বর্ণপদক পরিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বহু সময় পার হয়ে গেছে, কিন্তু স্মৃতিটা রয়ে গেছে অমলিন। আজ থাইল্যান্ডের ব্যাংককে এক দ্বিপাক্ষিক বৈঠকের সময় সেই মুহূর্তটিকে আবার ফিরিয়ে আনলেন ইউনূস স্যার। মোদির হাতে তুলে দিলেন সেই দিনের একটি ছবি— যে ছবিতে মোদি নিজেই ইউনূস স্যারকে পদক পরিয়ে দিচ্ছেন।

আরও এক চমকপ্রদ তথ্য— ইউনূস স্যারের পরনে আজকের দিনের পোষাকটিও সেই ১০ বছর আগের অনুষ্ঠানের মতোই!

সময়ের সঙ্গে শুধু মানুষ বদলায় না, স্মৃতিরাও নতুন মাত্রা পায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত! যদি আপনি কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতা...
30/03/2025

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত! যদি আপনি কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে অভিযোগ করুন।

📞হটলাইন নম্বর: 16121
🌐ওয়েবসাইট: www.dncrp.com/en

আপনার অভিযোগের ভিত্তিতে ৩০ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা হবে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—অভিযোগ প্রমাণিত হলে জরিমানার ২৫% আপনি পুরস্কার হিসেবে পাবেন!

আপনার অধিকার নিশ্চিত করতে এখনই অভিযোগ করুন এবং সচেতন ভোক্তা হিসেবে অন্যদেরও উদ্বুদ্ধ করুন! ✅

আপনার শিশুর ১০ বছর হওয়ার আগেই শেখান গুরুত্বপূর্ণ জীবনদক্ষতাপ্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, শিশুরাও ছোট বয়সেই নান...
23/03/2025

আপনার শিশুর ১০ বছর হওয়ার আগেই শেখান গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, শিশুরাও ছোট বয়সেই নানা গ্যাজেট চালাতে শিখে যাচ্ছে। তবে এসব কিছুই হচ্ছে মা–বাবার ছায়াতলে থেকে। কিন্তু যদি কোনো কারণে সে একা পড়ে যায় বা হঠাৎ নিজেই কোনো পরিস্থিতি সামলাতে বাধ্য হয়, তখন কী করবে?
তাই শিশুর ১০ বছর হওয়ার আগেই তাকে কিছু মৌলিক জীবনদক্ষতা শেখানো জরুরি। এগুলো তার জীবনকে যেমন সহজ করবে, তেমনি আপনাকেও করবে নিশ্চিন্ত। এই শিক্ষা সাধারণত কোনো স্কুলে দেওয়া হয় না, তাই মা-বাবাকেই হতে হবে সন্তানের প্রথম শিক্ষক।

১. আত্মরক্ষার প্রথম পাঠ
শিশুকে আত্মরক্ষা শেখানোর আগে তার আত্মবিশ্বাস গড়ে তুলুন। জানিয়ে দিন—কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো যাবে না। শারীরিকভাবে সুস্থ থাকা ও দৌড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
আত্মরক্ষার সহজ কৌশল:
আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দ্রুত পালানো।
ঘাড়, চোখ, কান ও নাকে আঘাত করলে হামলাকারী বিভ্রান্ত হয়, এতে শিশুর পালানোর সুযোগ বাড়ে।

২. মানচিত্র ও দিক চেনা
ছোটবেলা থেকেই শিশুকে মানচিত্র ও দিক চেনার অভ্যাস করান।
ঘরে একটি বিশ্ব মানচিত্র বা গ্লোব রাখুন।
তাকে বাড়ির আশপাশের এলাকা চিনিয়ে দিন।
দিক চেনার সহজ নিয়ম শেখান (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম)।
এতে যদি কখনো পথ হারিয়ে ফেলে, সে সহজেই দিক বুঝে ফিরে আসতে পারবে।

৩. বাড়ির ঠিকানা ও টেলিফোন নম্বর মুখস্থ করানো
যখনই শিশু কথা বলতে শেখে, তখনই তাকে নিজের নাম, মা-বাবার নাম, ঠিকানা ও ফোন নম্বর মুখস্থ করান।
যদি কখনো হারিয়ে যায় বা বিপদে পড়ে, তাহলে যেন কাউকে এসব তথ্য জানিয়ে সাহায্য নিতে পারে।

৪. বিপদের বন্ধু চেনানো
শিশুকে শেখান—বিপদে কাদের সাহায্য নেওয়া যায়।
পুলিশ, র‍্যাব বা সেনাবাহিনীর পোশাক চিনিয়ে দিন।
শেখান, যদি কখনো আপনাকে ভিড়ে হারিয়ে ফেলে, তাহলে যেন পুলিশের সাহায্য নেয়।

৫. ‘না’ বলতে শেখানো
শিশুকে শেখান, নিজের মতামতের মূল্য দিতে এবং অপ্রয়োজনে বা চাপের মুখে ‘না’ বলতে।
এতে সে ভবিষ্যতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং ভুল সিদ্ধান্তের শিকার হবে না।

৬. প্রাথমিক চিকিৎসার জ্ঞান
খেলতে গিয়ে হাত কেটে গেলে বা কেউ আহত হলে শিশুকে যেন আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসা দিতে শেখান।
ক্ষতস্থান অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করা।
ব্যান্ডেজ বাঁধা।
হাত কেটে গেলে উঁচু করে ধরার নিয়ম শেখানো।
এছাড়া শেখান—কখন বড়দের সাহায্য নেওয়া জরুরি।

৭. অর্থের মূল্য বোঝানো
শিশুকে ছোট থেকেই টাকা বাঁচানো ও খরচের সঠিক পদ্ধতি শেখান।
হাতখরচ বা সালামির টাকা অযথা নষ্ট না করে সঞ্চয় করা।
টাকার সঠিক ব্যবহার শেখানোর জন্য তাকে নিজের শখের কোনো জিনিস কিনতে উৎসাহিত করুন।

৮. রান্নাঘরের ছোটখাটো কাজ শেখানো
শিশুকে ছোট থেকেই রান্নাঘরের কিছু কাজ শেখান, যাতে প্রয়োজনে নিজে খাবার তৈরি করতে পারে।
প্লাস্টিকের ছুরি দিয়ে ছোটখাটো কাটাকাটি।
স্যান্ডউইচ বানানো।
ফ্রিজ থেকে খাবার বের করে মাইক্রোওয়েভে গরম করা।
এছাড়া ঘরের ছোট কাজের দায়িত্ব দিন—
পেঁয়াজ-রসুনের খোসা ছাড়ানো।
ফ্রিজ থেকে সবজি বের করা।
খাবার টেবিলে গ্লাসে পানি ঢালা।

শেষ কথা
এই ছোট ছোট দক্ষতাগুলো শেখালে শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে, জীবনের কঠিন সময়গুলো সহজে মোকাবিলা করতে শিখবে। যদি কখনো সে বাড়ি থেকে দূরে থাকে, নতুন পরিবেশেও সহজে মানিয়ে নিতে পারবে।
মা-বাবার দায়িত্ব শুধু শিশুর জন্য পথ তৈরি করা নয়, শিশুকে তার নিজের পথ তৈরি করার দক্ষতা শেখানোই সবচেয়ে বড় শিক্ষা।

22/03/2025

বাংলাদেশের ইতিহাসে বারবার আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে, কিন্তু প্রতিবারই তা পুনর্বাসনকারীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।
১. প্রথমবার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, যার পরিণতিতে তিনি শহীদ হন।
২. দ্বিতীয়বার, জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আর এখন সেই দল বিলুপ্তির পথে।
৩. তৃতীয়বার, জামায়াত ইসলাম আওয়ামী লীগের পুনর্বাসনে ভূমিকা রাখে, যার বিনিময়ে তাদের শীর্ষ নেতাদের ফাঁসি হয়।
৪. চতুর্থবার, সেনাবাহিনী ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করে, যার ফলে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

Send a message to learn more

সেনাপ্রধানকে দোষারোপ করবেন না। "আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না” উনি এই হাদীসের উপর আমল করছেন মাত্র!🐸🐸🥴
21/03/2025

সেনাপ্রধানকে দোষারোপ করবেন না। "আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না” উনি এই হাদীসের উপর আমল করছেন মাত্র!🐸🐸🥴

হাসানাত আব্দুল্লাহ ( Hasnat Abdullah )—যার হৃদয়ের প্রতিটি স্পন্দনে বিরাজ করে দেশপ্রেম।যাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না, ...
21/03/2025

হাসানাত আব্দুল্লাহ ( Hasnat Abdullah )—যার হৃদয়ের প্রতিটি স্পন্দনে বিরাজ করে দেশপ্রেম।
যাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না, লোভ দেখিয়ে কেনা যায় না।
এমন সাহসী, সৎ এবং নীতিবান হাসানাতদের জন্ম হোক প্রতিটি ঘরে, প্রতিটি প্রজন্মে।
দেশগর্ব এমন মানুষদের প্রতি রইল অগাধ শ্রদ্ধা!

21/03/2025

" রিফাইন্ড আওয়ামী লীগ " নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। এটি মূলত ভারতের পরিকল্পনা, যেখানে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আলোচনায় বলা হয়, এই পরিকল্পনার অধীনে কিছু নেতা এপ্রিল-মে থেকে শেখ হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেবে।
বক্তাসহ আরও কয়েকজনের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং আসন সমঝোতার বিনিময়ে এতে রাজি হতে বলা হয়। কিন্তু তারা এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে তাদের বিচারের দাবি জানান। জবাবে তাদের হুমকি দেওয়া হয় যে, আওয়ামী লীগকে ফেরাতে বাধা দিলে দেশের সংকটের দায় তাদের নিতে হবে।
বক্তা স্পষ্টভাবে জানান যে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস নেই এবং তাদের পুনর্বাসনের প্রচেষ্টা ব্যর্থ করতে জনগণের সমর্থন প্রয়োজন। অতীতে যেমন তারা জনগণের শক্তির মাধ্যমে সকল চাপ প্রত্যাখ্যান করেছেন, এবারও তারা রাজপথে নেমে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত করতে প্রস্তুত।
শেষে বক্তা সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান, যাতে ৫ আগস্টের পর তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ না থাকে এবং দলটি চিরতরে নিষিদ্ধ হয়।
এই কথা গুলো যিনি বলেছেন তিনি আমাদের নির্ভিক ক্যাপ্টেন বাংলাদেশ Hasnat Abdullah ভাই , আমি জাস্ট তার কথার সারমর্ম লিখলাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লীজ

একজন ব্যক্তির বিরুদ্ধে ধ*র্ষ*ণে*র অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা বা শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফত...
16/03/2025

একজন ব্যক্তির বিরুদ্ধে ধ*র্ষ*ণে*র অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা বা শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। যদি একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, তবে তার সামাজিক মর্যাদা এবং মানসিকভাবে যে ক্ষতি হয়, তা অপূরণীয়।

অন্যদিকে, মিথ্যা অভিযোগ দায়ের করাও একটি গুরুতর অপরাধ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করে, তবে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকা উচিত, যেমন কমপক্ষে ৫ বছরের কারাদণ্ড।

এছাড়া, যদি অভিযোগ প্রমাণিত না হয় এবং তা মিথ্যা বলে প্রমাণিত হয়, তবে শীর্ষস্থানীয় ১০টি গণমাধ্যম ও সংবাদপত্রে সেই তথ্য প্রকাশ করা উচিত। এতে সমাজে সতর্কতা তৈরি হবে এবং মিথ্যা অভিযোগ দিয়ে অন্যের জীবন নষ্ট করার প্রবণতা কমবে।

ন্যায়বিচারের স্বার্থে, প্রত্যেক অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় এবং নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার না হন।

~যুদ্ধের সময় পাকিস্তানিরা যা নিয়ে গেছে আর আমাদের যা দিয়ে গেছে 😑
14/03/2025

~যুদ্ধের সময় পাকিস্তানিরা যা নিয়ে গেছে আর আমাদের যা দিয়ে গেছে 😑

If flowers make you angry, then flowers are okay ❤️
11/03/2025

If flowers make you angry, then flowers are okay ❤️

মুনিয়া হ-ত্যা মামলা যখন আলোচনার তুঙ্গে তখন আমার এক বন্ধু বলেছিলো, আনভীরকে যদি একদিনের জন্যও জে*লে যাইতে হয়, তাইলে টাকার ...
10/03/2025

মুনিয়া হ-ত্যা মামলা যখন আলোচনার তুঙ্গে তখন আমার এক বন্ধু বলেছিলো, আনভীরকে যদি একদিনের জন্যও জে*লে যাইতে হয়, তাইলে টাকার উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে৷

থ্যাংকস গড!
টাকার উপর থেকে আমার বন্ধুর বিশ্বাস উঠে যায় নাই 🙂

©️

আল্লাহ তাকে সঠিক পথের দিশা দান করুন।🤲তিনি ভিন্ন ধর্মাবলম্বী আর সুপারস্টার হয়েও পবিত্র মাহে রমজান উদযাপন এবং সালাত আদায়...
08/03/2025

আল্লাহ তাকে সঠিক পথের দিশা দান করুন।🤲

তিনি ভিন্ন ধর্মাবলম্বী আর সুপারস্টার হয়েও পবিত্র মাহে রমজান উদযাপন এবং সালাত আদায় করছেন বিষয়টা ভালো লাগার ছিল।🤲

Address

Zoo Road
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Mr Apu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share